ব্যানবেইস শিক্ষা জরিপ ফরম ২০২১ এবং নির্দেশিকা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রলায়ের আওতাধীন প্রাথমিকোত্তর সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক পরিচালিক বার্ষিক শিক্ষা জরিপ ২০২১ জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। এই লক্ষ্যে নতুন প্রশ্নমালাসহ বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য বার্ষিক শিক্ষা জরিপ ফরম ২০২১ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আগামী ২৫ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য ব্যানবেইস এর সার্ভারে আপলােড নিশ্চিত করার প্রয়ােজনীয় অনুরােধ করা হয়েছে।

 

emis banbeis

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরাে (ব্যানবেইস) দেশের শিক্ষা ক্ষেত্রে সকল প্রাথমিকোত্তর স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাতথ্য ও পরিসংখ্যান সংগ্রহ, সংকলন এবং বিতরণের একমাত্র সরকারি সংস্থা। প্রতিবছর দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগৃহিত তথ্য বিচার বিশ্লেষণ করে সংস্থাটি প্রতিবেদন প্রণয়ন করে।

বরাবরের মত ২০২১ সালেও শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ ২০২১ এর আওতায় ব্যানবেইস এর ওয়েবসাইটে Online Software ব্যবহার করে সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান, স্কুল, শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রসহ সকল পেশাগত প্রশিক্ষণ প্রতিষ্ঠানকে নির্ধারিত তারিখের তথ্য প্রেরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং ২০২১ সালের জন্য সম্পূর্ণ নতুন ব্যানবেইস শিক্ষা জরিপ ফরম ২০২১ উন্মুক্ত করা হয়েছে।

শিক্ষা ক্ষেত্রে সঠিক পরিকল্পনা প্রণয়নের জন্য নির্ভরযােগ্য ও হালনাগাদ তথ্যের প্রয়ােজন। শিক্ষা সংশ্লিষ্ট পরিকল্পনা প্রণয়ন ও শিক্ষা ব্যবস্থাপকগণের চাহিদা অনুযায়ী নির্ভুল তথ্য সরবরাহ নিশ্চিত করা, SDG4 বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন প্রস্তুতসহ শিক্ষা ক্ষেত্রে সঠিক, নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যের গুরুত্ব অপরিসীম।

এ লক্ষ্যে দেশের সকল প্রাথমিকোত্তর স্তরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্যানবেইস এর ওয়েবসাইটে Online Software ব্যবহারের মাধ্যমে প্রয়ােজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য নির্ধারিত সময়ে ব্যানবেইস এর সার্ভারে অন্তর্ভুক্ত না হলে সঠিক সময়ে Bangladesh Education Statistics 2021 ও SDG4 বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন প্রকাশ এবং UNESCO INSTITUTE for STATISTICS (UIS) সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় তথ্য প্রদানে বিলম্ব ঘটে।

হালনাগাদ তথ্য না থাকায় E-Government Development Index (EGDI) ও অন্যান্য আন্তর্জাতিক সূচকে বাংলাদেশের অবস্থান যথাযথভাবে প্রতিফলিত হয় না, যার ফলে দেশের সুনাম ক্ষুন্ন হয়।

আগামী ২৫ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ের তথ্য ব্যানবেইস এর সার্ভারে আপলােড নিশ্চিত করার প্রয়ােজনীয় নির্দেশনা প্রদানের জন্য বিশেষভাবে অনুরােধ করা হলাে।

  • আরও দেখুনঃ কারিগরি প্রতিষ্ঠানের তথ্য অনলাইনে পূরণের নির্দেশ – যেভাবে করবেন

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রদত্ত জরিপ ফরম ব্যবহার করে নির্ধারিত সময়সূচী অনুসরণ করে ব্যানবেইস শিক্ষা জরিপ ফরম ২০২১ সাবমিট করবেন। প্রতিষ্ঠানের জমাকৃত তথ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, মাউশি আষ্ণলিক পরিচালক ও পোগ্রামারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ তদারকি করবেন।

ব্যানবেইস শিক্ষা জরিপ ২০২১ প্রসঙ্গে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের প্রতি প্রেরিত চিঠি ও নির্দেশিকা ডাউনলোড

শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ- ২০২১ সংক্রান্ত সকল পত্র
ক্রমিকপ্রাপক সংস্থা বা কর্মকর্তাপিডিএফ ডাউনলোড
০১রেজিষ্টার (সকল বিশ্ববিদ্যালয়)পিডিএফ ডাউনলোড
০২আষ্ণলিক পরিচালক (মাউশি)পিডিএফ ডাউনলোড
০৩মাউশি আষ্ণলিক উপপরিচালকপিডিএফ ডাউনলোড
০৪জেলা শিক্ষা অফিসারপিডিএফ ডাউনলোড
০৫উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারপিডিএফ ডাউনলোড
০৬সহকারী প্রোগ্রামারপিডিএফ ডাউনলোড
০৭সকল প্রতিষ্ঠান প্রধানপিডিএফ ডাউনলোড

অঞ্চল ভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের জপির প্রদানের সময়সীমা

বার্ষিক শিক্ষা জরিপ কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে ২০২১ সালে দেশের বিভিন্ন অষ্ণল ভিত্তিক স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি, টিচার্স ট্রেণিং প্রতিষ্ঠানসমূহে নিচের ছক অনুযায়ী জরিপ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।



শিক্ষা অঞ্চলের নামতথ্য সংগ্রহের মেয়াদ
ক) ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ২১টি জেলা১৬ – ২০ অক্টোবর ২০২১
খ) কুমিল্লা, চট্টগ্রাম ও খুলনা শিক্ষা অঞ্চলের ২১ টি জেলা২১ – ২৫ অক্টোবর ২০২১
গ) রাজশাহী, রংপুর ও বরিশাল শিক্ষা অঞ্চলের ২২ টি জেলা২৬ – ৩০ অক্টোবর ২০২১

প্রতিষ্ঠান ভিত্তিক ব্যানবেইস শিক্ষা জরিপ ২০২১ ফরম

শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাটাগরি ভিত্তিক তথ্য সংগ্রহের সুবিধার্থে কর্তৃপক্ষ আলাদা আলাদা ভাবে জরিপ প্রশ্নমালাসহ ২০২১ সালের জন্য নতুন ব্যানবেইস শিক্ষা জরিপ ফরম প্রস্তুত করেছে। নিচের আপনার প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় ফরম পিডিএফ ডাউনলোড করে নিন।

ক্রমিকপ্রতিষ্ঠানের ক্যাটাগরিফরম ডাউনলোড
০১স্কুল বার্ষিক শিক্ষা জরিপ ফরম ২০২১পিডিএফ ডাউনলোড
০২কলেজ বার্ষিক শিক্ষা জরিপ ফরম ২০২১পিডিএফ ডাউনলোড
০৩স্কুল ও কলেজ বার্ষিক শিক্ষা জরিপ ফরম ২০২১পিডিএফ ডাউনলোড
০৪মাদ্রাসা বার্ষিক শিক্ষা জরিপ ফরম ২০২১পিডিএফ ডাউনলোড
০৫কারিগরি ও প্রফেশনাল বার্ষিক শিক্ষা জরিপ ফরম ২০২১পিডিএফ ডাউনলোড
০৬স্কুল (ইংরেজি) ভার্সন বার্ষিক শিক্ষা জরিপ ফরম ২০২১পিডিএফ ডাউনলোড
০৭সরকারি বিশ্ববিদ্যালয় বার্ষিক শিক্ষা জরিপ ফরম ২০২১পিডিএফ ডাউনলোড
০৮বেসরকারি বিশ্ববিদ্যালয় বার্ষিক শিক্ষা জরিপ ফরম ২০২১পিডিএফ ডাউনলোড
০৯পেশাদার শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক শিক্ষা জরিপ ফরম ২০২১পিডিএফ ডাউনলোড
১০টিচার্স ট্রেনিং কলেজ বার্ষিক শিক্ষা জরিপ ফরম ২০২১পিডিএফ ডাউনলোড
১১মেডিক্যাল ও ডেন্টাল বার্ষিক শিক্ষা জরিপ ফরম ২০২১পিডিএফ ডাউনলোড

শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের বার্ষিক শিক্ষা জরিপ ২০২১ জমা দেওয়া নিয়ম ও নির্দেশিকা

বাংলা নোটিশ ডট কম এর পাঠকদের জন্য ২০২১ সালের বার্ষিক শিক্ষা জরিপ অনলাইন সফটওয়্যার ব্যবহার করে সাবমিট করার বিস্তারিত নির্দেশনা ও নিয়মাবলি আলোচনা করা হলো। নিচের ধাপগুলো অনুসরণ করে সহজ ও সুন্দরভাবে জরিপ জমা দিতে পারবেন।

অনলাইনে ২০২১ সালের শিক্ষা জরিপ জমাদানের জন্য পালনীয় আবশ্যকীয় শর্তাবলি

১. স্বল্প সময়ে এবং সঠিকভাবে তথ্য প্রদান সম্পন্ন করার জন্য স্ব-স্ব প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযােজ্য তথ্যছক ব্যানবেইস এর ওয়েবসাইট থেকে ডাউনলােডপূর্বক সকল তথ্য-উপাত্ত সংগ্রহ পূর্বক হার্ডকপিতে লিপিবদ্ধ করে ব্যানবেইসের ওয়েবসাইটে লগ ইন করে যথাস্থানে তথ্য Upload করুন।

২. শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের তথ্য প্রদানের ক্ষেত্রে অক্টোবর ২০২১ এর হালনাগাদ তথ্য প্রদান করতে হবে।

৩. শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলায় পূরণের ক্ষেত্রে অভ্র কি-বাের্ড এবং Nikosh ফন্ট ব্যবহার করুন।

৪. তারকা চিহ্নিত সকল ফিল্ডের তথ্য অবশ্যই প্রদান করতে হবে।

৫. তথ্য ছক পূরণ করার সময় বিদ্যুৎ চলে গেলে অথবা আংশিক তথ্য এন্ট্রি করার পর কোন কারণবশত আর তথ্য প্রদান করা সম্ভবপর না হলে Log out করে কিছুটা সময় পর পুনরায় লগ-ইন পাতায় গিয়ে EIIN এবং Password (532688) দিয়ে মূল তথ্যছকের পাতায় প্রবেশ করতে হবে।

সার্ভারের লােড ব্যালেন্সিং এবং নির্বিঘ্নভাবে তথ্য প্রদানের সুবিধার্থে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক তথ্য প্রদানের সময়কাল শিক্ষাঅঞ্চলভিত্তিক নিম্নরূপে নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য প্রদান নিশ্চিতকরণের জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরােধ করা হলাে।

বি: দ্র: কোন বিশেষ কারণে নির্ধারিত সময়কালের মধ্যে কোন শিক্ষা প্রতিষ্ঠান তথ্য প্রদান করতে সক্ষম না হলে নভেম্বর, ২০২১ এর প্রথম সপ্তাহের মধ্যে জরিপের তথ্য প্রদান করা যাবে।

ধাপ-১: ব্যানবেইস অনলাইন শিক্ষা জরিপ ২০২১ পোর্টালে লগইন;

১. প্রথমে কম্পিউটারের ব্রাউজার (যেমন: Google Chrome, Mozilla Firefox ইত্যাদি) এ প্রবেশ করুন।

২. ব্রাউজারে ব্যানবেইস এর ওয়েবসাইট www.banbeis.gov.bd এ প্রবেশ করুন। অথবা দ্রুত log in করতে নিম্নের লিংকটি http://202.72.235.217 ব্যবহার করুন।

৩. এবার নিমােক্ত ছবির নির্দেশনা অনুযায়ী শিক্ষা জরিপ ২০২১ মেনুতে ক্লিক করুন।

ক্লিক করার পর ছবির মত Log in Page প্রদর্শিত হবে। এখানে EIIN বক্সে আপনার প্রতিষ্ঠানের EIIN এবং Password বক্সে 532268 or 532688 লিখে Login বাটনে ক্লিক করুন।।

