@..শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী অনার্স ১ম বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করে প্রমোটেড হয়েছে কিন্তু এক বা একাধিক তত্তীয় কোর্স এ F গ্রেড এবং অনুপস্থিত রয়েছেন শুধুমাত্র সে সকল শিক্ষার্থী শেষবারের মতো 2018 সালের অনার্স দ্বিতীয় বর্ষ (বিশেষ) পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে।
কলেজ কর্তৃক ডাটা নিশ্চয়নের শেষ তারিখ:01/02/2021
সোনালী সেবার তারিখ: 02/02/2021 02/02/2021
http://103.113.200.29/part1_old এখানে
http://nubd.info/honours এখানে অথবা নিচে
@..শিক্ষাবর্ষে যে সকল শিক্ষার্থী অনার্স ১ম বর্ষ পরীক্ষা অংশগ্রহণ করে প্রমোটেড হয়েছে কিন্তু এক বা একাধিক তত্তীয় কোর্স এ F গ্রেড এবং অনুপস্থিত রয়েছেন শুধুমাত্র সে সকল শিক্ষার্থী শেষবারের মতো 2018 সালের অনার্স দ্বিতীয় বর্ষ (বিশেষ) পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে।
@..আবেদন অনুযায়ী সকল শিক্ষার্থীদের ডাটা online এ সঠিকভাবে এন্টি দিয়ে নিশ্চয়ন করে প্রথমে বিভাগীয় প্রধান অতঃপর অধ্যক্ষ স্বাক্ষর করবেন।
@..নির্বাচন সম্পন্ন হলে অনলাইনে পরীক্ষার্থীদের বিবরণী প্রিন্ট নিতে হবে প্রিন্ট কপিতে প্রথমে বিভাগীয় প্রধান অধ্যাপক অতঃপর স্বাক্ষর করবেন।
@..অনার্স ১ম বর্ষ পরীক্ষার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যথাসময়ে চালু হবে এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্ধারিত সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে সুতরাং নির্ধারিত সময়ের মধ্যে ডাটা এন্ট্রি সম্পন্ন করতে হবে।
0 Comments