Bangladesh Technical Education Board 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভা বিষয়ঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক পরিচালিত সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক ও ডিপ্লোমা পর্যায়ের শিক্ষাক্রমে ভর্তির জন্য অনুমােদিত ভর্তি নীতিমালা-২০২১" প্রেরণ।

 http://btebadmission.gov.bd/website

Click here for Remedial Course Application

👉    BTEB Online Admission Form

👉     ভর্তির নীতিমালা




bteb admission system 2022, bteb admission online, bteb online registration,

bteb Admission System

উপর্ভুক্ত বিষয় ও সত্রোক্ত পত্রের পরিপ্রেকিতে ত্ৰাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড কর্তৃক পরিচালিত সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক ও ডিপ্লোমা পর্যায়ের শিক্ষাক্রমে ভর্তির জন্য অনুমোদিত *ভর্তি নীতিমালা-২০২১* শরণার্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে এতৎসঙ্গে প্রেরণ করা হলাে।


সদয় জ্ঞাতার্থে ও কার্যার্থে অনুলিপি প্রেরণ করা হলো (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) 

১. মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা।

 ২, অতিরিক্ত সচিব (কারিগরি অনুবিভাগ), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। 

৩. অতিরিক্ত সচিব (কারিগরি অধিশাখা), কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

 ৪. মাননীয় মন্ত্রীর একান্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

 ৫. মাননীয় উপমন্ত্রীর একান্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

 ৬. চেয়ারম্যান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড, আগারগাঁও, ঢাকা। 

৭. সচিব মহোদয়ের একান্ত সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

 ৮. অফিম কপি।

 

২০২১-২০২২ শিক্ষাবর্ষে ০৪ (চার) বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেন্টি, ডিপ্লোমা-ইন-ফিশারিজ, ডিপ্লোমা-ইনলাইভস্টক এবং ০২ (দুই) বছর মেয়াদি এইচ.এস.সি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি), এইচ,এস,সি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স ও সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেড কোর্সের জন্য নিমরূপ “ভর্তি নীতিমালা-২০২১” প্রণয়ন করা হলো।


১.১ “বাের্ড' বলতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড বােঝাবে; 

১,২ 'কলেজ’ ও ‘ইনস্টিটিউট বলতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ড হতে পাঠদানের জন্য।

অনুমতিপ্রাপ্ত বা স্বীকৃতিপ্রাপ্ত কোন শিক্ষা প্রতিষ্ঠানকে বােঝাবে; 

1.3'নির্ধারিত ফরম' বলতে ভর্তির জন্য বাের্ড কর্তৃক নির্ধারিত আবেদন ফরম অর্থাৎ, অনলাইনে

প্রদর্শিত আবেদন ফরম বােঝারে; 

১.৪ শিক্ষার্থী’?"প্রার্থী' বলতে ছাত্র ও ছাত্রী উভয়কেই বােঝাবে;

1.5 সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্স' (Remodial Course) বলতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ও ডিপ্লোমা-ইন-টেকটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ১ম পর্বে ভর্তিচ্ছু শিক্ষার্থী যারা সাধারণ শিক্ষা বাের্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বাের্ড হতে যথাক্রমে বিজ্ঞান ও দাখিল (বিজ্ঞান), এসএসসি (ভােকঃ)/দাখিল (ভােকঃ) ব্যতীত অন্যান্য বিভাগ হতে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এসএসসি/সমমান পরীক্ষায় পাস করেছেন সেসকল শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে শিখনস্বল্পতা (Learning Gap) দূরীকরণের লক্ষ্যে বাংলাদেশ কারিগরি শিক্ষা

বাের্ড কর্তৃক প্রণয়নকৃত কোর্সকে বোঝাবে ;

 ১.৬ “Non-Science" বলতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-টেক্সটাইল

ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ১ম পর্বে ভর্তিচ্ছু শিক্ষার্থী যারা সাধারণ শিক্ষা বাের্ড, মাদ্রাসা শিক্ষা বাের্ড এবং কারিগরি শিক্ষা বাের্ড হতে যথাক্রমে বিজ্ঞান ও দাখিল (বিজ্ঞান), এসএসসি। (ভােকঃ)/দাখিল (ভােকঃ) ব্যতিত অন্যান্য বিভাগ হতে এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এসএসসি/সমমান পরীক্ষায় পাস করেছেন সেসকল শিক্ষার্থীকে বােঝাবে।

