মাদ্রাসা বোর্ড থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য MIS সফটওয়্যারে এন্ট্রি সংক্রান্ত বিজ্ঞপ্তি


এই লেখাটি মূলত ব্যক্তি সংক্রান্ত আপনারা হয়তো আগে দেখেছেন বৃত্তিমূলক কিন্তু এটা সম্পন্ন মাদ্রাসা বোর্ডের রাজস্ব ভিত্তি সংক্রান্ত যারা মাদ্রাসার শিক্ষা বোর্ড থেকে ব্যক্তি পেয়েছে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি সাধারণ বেসরকারের বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করছে তাদের তথ্য অনলাইনে করা হয়েছে বিষয়টা কিন্তু এমন না দেখতে পাওয়ার সাথে সাথে টাকা চলে আসবে আপনার ফোনে বা ব্যাংকে যারা সরকারি ভিত্তি পেয়েছো সেটা ডাউনলোড করে রাখতে পারবে। যারা মাদ্রাসা থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য দেখতে  পাবেন

নির্দেশনা সতর্কতাঃ

শিক্ষার্থীর অবশ্যই ব্যাংক একাউন্ট থাকতে হবে যদি ১৮ বছরের কম হয় তাহলে পিতা মাতার নামে ব্যাংক কাউন্ট অথবা ওই শিক্ষার্থীর নামে অনলাইনে যে কোন একটি ব্যাংক একাউন্ট করলেই হবে।এখন ঠিক থেকে ১৭ ডিজিট হবে আবার এখানে বলা আছে বৃত্তির শিক্ষার্থীর নামের বানান MIS সফটওয়্যার অনযায়ী শিক্ষার্থীর নামের বানান সঠিক হতে হবে

এমআইএস সফটওয়্যারে তথ্য এন্ট্রির ক্ষেত্রে নিম্নবর্ণিত নির্দেশাবলি অনুসরণ করতে হবে

.বাংলাদেশের অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত যেকোনো ব্যাংকে শিক্ষার্থীর নিজ নামে অথবা ১৮ বছরের কম শিক্ষার্থীদের পিতা/ মাতার সঙ্গে যৌথ নামে ব্যাংক হিসাব কিংবা স্কুল ব্যাংক হিসাব খুলতে হবে;

.যৌথ নামে ব্যাংক হিসাব/ ভুল ব্যাংক হিসাব খোলা হলে MIS- শিক্ষার্থীর এন্ট্রিকৃত হিসাবধারীর নামের স্থলে প্রথমে শিক্ষার্থীর নাম, এরপর And, শেষে দ্বিতীয় হিসাবধারীর নাম ইংরেজিতে এন্ট্রি করতে হবে;

.শিক্ষার্থীর নাম অনলাইন ব্যাংক হিসাবের নাম অভিন্ন হতে হবে;

hspbd hsp mis applicant applicantform অনেকেই অ্যাপ্লিকেশন করতে পারে না তা গুগলের সার্থেও কাজ করতে পারবেন

.বৃত্তির গেজেটে শিক্ষার্থীর নামের বানান, MIS সফটওয়্যারে শিক্ষার্থীর নামের বানান এবং হিসাবধারীর নামের বানান অভিন্ন হবে। বৃত্তির গেজেটে নামের বানানে হাইফেন (-) থাকলে MIS সফটওয়্যারে শিক্ষার্থীর নামের বানানে হাইফেন দিতে হবে। কিন্তু হিসাবধারীর নামের স্থলে শিক্ষার্থীর নামের বানানে হাইফেনের স্থলে Single Space দিতে হবে;

.অনলাইন ব্যাংক হিসাব নম্বর অবশ্যই ১৩ থেকে ১৭ ডিজিটের মধ্যে হতে হবে এবং সঠিক নির্ভুলভাবে পূরণ করতে হবে;

.ব্যাংকের নাম, শাখার নাম, রাউটিং নম্বর এবং শিক্ষার্থীর ব্যাংক হিসাব নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে;

.ব্যাংক হিসাবটি বর্তমানে সচল থাকতে হবে;

.শুধু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে (সরকারি/বেসরকারি স্কুল, কলেজ, সাধারণ বিশ্ববিদ্যালয়, মেডিকেল/ ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয় অন্যান্য সাধারণ প্রতিষ্ঠান) অধ্যয়নরত মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য বর্ণিত প্রতিষ্ঠান থেকে MIS সফটওয়্যারে এন্ট্রি করতে হবে;

