বাংলাদেশ রেলওয়ের চাকরির বিজ্ঞপ্তি

বাংলাদেশ রেলওয়ে "সহকারী স্টেশন মাস্টার" এর শূন্য পদের জন্য বাংলাদেশী নাগরিকের কাছ থেকে আবেদন আহ্বান করেছে প্রার্থীদের বয়স সীমা 18-30 বছর শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে ন্যূনতম অনার্স ডিগ্রি থাকতে হবে


সহকারী মাস্টার হিসাবে কর্মচারীকে বেতন-গ্রেড -15 সহ সরকারী রাজস্ব বিভাগের অধীনে নিয়োগ দেওয়া হবে এবং খালি পদের সংখ্যা 235

আবেদনটি অনলাইনে 07 সেপ্টেম্বর 2021 থেকে নেওয়া হচ্ছে এবং 06 অক্টোবর 2021 তারিখে বন্ধ করা হচ্ছে আবেদনকারীর নথির হার্ড কপি পাঠানোর দরকার নেই কিন্তু যখন তারা জীবন্ত কণ্ঠে উপস্থিত হবে তখন তাদের অবশ্যই তাদের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র যেমন একাডেমিক সার্টিফিকেট, নাগরিকত্ব এবং জন্ম সনদ ইত্যাদি দেখাতে হবে

আবেদনকারীদের বয়স 25 মার্চ 2020 এর মধ্যে 30 বছরের নিচে হতে হবে

আবেদন ফি 112 এবং টেলিটক মোবাইল নেটওয়ার্ক সংযোগের মাধ্যমে পরিশোধ করতে হবে


 Circular published

 28 August 2021

 Vacant posts

 235

 Application starts

 07 September 2021

 Application ends

 06 October 2021

 Salary (taka)

 23,490

 Application fee (taka)

 112

 Source

www.railway.gov.bd

Apply

http://br.teletalk.com.bd/

                                                       

 

👉   Apply Here    PDF Link 👉  Downlods

 


 

রেলপথ মন্ত্রণালয়ের শূন্য পদগুলো হলো স্টেনো-টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, অফিস অ্যাসিসট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, ক্যাশ সরকার এবং অফিস সাপোর্ট স্টাফ

আগ্রহী প্রার্থীরা নীচে আবেদন করুন বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারেন

                        Apply Now

অনলাইনে আবেদন শুরু হয়েছে: 06 আগস্ট 2019 সকাল 10:00 টায় অনলাইনে আবেদন বন্ধ: 05 সেপ্টেম্বর 2019 বিকাল 05:00 টায় 

অনলাইনে আবেদন ফি 112/- অথবা 56/- টেলিটক প্রিপেইড সিম থেকে জমা দিতে হবে নিচের সংযুক্ত ফাইল থেকে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন


বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চিটাগাং এর শূন্যপদ হচ্ছে ট্রেড অ্যাপ্রেন্টিস ..প্রার্থীরা তাদের আবেদনপত্র সংগ্রহ করে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট অথবা নিচে সংযুক্ত আবেদন ফি টাকা 100/- অবশ্যই ট্রেজারি চালান হিসাবে পাঠাতে হবে নিচে নিয়োগ পাওয়া যাচ্ছে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে 03 কপি পাস পোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে রেলওয়ে পরীক্ষা হবে রাজশাহী চট্টগ্রামআবেদনটি অবশ্যই "শেফ পারসোনাল অফিসার (পূর্ব), বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম" এর কাছে পৌঁছাতে হবে আবেদনের শেষ তারিখ 05 সেপ্টেম্বর 2019 মোট খালি পদ 677