ধাপ-২: প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা নিশ্চিত হওয়া এবং জরিপ কার্যক্রম সূচনা;

সফলভাবে লগ-ইন সম্পন্ন হলে নিম্নোক্ত ছবির মত তথ্যছকের মূল পাতা প্রদর্শিত হবে। আপনি সঠিকভাবে নিজ প্রতিষ্ঠানের আইডিতে লগ-ইন করতে পেরেছেন কি-না, তা নিশ্চিত হওয়ার জন্য নিম্নোক্ত ছবিতে নির্দেশিত স্থানে আপনার প্রতিষ্ঠানের নাম প্রদর্শিত হচ্ছে কিনা দেখে নিন।

ধাপ-২: প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা নিশ্চিত হওয়া এবং জরিপ কার্যক্রম সূচনা;
প্রতিষ্ঠানের প্রাথমিক তথ্য

আপনার প্রতিষ্ঠানের অনেক তথ্য পূরণকৃত দেখাবে। এক্ষেত্রে পূরণকৃত তথ্যের কোন পরিবর্তন প্রয়ােজন হলে পরিবর্তন করুন। এছাড়া কিছু তথ্য খালি বা ফাঁকা দেখবেন, ফাঁকা অংশগুলাে যথাযথভাবে পূরণ করুন। তথ্যছকের কোন আবশ্যিক ঘর ফাঁকা থাকলে পরবর্তী ধাপে প্রবেশ করতে পারবেন না

কোনো কারনে আপনার প্রতিষ্ঠানের স্থানের অন্য প্রতিষ্ঠানের তথ্য প্রদর্শন করলে লগআউট করে পুনরায় লগইন করুন। এরপরও সমস্যা সমাধান না হলে হেল্পলাইনে ফোন করে সমস্যাটি সমাধান করুন।

ধাপ-৩: জরিপে তথ্য সাবমিট করা, সেভ করা এবং পরবর্তী পাতায় প্রবেশ;

প্রথম Page এ প্রযােজ্য তথ্যসমূহ পূরণ করা সম্পন্ন হলে নিমােক্ত ছবিতে প্রদর্শিত তথ্যছকের নিচের দিকে থাকাSave and Next বাটন এ ক্লিক করুন।

ক্লিক করার পূর্বে সকল তথ্য সঠিকভাবে দেয়া হয়েছে কিনা নিশ্চিত হউন। অসম্পূর্ণ বা আংশিক তথ্য কোন ক্রমেই গ্রহণযােগ্য হবে না। ভুল তথ্য প্রদান করলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। তথ্য সঠিকভাবে সংরক্ষিত হলে Data Saved Successfully লেখা ভেসে উঠবে।

অতঃপর ভবিষ্যত প্রয়ােজনে ব্যবহারের জন্য চিত্রে প্রদর্শিত Print বাটনে ক্লিক করে প্রদত্ত তথ্য সংরক্ষণ করুন।

উল্লেখ্য, প্রতি পাতার তথ্য পৃথকভাবে প্রিন্ট করতে হবে। তথ্যছকের সকল পাতা একত্রে প্রিন্ট করার সুযােগ নেই।

সফটওয়্যারে প্রদর্শিত ১.১.২ এর তথ্যসমূহ হালনাগাদ করুন (ইউনিয়ন এবং ওয়ার্ডের তথ্য অবশ্যই হালনাগাদ করুন), ঠিকানা: গ্রাম/হােল্ডিং নম্বর, রােড, ডাকঘর, পােস্ট কোড, ইউনিয়ন, ওয়ার্ড, মৌজা, উপজেলা/থানা, জেলা, বিভাগ।

চিত্রে প্রদর্শিত তথ্যছকে বিগত তিন বছরের শিক্ষার্থী বিষয়ক তথ্য প্রদানের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরােধ করা হল। আপনার প্রদত্ত তথ্যে ভুল থাকলে শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে।

একই পদ্ধতিতে সর্বশেষ পাতা (শিক্ষক-কর্মচারী তথ্য) পর্যন্ত তথ্য পূরণ করে যেতে হবে এবং প্রতি পাতার তথ্য পূরণের পর সংরক্ষণের জন্য ০৭ নং অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করতে হবে।