 

শিক্ষাক্রমভিত্তিক ভর্তির আবেদনের যােগ্যতা :

| শিক্ষাক্রম

ভর্তির যােগ্যতা ২৯ সরকারি প্রতিষ্ঠান (৪ বছর মেয়াদি ডিপ্লোমা) : | সকল শিক্ষা বাের্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের। ২১১ ডিশো -ইন-ইঞ্জিনিয়ারিং ১ম ও ২য় শিফট) | অধীনে অনুষ্ঠিত এস,এস,সি দাখিল এস,এস,সি ভোকেশনাল)

টেকনােলজিসমুহ অটোমােবাইল | দাখিল (ভোকেশনাল) / সমমানের পরীক্ষায় স্ত্রী এবং ছাত্রদের এয়ারক্রাফট মেইন্টেনন্সি (এ্যারোস্পেস),

| ভর্তির ক্ষেত্রে সাধারণ গণিত বা উষ্ণতর পণিতে জিপি ৩.০০ সহ এয়ারক্রাফট মেইন্টেন্যান্স (এভিয়ােনিক্স | কমপক্ষে ফিপিএ ৩.৫০ এবং ছাত্রীদের প্রতি ক্ষেত্রে সাধারণ আর্কিটেকচার সিরামিক্স কেমিক্যাল সিভিল | গণিত বা উচ্চতর গণিতে জিপি ৩.০০ সহ কমপক্ষে জিপিএ সিভিল (উড), কম্পিউটার সায়েন্স ম্যাঙ | ৩.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা অথবা 'ও' লেভেলে যেকোন একটি টেকনোলছি, কন্ট্রাকশন ইলেকট্রিক্যাল | বিষয়ে, ‘সি’ গ্রেজ এবং গণিতসহ অন্য যেকোন দুটি বিষয়ে ইলেঞ্জেমেডিকেল, ইলেকট্রনিং। ন্যূনতম জি’ গ্রেড পেয়ে যে কোন সালে উdীর্ণ শিক্ষার্থীরা ২০১১এনওয়িরনমেন্টাল ফুড, ফুটওয়্যার, মশি | ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। জিপিএ

এম ২য় গ্রাফিক্স ডিজাইন, পেপার, লেদার প্রভাস। পদ্ধতি চালুর পূর্বে এস,এস,সি বা সমমান পরীক্ষায় আড় একেসরিজ, মেরিন, মেকাট্রনিক্স,

বিভাগ প্রাপ্ত যে কোন সালে উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে মেকানিক্যাল, পাওয়ার প্রিন্টিং, রেফ্রিজারেশন

পারবে। আল্ড এয়ার কন্ডিশন, শিপ বিল্ডিং, সার্ভেয়িং

উল্লেখ্য, সাধারণ, মদ্রিাসা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাধারার ও টেলিকমিউনিকেশন।

যথাক্রমে: বিজ্ঞান, দাখিল (বিজ্ঞান) ও এস.এস.সি

(ভোকঃ Wলাচ্ছিল (ভোক) ব্যতীত অন্যান্য বিভাগের “Non২১২ ডিঙ্গামা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (১ম ও ২য়

Science" শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে শিখুনস্থাল্লতা শিফট)

(Learning Gap) দুরীকরণের লক্ষ্যে বাংলাদেশ কারিগরি স্পেশালাইজেশনসমুহঃ ওয়েট প্রসেসিং 'ইয়া শিক্ষা বাের্ড কর্তৃক প্রণয়নকৃত ০৬ (ছয়) সপ্তাহব্যাপী সক্ষমতা ম্যানুফেকচারিং, ফেব্রিক ম্যানুফেকচারিং,

বৃদ্ধিমূলক কোর্স (Reinhedial Course) এর বিষয়বস্তুর অ্যাপারেল মানুফেকচারিং, জুট, টেক্সটাইল | উপর বোর্ড কর্তৃক অনুষ্ঠিত পরীক্ষায় উম্ভীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত মেশিন ডিজাইন অ্যান্ড মেইন্টেন্যান্স,

জিপিএ থাকা সাপেক্ষে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমামার্ভেল্ডাইজিং, মা মার্কেটিং ও ফ্যাশন

ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম পর্বে ভর্তির &িজাইন।

আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। এ বিষয়ে বিস্তারিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.bteb.gov.bd) পাওয়া যাবে।

২২ সরকারি প্রতিষ্ঠান (৪ বছর মেয়াদি ডিপ্লোমা );

২.২১ ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার ২২২ ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি ২২.৩ ডিপ্লোমা-ইন-লাইভস্টক ২২.৪ ডিঙ্গামা-ইন-ফিশারিজ

সকল শিক্ষা বাের্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠি এ এস.এস.সি দাযিল/ এস.এস.সি (ভোকেশনাল) / দাখিল (ভোকেশনাল) / সমমানের পরীক্ষায় উJীর্ণ কমপক্ষে জিপিএ ২.৫০ প্রাপ্ত শিক্ষার্থীরা অথবা “ও' লেভেলে যে কোন একটি বিষয়ে 'সি' গ্রেড ও অন্য যেকোন দুটি বিষয়ে ন্যূনতম ‘ডি’ গ্রেড পেয়ে উত্তীর্ণ যে কোন বয়সের শিক্ষার্থীরা ২০২১ ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে। জিপিএ পদ্ধতি চালুর পূর্বে এস,এস,সি বা সমমান পরীক্ষায় ন্যুনতম ২য় বিড়পে উস্ত্রী যে কোন বয়সের শিক্ষার্থী আবেদন করতে পারবে। অব ডিপ্লোমা-ইন-লাইভস্টক শিক্ষাক্রমের ক্ষেত্রে ‘জীববিজ্ঞান বিষয়ে জিপি ৩,০০ সহ বিজ্ঞান বিভাগ থেকে সম্প্রতি পাসকৃতদের অগ্রাধিকার দেয়া হবে এবং মােট জিপিএ এর ভিত্তিতে মেধা তালিকা করা হবে। এক্ষেত্রে সমান জিপিএ প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে জীববিজ্ঞান বিষয়ে প্রাপ্ত জিপি বিবেচনা করা হবে।

 

 

 

ভর্তি যােগ্যতা।

২৩ বেসরকারি প্রতিষ্ঠান (৪ বছর মেয়াদি ডিপ্লোমা): | সকল শিক্ষা বাের্ড অথবা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২৩১ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং

অধীনে অনুষ্ঠিত এস.এস.সি দাখিল (এস.এস.সি (ভোকেশনাল) টেকনােলজিসমূহঃ অটোমোবাইল, এয়ারক্রাফট | দাখিল (ভোকেশনাল) / সমমানের পরীক্ষায় উদ্বীর্ণ শিক্ষার্থীরা মেইন্টেনান্সি (4]ারোস্পেস), এয়ারফেট | কমপক্ষে জিপিএ ২.০০ প্রাপ্ত শিক্ষার্থীরা অথবা 'ও' লেভেল মেইটেনান্সি (এক্তিয়ানি, আকিটেকচার, | ঐ যে কোন বয়সের শিক্ষার্থীরা ২০২১-২৫২২ শিক্ষাবর্ষে আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, সিরামিক্স,

ভর্তির জন্য আবেদন করতে পাবে। জিপিএ পদ্ধতি চালুর পূর্বে কেমিক্যাল, সিভিল, সিভিল (উড), কম্পিউটার, কম্পিটার সায়েন্স অ্যান্ড্রু টকনোলজি, কন্ট্রাকশন,

এস.এস.সি বা সমমান পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগে যে কোন ডটা টেলিকমিউনিকেশন মুক্তি নেটওয়ার্কিং,

| সালে উত্তীর্ণ শিক্ষার্থী আবেদন করতে পাৰে। ইলেকট্রিক্যাল, ইলেকট্রো-মেডিকেল, ইলেকট্রনিছু, ||

উল্লেখ্য, সাধারণ, মাদ্রাসা এবং কারিগমি ও বৃত্তিমূলক শিক্ষাধারার এনভায়রনমেন্টাল, ফুড, ফুটওয়ার, প্লাস, গ্রাফিক্স ডিজাইন, লেদার, লেদার প্রডাক্টস অ্যান্ড এক্সেসরিজ,

যথাক্রমে বিজ্ঞান, দাখিল (বিজ্ঞান) ও এস.এস.সি মেরিন, মেকাট্রনিক্স, মেকানিক্যাল, পাওয়ার, প্রিন্টিং,

(ভােকঃ)/দাখিল (ভােকঃ) ব্যতীত অন্যান্য বিভাগের “Nonরিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, নিপ বিডি | Science" শিক্ষার্থীদের বিজ্ঞান ও গণিতে শিখনস্বল্পতা সার্ভেয়িং ও টেলিকমিউনিকেশন।

| Learning Gap) দৃর্তীকরূণের লক্ষ্যে ০৬ (ছয়) ২,৩,২ ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং | সপ্তাহব্যাপী সক্ষমতা বৃদ্ধিমূলক কোর্স (Remedial স্পেশালাইজেশনসমুহঃ ওয়েট প্রফেসিং, ইয়ান | Course) এর বিষয়বস্তুর উপর বোর্ড কর্তৃক অনুষ্ঠিত পরীক্ষায় মনকোরিয়া ফেলিক মানকচারিং অ্যাপারেলল। উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীর নির্ধারিত জিপিএ থাকা সাপেক্ষে ম্যানুফেকচারিং, জুট, টেটাইল মেশিন ডিজাইন | ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-টেক্সটাইল অ্যান্দ্র মেইন্টেনা, মৃর্চেন্ডাইজিং অ্যান্ড মার্কেটিং ও | তুঞ্জিনিয়ারিং শিক্ষনের ১ম পর্বে ভর্তির আবেদনের যােগ্য বলে ফ্যাশন ফিরোইন।

বিবেচিত হবে। এ বিষয়ে বিস্তারিত বাংলাদেশ কারিগরি শিক্ষা ২.৩.৩ ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার

বাের্ডের ওয়েবসাইটে (www.bteb.gov.bd) পাওয়া ২,৩,৪ ডিপ্লােমা-ইন-ফিসারিজ

২. সরকারি প্রতিষ্ঠান (২ বছর মেয়াদি) :

এস.এস.সি (ভোকেশনাল) দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় যে।

কোন সালে টোর্ণ শিক্ষার্থীরা ক্লাস্টারভিত্মিক (পরিশিষ্ট-১) ভর্তির ২,৪,১ এইচ,এস,সি (ভোকেশনাল) :

কনা অাবেদন করতে পারবে। ট্রেডসমুহ : এগ্রোমেশিনারী, অটোমােবাইল, বিল্ডিং কন্ট্রাকশন অ্যান্ড মেইন্টেন্যান্স, ক্লোনিং অ্যান্ড গার্মেন্টস ফিনিশিং, কম্পিউটার অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স, জাফটিং ম্যাক্ত সিভিল, ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যাচ্ছি মেইন্টেন্যাল, ইলেকট্রনিক কন্ট্রোল হ্যা কমিউনিকেশন, ফিস কালচার অ্যান্ড ব্রিডিং মেশিন টুল অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স, পােস্ট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং, রিফ্রিজারেশন অ্যান্ড্রু এয়ারকন্ড্রিশনিং, ওয়েল্ডিং

অ্যান্ড ফেব্রিকেশন ও উক্ত অস্থি ডিজাইন। ২৫ সরকারি প্রতিষ্ঠান (২ বছর মেয়ালি);

| দেশের সকল শিক্ষা বোর্ড/টন্মুক্ত বিশ্ববিদ্যালয় সূত্রে এস,এস,সি | ২.৫.১ এইচ.এস.সি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড | এস,এস,সি (ভােকেশনাল) দাযিলন্দাখিল (ভোকেশনাল) টেকনােলজি):

সমমানের পরীক্ষায় যে কোন সালে স্ত্রী শিক্ষার্থীরা ভর্তির জনা স্পেশালাইজেশনসমূহ : কম্পিউটারাইস্ক একাউন্টিং | আবেদন করতে পারবে। সিস্টেম, ফাইন্যান্সিয়াল প্রাকটিসেস, ডিজিটাল টেকনােলজি- ইন-বিজনেস, ই-বিজনেস ও হিউম্যান রিসাের্স ডেভেলপমেন্ট।

 bteb online registration

 

bteb online registration

bteb admission online

bteb admission system 2022, bteb admission online, bteb online registration,

bteb online registration

bteb online registration

bteb online registration

bteb online registration

bteb online registration

bteb online registration

 

Technical Education Board 

     👉     HSC Vocational Online Admission System