১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চায়ন করবেন যেভাবে
একাদশ শ্রেণির ১ম দফার ভর্তি নিশ্চায়ন ফি পরিশোধ ও বোর্ড রেজিষ্ট্রেশন পেমেন্ট যাচাই পদ্ধতি ২০২২
ভর্তি বিজ্ঞপ্তির নির্দেশনা অনুসারে, ১ম পর্যায়ের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের কলেজ নিশ্চায়ন করতে হবে।
এই নিশ্চয়নের অর্থ হলো, নির্বাচিত কলেজের ভর্তির জন্য বোর্ডের রেজিস্ট্রেশন ফি পরিশোধ করা । নিশ্চয়ন ফি পরিশোধ করা মানে, নির্বাচিত কলেজ শিক্ষার্থী ভর্তি হবেন এটা নিশ্চিত করা । কলেজ নিশ্চয়ন না করলে, সংশ্লিষ্ট কলেজের নির্বাচন ও ভর্তি আবেদন বাতিল হবে । পূনরায় নতুন করে আবারো ভর্তি আবেদন করতে হবে। তাই এ বিষয়ে সতর্ক থাকুন আর ভূল করলে শিক্ষার্থীকে TC ছাড়া অন্য কলেজে যাওয়া সম্ভব হবে না ।
একাদশ শ্রেণির ভর্তির নিশ্চায়ন ফি ৩২৮/= (তিন শত আঠাশ) টাকা। মোবাইল ব্যাংকিং/সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত পদ্ধতির মাধ্যমে এই বোর্ড ফি পরিশোধ করতে হবে ।
১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ০১/০১/২০২৩ তারিখ হতে ০৮/০১/২০২৩ তারিখ সন্ধ্যা ৮ টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ৩২৮/= টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটর-এর মাধ্যমে) জমা দিলে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ২২/০১/২০২৩ হতে ২৬/০১/২০২৩ পর্যন্ত ।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী ভর্তি ওয়েবসাইট (xiclassadmission.gov.bd) ভিজিট করুন অথবা ক্লিক করুন XI Class Admission System
একাদশ শ্রেণির কলেজ ভর্তি নিশ্চায়ন করার পদ্ধতি ভর্তি নিশ্চায়ন করা যাবে বিকাশ, নগদ, সোনালী সেবা, রকেট, ইউপে, ট্যাপ ও ওকে ওয়ালেটের মাধ্যমে ।
সব কিছু ঠিক থাকলে আপনার এবার টাকা পেমেন্টে করবার পালা্ আমি সোনালী সেবার মাধ্যমে পেমেন্ট করে দেখাচ্ছি
নিশ্চায়ন ফি পরিশোধের তথ্য পাওয়া যাবে এই ঠিকানায়- http://xiclassadmission.gov.bd/payment.html
- bKash Payment System
- Nagad Payment System
- Sonali Web Payment System
- Sonali eSheba Payment System
- Rocket Payment System
- upay Payment System
- tap
- OK Wallet
আমি সোনালী সেবার মাধ্যমে নিশ্চায়ন দেখাচ্ছি
এবার
এবার
এবার
এবার
এবার
এবার
Check Payment
কাজ শেষ আপনার জমাকৃত অর্থ বোর্ডে জমা হলে আপনি নিচের ঠিকানা থেকে তা যাচাই করে দেখতে পারেন।
http://smart5.xiclassadmission.gov.bd/board/viewRegPayment22_23
একাদশ ভর্তি নিশ্চয়ন করার পদ্ধতি (বিকাশ এর মাধ্যমে)
লক্ষ্য করুন: একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়ায় কলেজ নিশ্চায়ন ফি পরিশোধ করা ভর্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
এই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করা না হলে, কলেজ নির্বাচন বাতিল হতে পারে । তাই অভিজ্ঞ ও দক্ষ কারো সাহায্য নিয়ে কলেজ নিশ্চায়ন ফি পরিশোধ করুন।
যেভাবে পেমেন্ট কেরবেন এখানে দেখে নিন http://xiclassadmission.gov.bd/payment.html
জরুরী নির্দেশনাঃ তৃতীয় পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীরা (মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থী ব্যতিত) ২০/০১/২০২৩ইং তারিখ রাত ১২ ঘটিকার মধ্যে রেজিস্ট্রেশন ফি ৩২৮/= টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন সম্পন্ন না করলে, নীতিমালা অনুযায়ী এই বছর ভর্তির আর কোনো সুযোগ থাকবে না।
0 Comments