সেকশন ২: এর মূল প্রতিষ্ঠানের পদৰিভিত্তিক অনুমােদিত, কর্মরত ও এমপিওভুক্ত প্রযােজ্য ক্ষেত্রে শিক্ষক ও কর্মচারীর সংখ্যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ২০২১ সালের এমপিও নীতিমালা অনুযায়ী/সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনুমােদিত পদ অনুযায়ী) পুরণ করুন।

ধাপ-৪: প্রতিষ্ঠানের কোভিড-১৯ সংক্রান্ত তথ্য প্রদান;

চিত্রে প্রদর্শিত তথ্যছকে কোভিড-১৯ সংক্রান্ত তথ্যাদি অবশ্যই পূরণ করতে হবে। কোভিড-১৯ কালীন শিক্ষা প্রতিষ্ঠানের গৃহিত বিভিন্ন কার্যক্রম বিস্তারিত নির্ভূলভাবে প্রদান করতে হবে।

করোনাকালীন আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়াশােনার ক্ষেত্রে আপনার প্রতিষ্টানের ভূমিকা কী ছিল? সংসদ টেলিভিশনে প্রচারিত শিখন-শেখানাে কার্যক্রমে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ কেমন, করােনায় আক্রান্ত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের তথ্য, করােনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের তথ্য ইত্যাদি তথ্যাদি প্রদান করতে হবে।

ধাপ-৪: প্রতিষ্ঠানের কোভিড-১৯ সংক্রান্ত তথ্য প্রদান;

ধাপ-৫: প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/কর্মচারীদের তথ্য সংযোজন ও সংশোধন;

সর্বশেষ পাতায় (শিক্ষক-কর্মচারী তথ্য) শিক্ষক-কর্মচারীদের ব্যক্তিগত তথ্যছকে প্রতিষ্ঠানের সকল শিক্ষক/ কর্মচারীর তথ্য হালনাগাদ করুন।

তথ্য হালনাগাদের পূর্বে “শিক্ষক ও কর্মচারীর তথ্য” এর নিচে প্রদর্শিত বিশেষ নির্দেশাবলি ভালােভাবে পড়ুন। কোন শিক্ষক ও কর্মচারীর নাম বাদ দেওয়ার প্রয়ােজন হলে ঐ শিক্ষক/ কর্মচারীর নামের ডানদিকে Action কলামে প্রদর্শিত Delete বাটনে ক্লিক করুন।

শিক্ষক-কর্মচারীদের ব্যক্তিগত তথ্য হালনাগাদের জন্য ঐ শিক্ষক/ কর্মচারীর নামের ডানদিকে Action কলামে প্রদর্শিত Edit বাটনে ক্লিক করুন।

ধাপ-৫: প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/কর্মচারীদের তথ্য সংযোজন ও সংশোধন;

ধাপ-৬: নতুন শিক্ষক ও কর্মচারীর তথ্য এন্ট্রি;

Add Teacher বাটনে ক্লিক করুন। এই বাটনে ক্লিক করলে পূর্বের চিত্রের মত একটি স্ক্রিন ভেসে উঠবে, সেখানে সকল ঘরের তথ্য সতর্কতার সাথে পূরণ করে save changes বাটনে ক্লিক করলেই নতুন শিক্ষক/ কর্মচারীর তথ্য সংযােজিত হয়ে যাবে।

বিশেষ নির্দেশাবলি:

১। সরকারি বিভিন্ন সুবিধা প্রাপ্তির জন্য সঠিক ও সম্পূর্ণ শিক্ষক-কর্মচারীর তথ্য প্রদান করুন।

২। * তারকা চিহ্নের ফিল্ডের তথ্য অবশ্যই প্রদান করতে হবে।

৩। শিক্ষক কর্মচারীর তথ্য বিস্তারিত দেখার জন্য কিংবা তথ্য পরিবর্তনের জন্য Edit বাটনে ক্লিক করুন।

শিক্ষক- কর্মচারীগণের তথ্য সঠিকভাবে হালনাগাদকরণ সম্পন্ন হলে তথ্যছকের নিচের দিকে থাকা তথ্য সংরক্ষণ করুন।