.শিক্ষার্থীদের তথ্য MIS সফটওয়্যারে যথাযথভাবে এন্ট্রি হয়েছে কি না, তা নিশ্চিত করার জন্য অবশ্যই দুজন শিক্ষককে দায়িত্ব দিতে হবে;

১০.তথ্য প্রেরণের ক্ষেত্রে ভুল বা অনিয়ম পরিলক্ষিত হলে প্রতিষ্ঠানপ্রধান/ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দায়ী থাকবেন;

তথ্য পূরণ/সংশোধনের জন্য লিংক DSHE Scholarship MIS URL করতে হবে।http://scholarship.dshe.gov.bd/DSHE-MIS/login

আপনারা সব সময় এই লিংক থেকে যেতে পারবেন স্কলারশিপ বৃত্তি সংক্রান্ত তথ্য এখানে দেখতে পারবে তবে নিয়ম অনুযায়ী যতটুকু প্রয়োজন যতটুকু না দেখতে পাবেন সবই আপনি আপনার লগ ইন পেজ থেকে দেখতে পারবেন ভাল ভাবে আপনি দেখে নিবেন আপনার প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী উপবৃত্তি পেল আর কতজন শিক্ষার্থী পেল না

ফিলিম কে আসার পরে লিংকে আসার পরে যেসব শিক্ষার্থীরা জেনারেল বা যেকোনো প্রতিষ্ঠানের পাশ করে এসে গেছে কোনভাবেই কোন শিক্ষার্থী ফর্ম পূরণ করতে পারবেনা কেননা এজন্য পাসওয়ার্ড প্রতিষ্ঠানের কাছে তোমাদের প্রয়োজনীয় তথ্যগুলো প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করবেন প্রতিষ্ঠানের কাজ শিক্ষার্থীর সমস্ত কিছু সম্পন্ন করা কেননা পাসওয়ার্ড প্রতিষ্ঠানের কাছে ভুলেও শিক্ষার্থীরা করতে পারবে না

প্রাথমিক নির্বাচন থেকে সবকিছু দেখতে পাবে আবার রিপোর্ট থেকে শিক্ষার্থীর তথ্য দেখতে পাবে।

প্রতিষ্ঠানের কার্যাবলী

কি কি তথ্য লাগবে এগুলো শিক্ষার্থীর থেকে চেয়ে নিয়ে পূর্ণরূপে ফর্মটা ফিলাপ করা কেননা শিক্ষার্থী চাইবে তার উপবৃত্তিটা তার ন্যায্য দাবিটা চলে আসুক

কোনভাবেই যেন শিক্ষার্থী  বাতিল  না হয় এদিকে খেয়াল রেখে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কাজ করবে এবং যথেষ্ট প্রমাণাদি দিয়ে শিক্ষার্থী যাতে সাহায্য করতে পারে প্রতিষ্ঠানকে সেদিকে খেয়াল রাখতে হবে অনেক শিক্ষার্থীর  নানান সমস্যা থাকে তারা সময় মতো দিতে পারে না এর জন্য প্রতিষ্ঠানের কাছে নানান কথা সম্মুখীন হতে হয় প্রতিষ্ঠানসমূহ  ভুল করতে চায় নাকিন্তু তোমরা যারা শিক্ষার্থী আছো সবাই সকলেই ভুল যেন না হয় এমন তথ্য দিয়ে প্রতিষ্ঠানকে সাহায্য করবে তাহলে তোমার মেধা তোমার আমানত তুমি পাবে

hsp/pmeat.gov.bd/hsp-mis/login

hspbd hsp mis applicant applicantform

hsp mis scholarship

hspbd hsp mis applicant applicantform

 

hsp scholarship mis login

hsp scholarship mis login গুগলে সার্চ দিবেন স্কলারশিপের একটা লিংক আছে সেখান থেকে লগইন করবেন তবে মনে রাখবেন সরকারি যত সাইট আছে সবগুলোতেই শেষে gov.bd  লেখা থাকবে এভাবে বুঝবেন এটা আসল সাইপ কেননা gov.bd সাইট লোকাল কেউ কিনতে পারে না ।