২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ৪র্থ পর্যায়ের অনলাইন ভর্তি আবেদন ২৬ ফেব্রুয়ারি থেকে।৩য় পর্যায় পর্যন্ত কলেজের একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হয়েছে। ৪র্থ পর্যায়ের একাদশে ভর্তি আবেদনও বরাবরের মত অনলাইনে হবে।দেশের সকল সরকারি-বেসরকারি কলেজের ভর্তির জন্য আবেদন গ্রহণ, কলেজের পছন্দক্রম নির্ধারণ, নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ ও কলেজ নিশ্চায়ন অনলাইনে করতে হবে।
৪র্থ পর্যায়ের অনলাইনে ভর্তি আবেদন শুরু হয় ২৬ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখ থেকে।
২৭ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত চতুর্থ পর্যায়ের ভর্তি আবেদন করা যাবে।
আবেদন যাচাইবাছাই ২৮ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখে।
ভর্তি প্রক্রিয়া শেষে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২ মার্চ ২০২২ খ্রি. তারিখ থেকে। (চতুর্থ দফার ক্লাস শুরু ভর্তির পর থেকে)।
মোবাইল এসএমএস ও অনলাইনের মাধ্যমে একাদশে ভর্তির ফলাফল জানা যাবে। বোর্ড কর্তৃপক্ষ ভর্তির সময় প্রদত্ত মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ভর্তির ফলাফল জানিয়ে দেবে।
এছাড়া একাদশের ভর্তির ফলাফল অনলাইনে একাদশ ভর্তির ওয়েবসাইট থেকে জানা যাবে। আবেদনকারী শিক্ষার্থীর পরীক্ষা সংক্রান্ত তথ্যসহ অনলাইনে ভর্তির ফলাফল জানা যাবে।
HSC একাদশে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ বেছে নিতে পারবে।
এসএসসি ফলাফলে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কলেজে ভর্তির মেধা তালিকা তৈরি করা হবে।
উল্লেখ্য, ২০২১ সালের এসএসসি- দাখিল ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। নীচের প্রতিবেদন থেকে এই সম্পর্কে আরও জানুন
৪র্থ ধাপে online এর মাধ্যমে ভর্তির জন্য নিমােক্ত সময় সৃচি অনুসরণ করতে হবে:
৪র্থ (সর্বশেষ) পর্যায়ের আবেদন গ্রহণ: ২৬/০২/২০২২ (শনিবার) থেকে ২৭/০২/২০২২ (রবিবার রাত ৮৫০০ টা পর্যন্ত)
৪র্থ (সর্বশেষ) পর্যায়ের আবেদনের যাচাই বাছাই: ২৮/০২/২০২২ (সােমবার)
৪র্থ (সর্বশেষ) পর্যায়ের আবেদনের ফল প্রকাশ: ০১/০৩/২০২২ (মঙ্গলবার রাত ৮৫০০ টায়)
৪র্থ (সর্বশেষ) পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন ও কলেজে ভর্তি: ০২/০৩/২০২২ (বুধবার) থেকে ০৩/০৩/২০২২ (বৃহঃবার বিকাল ৫ঃ০০ পর্যন্ত)
0 Comments