ধাপ-৭: চুড়ান্ত সাবমিট;

সকল পাতার তথ্য নির্ভুলভাবে হালনাগাদ করা সম্পন্ন হলে নিম্নোক্ত চিত্রে প্রদর্শিত চুড়ান্ত সাবমিট কনে ক্লিক করে তথ্য প্রদান সম্পন্ন করুন। সঠিকভাবে তথ্য প্রদান সম্পন্ন হলে স্ক্রিনে ধন্যবাদসূচক বার্তা প্রদর্শিত হবে।

অতঃপর প্রতিষ্ঠানের পরবর্তী প্রয়ােজনের জন্য দাখিলকৃত তথ্যসমূহ সংরক্ষণের বিষয়টি নিশ্চিত করে Logout বাটনে ক্লিক করে বের হয়ে যান।

চুড়ান্ত সাবমিট;

শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তথ্যছক Submit করার পর সহকারী প্রােগ্রামার/উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারকে টেলিফোনে/মােবাইলে অবহিত করবেন। উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার তথ্যছক ভেরিফাই করার পর জেলা শিক্ষা অফিসারগণ ভেরিফাই করবেন।

সহকারী প্রােগ্রামার/উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসারগণের ভেরিফাই ব্যতীত বর্ণিত তথ্যছক ব্যানবেইস Server এ গৃহীত হবে না।

উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সহকারী প্রােগ্রামারগণ স্ব-স্ব উপজেলার ন্যূনতম ১০ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান স্বশরীরে পরিদর্শনপূর্বক শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত তথ্যের সঠিকতা যাচাই করবেন।

মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অতিরিক্ত নির্দেশনা

১.২.৬-এ প্রতিষ্ঠানের পাঠদানের সর্বনিম্ন স্তর অবশ্যই নির্বাচন করতে হবে।

১.৩.১৮-এ দাখিল মাদ্রাসার জন্য (১ম-১০ম) পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা যােগ করে দাখিল এর ঘরে বা কলামে লিখুন।

২.২-এ আলিম থেকে সর্বোচ্চ স্তরে বয়সভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা ০১/০৭/২০২১ তারিখে বয়স হিসাব করে নির্ধারিত ঘরে লিখুন। ২২-২৫ বছরের তদ্ধো শিক্ষার্থীর সংখ্যা ২১ বছরের উপরের কলামে লিখুন। মাদ্রাসায় সংযুক্ত কারিগরির ক্ষেত্রে প্রশ্ন নং ২.৮ থেকে ২.১২ পর্যন্ত প্রযােজ্য ক্ষেত্রে সঠিকভাবে তথ্য প্রদান করুন।

২.৩২-এ বিএমটিটিআই থেকে বিএড সমমান প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক সংখ্যা বিএমএড কলামে লিখুন।

কারিগরি ও ভােকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা

কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মৌলিক তথ্য-১ এ আপনার প্রতিষ্ঠানের জন্য প্রযােজ্য তথ্য নিশ্চিত করুন। এ ক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্যণীয় যে প্রশ্ন নং ১.২.৬ এ প্রতিষ্ঠানে চলমান কারিকুলাম বা শিক্ষাক্রমসমুহ প্রযােজ্য ক্ষেত্রে এক বা একাধিক নির্বাচন করা হলেই কেবলমাত্র সে সব কারিকুলামের শিক্ষার্থী টেবিল অ্যাকটিভ হবে অর্থাৎ সেসব টেবিলে শিক্ষার্থী তথ্য দেয়া যাবে।

শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ ২০২১ এর তথ্যছক পূরণে যেকোন সহযােগিতা বা পরামর্শের জন্য যােগাযােগ করুন:

১. জনাব এস. এম কামরুল হাসান, স্পেশালিস্ট (পরিসংখ্যান), ০২৫৫১৫২১১৫, ০১৫৫২৩৩৯২৩১, ঢাকা;

২. জনাব মােহাম্মদ ফখরুল হাসান, পরিসংখ্যান অফিসার, ০২ ৫৫১৫২১১৬, ০১৭১২৫৫৫৪৬৯, রংপুর;

