IslamPriyo জিজ্ঞাসা করেছেন
OMR এ বিষয় কোড ভুল লিখেছি এবং তা অনুযায়ী ভরাট করেছি এতে কি কোন সমস্যা হবে? Reg নং দিয়েছি সঠিক এবং Roll নং সঠিক দিয়েছি সেট কোড সঠিক দিয়েছি শুধু বিষয় 236 এর জাগায় 237 দিয়েছি এতে কি কোন সমস্যা হবে প্লিজ জানাবেন ।
Shawn উত্তর দিয়েছেন : শিক্ষক কি আপনার শীট চেক করেননি? আপনি ভুল করলেন,হলের শিক্ষক শীট না চেক করো শীট সাইন করে দিল ? না কোনো সমস্যা হবে না ।
এআররহমানপরান জিজ্ঞাসা করেছেন
আমি পরীক্ষায় O.M.R শিট এ রোল নাম্বার সঠিক লিখেছি কিন্তু বৃত্ত ভরাট ভুল করেছি আবার সঠিক টাও ভরাট করেছি কোনো সমস্যা হবে কী?
RushaIslam উত্তর দিয়েছেন :না । ইনশাল্লাহ কিছুই হবে না।
আমার এস.এস.সি তে এমন হয়েছিল। কিন্তু রেজাল্ট এসেছিল। চিন্তা করার কারন
নেই। রোল লেখার পর বৃত্ত ভরাটে ভুল হলে আবার সঠিকটি ভরাট করলে রেজাল্ট
আসে। এটা ডিউটিরত শিক্ষকদেরকে জিজ্ঞাসা করলেও তারা একই কথা বলতো।
ShabbirMahamud উত্তর দিয়েছেন :না । কেননা ওটা কম্পিউটারে চেক করা হয় । আর উপরের সংখ্যা অনুযায়ী সঠিক ঘরটায় শুধু চেক করে । বাকি ঘর কি করলেন তা দেখবে না ।
Shawn উত্তর দিয়েছেন :না! নিশ্চিন্ত থাকুন! কোনো সমস্যা হবে না!
Tariqul420 জিজ্ঞাসা করেছেন
omr sheet সেট কোটে উপরে গ লিখেছি কিন্তু ভুলে ঘ ভরাট করেছি। গ ভরাট করি নাই। আমার রেজাল্ট কি আসবে?
মনিরুজ্জামান উত্তর দিয়েছে: ইনশাল্লাহ রেজাল্ট আসবে।সফটওয়ার আপনার সর্বাধিক প্রশ্নের উত্তরের সেটকে সাবমিট করবে।দুঃচিন্তা করবেন না।তাছাড়া এরকম সমস্যা সমাধানের জন্য তো বোর্ড এ লোক থাকে।চিন্তা মুক্ত থাকেন
রাকিবসরকার উত্তর দিয়েছেন
হ্যা আপনার রেজাল্ট আসবে যেহেতু আপনি সঠিক 'গ' লিখেছেন কিন্তু ভুলে 'ঘ'
লিখেছেন সেহেতু সঠিক গ ই বলে বিবেচিত হবে , আর এনিয়ে টেনশন করবেন না
MCQ সেট কোড ভুল পূরণ , বোর্ডে আবেদনের MS WORD
তারিখঃ ২৩/১১/২০২১ খ্রিঃ
পরীক্ষা নিয়ন্ত্রক
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
মাধ্যমঃ প্রধান শিক্ষক
ঘোনা ইউনিয়ন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়
ঘোনা , সাতক্ষীরা সদর
বিষয়ঃ History Of Bangladesh & World Civilization (153) বিষয়ের বহুনির্বাচনী উত্তরপত্রের সেট কোড ভুল পূরণ প্রসঙ্গে।
জনাব
বিনীত নিবেদন এই যে, আমি ২০২১ সালে সাতক্ষীরা সদর উপজেলার নবারুন-৪৮৪ কেন্দ্রের মানবিক বিভাগের একজন পরীক্ষার্থী । আমার এস এস সি রোল-809201 রেজিষ্ট্রেশন নম্বর- 1813650010 শিক্ষাবর্ষ -২০১৯-২০২০। বিগত ১৫/১১/২০২১ খ্রিঃ তারিখে History Of Bangladesh & World Civilization (153) পরীক্ষায় আমাকে বহুনির্বাচনী প্রশ্নের “খ” সেট দেয়া হয়। কিন্তু আমি ভুলক্রমে উত্তরপত্রে সেট কোড “ঘ” লিখি এবং সেট কোড “ঘ” পূরণ করি। এটা আমার অসচেতনতাবশতঃ ভুল এবং এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
এমতাবস্থায় , হুজুরের কাছে আমার আকুল আবেদন আমার উত্তরপত্র “খ” সেট অনুযায়ী মূল্যায়ন করার ব্যবস্থা করার জন্য বিনীত অনুরোধ করছি।
0 Comments