বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে চাচ্ছেন , এবং ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করেও ফেলেছেন কিন্তু ভিসা এসেছে কিনা কিংবা ভিসা আবেদনের সর্বশেষ স্টাটাস কি রয়েছে এটি জানেন না তাহলে এই ব্লগ পোষ্টটি আপনার জন্য। আমরা ধাপে ধাপে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত ধরবো এবং এই পদ্ধতি অনুসরণ করে আপনি জানতে পারবেন আবেদনের সর্বশেষ অবস্থা। আপনি চাইলে পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করতেও পারবেন।
ইন্ডিয়ান ভিসা হয়েছে কিনা জানার
জন্য আপনাকে যেকোনো একটি ব্রাউজার এ যেতে হবে
আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজার এখানে যাওয়ার পর টাইপ করবেন
ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার সংক্ষেপে লিখে সার্চ দিবেন।
আপনার সামনে চলে আসবে এখানে প্রথম একটা ওয়েবসাইট অফ ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার এখানে চাপ করবেন আপনাকে এই পেজে নিয়ে আসবে একটু নিচের দিকে চলে যাবেন এর দিকে গেলে এখানে একটা অপশন দেখতে পাবেন ট্রাক ইউর অ্যাপ্লিকেশন নিচে সিরিয়াল টাইম আপডেট এখানে যে রিয়েল টাইম আপডেট করবেন আপনাকে এই পেজে নিয়ে আসবে।
প্রথমে আপনাকে ভিজিট করতে হবে www.passtrack.net ওয়েবসাইটে। Regular Visa Application Number সিলেক্ট করতে হবে। এর পরে আপনাকে ভিসা ট্রাকিং এর নতুন পেইজে নিয়ে যাওয়া হবে।
ইন্ডিয়ান ভিসা চেক অনলাইন বাংলাদেশ এখানে প্রথমে আছে রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন এখানে আপনার সামনে চলে আসবে এখানে প্রথম এর নাম্বার এখানে ওই ফাইল নাম্বারটা বসাতে হবে ভিসার কাগজপত্র জমা দেওয়ার পর যে ডেলিভারি স্লিপ টা দিয়েছিল সেখানে ওর নাম্বারটা আছে এখান থেকে ওর নাম্বারটা নিয়ে এখানে বসিয়ে দিতে হবে আমি এখানে বসিয়ে দিলাম এরপর নিচের স্টেপগুলো কন্টাক্ট নাম্বারটা দেওয়া আছে এই কোড নাম্বারটা কে এখনে বসাতে হবে যদি আপনি প্রাথমিকভাবে কোড নাম্বারটা না বুঝতে পারেন তাহলে নিশ্চয়ই আছে এখানে কতটা পরিবর্তন হয়ে যাবে যেটা আপনি বুঝতে পারেন সেটাই.বসিয়ে দিবেন এখান থেকে এই কোড নাম্বারটা পাঠিয়ে দিচ্ছি তারপর নিচের সাবমিট।
এখানে যোগ করবেন আমাদের ভিসা চেক করা কিন্তু হয়ে গেছে এখন এই পেজের একটু নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে যার নামে হচ্ছে তার নামটা এখানে দেখিয়ে দেয়া হবে । এবার নিচে চারটি অপশন দেখতে পাবেন চারটে চারটে স্ট্যাটাসে প্রথমটা হল রিসেন্টলি ভিসার কাগজপত্র জমা দিয়ে আসার পথ যদি শেষ না হয় তবে এখানে যান দেখাবে কাগজপত্র চেক জমা হয়েছে এর কয়েকদিন পর যদি আপনি সার্চ দেন তাহলে দেখেন এখানে দ্বিতীয় দেখাচ্ছে, দ্বিতীয় শ্রেণীতে প্রাথমিকভাবে প্রসেসিং এ আছে এই কারণে এটা এখানে যান দেখাচ্ছে কয়েকদিন পর যদি আপনি সার্চ দেন তাহলে দেখেন এখানে তৃতীয় সপ্তাহ ডান দেখাচ্ছে তৃতীয় চেপ্টার ডেলিভারি অর্থাৎ আপনার বিষয়টা হয়ে গেছে আপনাকে দেওয়ার জন্য রেডি এক্ষেত্রে আপনার ফোনে যদি এসএমএস না হওয়া সেবা আপনার বিষয় ডেলিভারি দেয়ার যদি নাও হয় তবুও কিন্তু আপনি বিষয়টা নিয়ে আসতে পারবেন আপনি শুধুমাত্র তাদেরকে যে বলবেন যে আপনার বিষয়টা খুবই জরুরি অনলাইনে ডেলিভারি দেখাচ্ছে যদি আপনি এইভাবে কি বুঝাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে এসএমএস না আসলে ও বা আপনার ডেলিভারি যাক না হলেও তারা আপনাকে বিষয়টা দিয়ে দিতে পারে বিষয়টা নিয়ে আসার কয়েক দিন পর যদি আপনি সার্চ দেন তাহলে দেখেন।
WebFile
No : BGDDV4EB9B24
Steps |
Process |
Status |
Step 1 |
Received At Center |
Done |
Step 2 |
Process Initiated |
Done |
Step 3 |
Ready For Delivery |
Done |
Step 4 |
মনে রাখবে Step 3 Ready For Delivery Done হলে অফিস যেতে পারবেন এবং আপনার কাজ শেষ অফিসে গেলেই Step 4 Delivered From Center On 2024-06-13 Done করে দিবে।
Steps |
Process |
Status |
Step 1 |
Received At Center |
Done |
Step 2 |
Process Initiated |
Done |
Step 3 |
Ready For Delivery |
Done |
Step 4 |
Delivered From Center On 2024-06-13 |
Done |
এখানে চতুর্থ দেখাচ্ছে ডেলিভারি সেন্টার সার্ভিস অফিস থেকে আনা হয়ে গেছে এ কারণে এখানে দেখাচ্ছে তাতে আপনি কত তারিখে বিষয়টা নিয়ে এসেছেন সেখানে রেখে দেওয়া হচ্ছে প্রসেসিংয়ের জন্য এই চারটে স্টেপ পার হতে হয় তৃতীয় স্থান হয়ে যাবে তখনও কিন্তু আপনি আপনার বিষয়টা নিয়ে আসতে পারবেন এক্ষেত্রে আপনার ফোনে এসএমএস আসুক বা নাই আসুক পেয়ে যাবেন ।
আজকের অনেক উপকারে আসবে যদি আসে তাহলে আপনার নিকটস্থ বন্ধুবান্ধব আত্বীয় স্বজনের শেয়ার করে দিবেন ।
0 Comments