৩. জনাব নূর মােহাম্মদ, পরিসংখ্যান অফিসার, ০২৫৫১৫১৭৯৮, ০১৭১০৪৮০৯৯২, খুলনা ও বরিশাল;

৪. জনাব উম্মে নাজাইরা লিজা, পরিসংখ্যান অফিসার, ০২৫৫১৫২১০৩, ০১৯৩৫৮০৫৭১১, চট্টগ্রাম;

৫. জনাব মােঃ মাজহারুল ইসলাম, পরিসংখ্যান অফিসার, ০১৯৬৩০৯৪৬৯৫, কুমিল্লা ও সিলেট;

৬. জনাব মােহাঃ তরিকুল ইসলাম, সহকারি পরিসংখ্যান অফিসার, ০১৮১৭০৯৫৩৭৭, রাজশাহী;

৭. জনাব মােঃ আমিনুর রহমান, সহ. পরিসংখ্যান অফিসার, ০১৭১৫৯৪৭৪৭৮, ময়মনসিংহ;

শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ ২০২১ এর তথ্যছক পূরণে যেকোন সহযােগিতা বা পরামর্শের জন্য যােগাযােগ করুন:

জরিপ কার্যক্রম সার্বিক তদারকি করবেন জনাব শেখ মােঃ আলমগীর, চিফ, পরিসংখ্যান বিভাগ; ফোন: ০২ ৫৫১৫১৮১৫, মােবাইল: ০১৭১১৫৭৬৩৩৩, ই-মেইল: alamgir_asif@yahoo.com; জরিপ সংক্রান্ত তথ্যের জন্য নিম্নেরে ই-মেইল এ যােগাযােগ করুন: survey@banbeis.gov.bd

Software সংক্রান্ত যেকোন জটিলতায় পরামর্শের জন্য যােগাযােগ করুন:

১. জনাব কে, এম, হাসানুল্লাহ মাহমুদ, প্রােগ্রামার, ০২৫৫১৫১৬৬৭, ০১৯১৪৮৯০৫০৮

২. জনাব মােঃ মিজানুর রহমান প্রােগ্রামার, ০২৫৫১৫৬৬৫, ০১৯১১০৩৫২৯৭;

৩. জনাব সুজন চন্দ্র দাস, সহকারী প্রােগ্রামার, ০২৫৫১৫২১২৩, ০১৯৩৬৫৮৩৮৫৬;

৪. জনাব মােঃ ইফতিয়ার আলম, সহকারী প্রােগ্রামার, ০২৫৫১৫২১২৪, ০১৫৭১৭৩৭০৩৩-৫;

৫. জনাব মােঃ ফজলে রাব্বী, সহকারী প্রােগ্রামার, ০২৫৫১৫২১২৫, ০১৯২৪২১৭৯৪৭;

৬. জনাব মােঃ লিয়াজ মাহামুদ লিমন, সহকারী প্রােগ্রামার, ০২৫৫১৫১৮১১, ০১৭২৩২০৭৫৭৭-৭;

৭. জনাব মােঃ নাজমুল হক আনছারী, সহকারী প্রােগ্রামার, ০২৫৫১৫২১২২, ০১৭১৫৬৫৯৬৬৩;

Software সংক্রান্ত যেকোন জটিলতায় প্রয়ােজনীয় সেবা প্রদানের বিষয়টি সার্বিক তদারকি করবেন জনাব মােঃ আবু তাহের খান, সিনিয়র সিস্টেম এনালিস্ট, আইসিটি বিভাগ; ফোন: ০২ ৫৫১৫১৬৬৬, মােবাইল: ০১৫৫২৪৯২৭৭৮, ই-মেইল: Ssa@banbeis.gov.bd

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

  • ব্যানবেইস বার্ষিক শিক্ষা জরিপ ২০২১ পূরণের নির্দেশিকা – ফরমসহ
  • নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • শিক্ষার্থীদের ইউনিক আইডির জন্য জন্ম নিবন্ধন হালনাগাদ নির্দেশনা

সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন।