বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

 

             বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২১ অফিসার ক্যাডেট

             বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২১ নাবিক এমওডিসি

             নৌবাহিনী নিয়োগ ২০২১ সার্কুলার বেসামরিক

             ১৮০০ পদে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২১ সার্কুলার

             নৌবাহিনী নিয়োগ ২০২১ সার্কুলার নাবিক























                 নৌবাহিনী নিয়োগ ২০২১ সার্কুলার

 প্রতিষ্ঠানের নাম

বাংলাদেশ নৌবাহিনী

 চাকরির ধরন

সরকারি চাকরি (ডিফেস্ন)

 কোন কোন জেলা

সকল জেলা

 শিক্ষাগত যোগ্যতা

অষ্টম শ্রেণী থেকে এসএসসি পাশ

 পদের নাম

নাবিক, এমওডিসি এবং অফিসার ক্যাডেট

 পদ সংখ্যা

০৩ টি

 নিয়োগ সংখ্যা

অসংখ্য

 প্রার্থীর বয়স

১৭-২০ অথবা ২২ বছর

 হেলপলাইন

01707609017

 -মেইল

joinnavy@unlocklive.com

 আবেদনের মধ্যম

অনলাইন

অফিসিয়াল ওয়েবসাইট:

আবেদনের শেষ তারিখ

অফিসিয়াল ওয়েবসাইট: https://joinnavy.navy.mil.bd

২০ সেপ্টেম্বর এবং ২৫ আক্টোবর ২০২১       

new government job circular

PDF Downlod

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২১ অফিসার ক্যাডেট

 




 

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২১ নাবিক ও এমওডিসি

 

অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত হয়েছ ১৮ আগস্ট ২০২১ তারিখে ।নৌবাহিনী হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নৌ যুদ্ধ শাখা। ১৯৭১ সালে নৌবাহিনী গঠিত হয়। এ বাহিনী টি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দর, সামরিক ঘাঁটি ও অর্থনৈতিক অঞ্চল ছাড়াও দেশের প্রায় ১ লক্ষ ১৮ হাজার ৮ শত ১৩ বর্গ কিলোমিটার সামুদ্রিক অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত।


নৌবাহিনী নিয়োগ ২০২১ সার্কুলার বেসামরিক


 

১৮০০ পদে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২১ সার্কুলার

  • শাখার নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল) (পুরুষ)
  •  যোগ্যতা: এসএসসি/সমমান,
  • বিজ্ঞান বিভাগে জিপিএ ন্যূনতম 3.50
  • বেতন: অফিস নির্ধারিত
  • কাজের ধরন: ফুলটাইম

যোগ্যতা: এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সােসাইটি টেকনিক্যাল ইন্সটিটিউট হতে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

  • শাখার নাম: মেডিকেল (পুরুষ ও মহিলা)
  •  যোগ্যতা: জীব বিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান,
  • বিজ্ঞান বিভাগে জিপিএ ন্যূনতম 3.50
  • বেতন: অফিস নির্ধারিত

নৌবাহিনী নিয়োগ ২০২১ সার্কুলার সিভিল

  • শাখার নাম: পেট্রোলম্যান, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ) (পুরুষ)
  • যোগ্যতা: পেট্রোলম্যান, রাইটার, স্টোর ও এমডিসি নৌ,
  • এর ক্ষেতে এসএসসি/সমমান-জিপিএ ন্যূনতম 3.00
  • বেতন: অফিস নির্ধারিত
  • শাখার নাম: রাইটার ও স্টোর (পুরুষ ও মহিলা)
  • শিক্ষায় যোগ্যতা: কুক ও স্টুয়ার্ড,
  • এর ক্ষেতে এসএসসি/সমমান-জিপিএ ন্যূনতম 2.50
  • বেতন: অফিস নির্ধারিত
  • শাখার নাম: টোপাস (পুরুষ)
  • যোগ্যতা:৮ম পাশ
  • বেতন: অফিস নির্ধারিত

নৌবাহিনীতে চাকরির ক্ষেত্রে প্রার্থীর শারীরিক যোগ্যতা: ন্যূনতম বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

শিক্ষাগত যোগ্যতা

শাখা

শিক্ষাগত যোগ্যতা

ডিই/ইউসি
(
কমিউনিকেশন টেকনিক্যাল, সিম্যান) (পুরুষ)

ন্যূনতম জিপিএ .৫০ পেয়ে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করতে হবে

মেডিকেল
(
পুরুষ মহিলা)

জীব বিজ্ঞান বিষয়সহ ন্যূনতম জিপিএ .৫০ পেয়ে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি/সমমান পরীক্ষায় পাশ করতে হবে

কুক, পেট্রোলম্যান, স্টুয়ার্ড এমওডিসি (নৌ) (পুরুষ)

রাইটার স্টোর (পুরুষ মহিলা)

পেট্রোলম্যান, এমওডিসি, রাইটার স্টোর -এর ক্ষেত্রে যে কোন গ্রুপ হতে ন্যূনতম জিপিএ .০০ পেয়ে এসএসসি/সমমানের পরিক্ষায় পাশ করতে হবে

কুক স্টুয়ার্ড -এর ক্ষেত্রে .৫০

টোপাস (পুরুষ)

অষ্টম (৮ম) শ্রেনি পাস


    যোগ্যতা অন্যান্য

বাংলাদেশ নৌবাহিনী নাবিক এমওডিসি পদে নিয়োগ ২০২১ বিজ্ঞপ্তি অনুযায়ী চলুন অন্যান্য কিছু যোগ্যতা দেখে নেই। আবেদন করতে করতে হলে এসব যোগ্যতাও অবশ্যই থাকতে হবে

  • জাতীয়তা: বাংলাদেশী
  • সাঁতার:  জানা থাকতে হবে
  • বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে
  • বয়স: ০১ জানুয়ারি ২০২২ তারিখে i) নাবিক পদের জন্য বয়স ১৭২০ বছর ii) এবং এমওডিসি পদের জন্য বয়স ১৭২২ বছর হতে হবে 

অনলাইন আবেদন ফরম পূরণ পদ্ধতি

নৌবাহিনীর অনলাইনে আবেদন ফরম পূরণ পদ্ধতি নিচে ধাপে ধাপে করা হলো

) প্রথম ভিজিটি করুনjoinnavy.navy.mil.bd

) “SAILOR” -এর নিচের “Apply Now” বাটনে প্রেস করুন

) এবার নিচের মত একটি ফরম পাবেন পূরণ করে “Submit” বাটনে প্রেস করুন তারপর পরবর্তী নির্দেশনা মোতাবেক আবেদনের বাকি কাজ সম্পন্ন করুন

উল্লেখ্য, আবেদন কালে প্রার্থীকে ২০০/- টাকা আবেদন ফি বাবদ জমা মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) এর মাধ্যমে জমা দিতে হবে আবেদন ফি না দেওয়া পর্যন্ত আবেদন সম্পন্ন হবে না

ভর্তি পদ্ধতি

নাবিক হিসেবে ভর্তি নেওয়া হবে মোট ০৪টি ধাপ সফল ভাবে অতিক্রম করতে পারলে। ধাপ ০৪টি হলোঃ

  1. প্রাথমিক নির্বাচন
  2. লিখিত পরীক্ষা
  3. চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা
  4. এবং মৌখিক পরীক্ষা

প্রথম ধাপ অর্থাৎ প্রাথমিক নির্বাচনী পরিক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে নিম্নে উল্লিখিত কাগজপত্রাদি নিয়ে নিজ জেলার নির্ধারিত কেন্দ্রে নির্ধারিত সময় উপস্থিত থাকতে হবে

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপ্ত্রাদি

শিক্ষাগত যোগ্যতার সনদপত্র:

  • এসএসসি পাশের মূল সনদনপত্র
  • শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত মূল প্রশংসাপত্র
  • মূল মার্কশিট
  • মূল এডমিট কার্ড এবং রেজিষ্ট্রেশন কার্ড
  • ৮ম শ্রেনি পাস প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র স্কুল হতে প্রাপ্ত সনদপত্র এবং মার্কশিট হলেই হবে

উল্লেখ্য, এসএসসি পাশকৃত প্রার্থীগণ কোন কারণে মূল কিছু জমা দিতে না পারলে সত্যায়িত ফটোকপি জমা দিলেও চলবে তবে সত্যায়িত করতে হবে অবশ্যই প্রথম শ্রেনির গেজেটেড অফিসার কর্তৃক

প্রয়োজনীয় কাগজপত্রাদি:

  • পৌরসভার মেয়ের বা চেয়ারম্যান/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে প্রাপ্ত চরিত্রিক জাতীয়তার সনদপ্রাপ্ত
  • জাতীয়র পরিচয়পত্র কিংবা জন্ম নিবন্ধন -এর সত্যায়িত ফটোকপি
  • বাবার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি
  • অভিভাবকের সম্মতিপত্র
  • পাসপোর্ট সাইজের প্রার্থীর ১৫ কপি, পিতার ০১ কপি মাতার ০১ কপি সত্যায়িত রঙিন ছবি
bd police job circular 2021
recent govt job circular
bdjobs govt
reb job circular 2021
new government job circular

navy job circular 2021
navy circular 2021
navy job circular
navy civil job circular 2021