আজকের আলোচ্য বিষয় নতুন নিয়মে কিভাবে একাদশ শ্রেণীর TC কাজ সম্পন্ন করবেন তাহলে আর দেরি না করে কিভাবে একাদশ শ্রেণীর TC  নতুন নিয়মে করা যায় সেটা আলোচনা করব অনেকে আছেন যারা এখনো নতুন নিয়মিত সেটা নিজেরাই পারতেছেন না।  প্রতিষ্ঠানে সম্ভব হয়ে উঠতেছে না কেননা বছর নতুন   নিয়মে আমাদের TC কাজ সম্পন্ন করতে হবে।


একাদশ শ্রেণি শ্রেণীতে বা দ্বাদশ শ্রেণীতে টিসি একটি গুরুত্বপূর্ণ বিষয় টিসি যদি সম্পন্ন না হয় সঠিকভাবে তাহলে সে ছাত্রছাত্রী TC  নিয়ে আসতে পারবে না। 

 

TC কাজগুলোসেটি আমি ধারাবাহিকভাবে দেখাচ্ছি প্রথমে আমরা চলে আসি xiclassadmission  ওয়েব সাইটে।


নোটিশ

বর্তমান বা গন্তব্য প্রতিষ্ঠান অথবা বর্তমান বা গন্তব্য বোর্ড কোন শিক্ষার্থীর e-TC/BTC আবেদন বাতিল(REJECT) করলে শিক্ষার্থী পুনরায় নতুন করে অন্য প্রতিষ্ঠানে আবেদন করেতে পারবে।

একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনের মধ্যেমে ইটিসি এবং বোর্ড পরিবর্তন (বিটিসি) কার্যক্রম  চলবে।

কলেজভিত্তিক শূন্য আসনসংখ্যা, ন্যূনতম GPA, শিফট, ভার্সন এবং গ্রুপ দেখতে ।

শিক্ষার্থী লগইন

e-TC/B-TC-এর আবেদন, আবেদনের বর্তমান অবস্থা ও পাসওয়ার্ড পরিবর্তনের জন্য আপনার বর্তমান প্রতিষ্ঠানের বোর্ডটি নির্বাচন করুন।


e-TC এর ক্ষেত্রে শুধুমাত্র বর্তমান প্রতিষ্ঠানের বোর্ড এর জন্য টাকা পরিশোধ করতে হবে।


B-TC এর ক্ষেত্রে সর্বমোট দুইবার পেমেন্ট করতে হবে। প্রথমবার পেমেন্ট করতে হবে বর্তমান বোর্ডের জন্য। দ্ব্বিতীয়বার পেমেন্ট করতে হবে গন্তব্য বোর্ডের জন্য। (বিঃ দ্রঃ দুটি বোর্ডের টাকার পরিমাণ ভিন্ন হতে পারে)

প্রথমবার পেমেন্ট করার সময়, বর্তমান প্রতিষ্ঠানের বোর্ড নির্বাচন করে পেমেন্ট করবেন।

দ্বিতীয়বার পেমেন্ট করার সময়, গন্তব্য প্রতিষ্ঠানের বোর্ড নির্বাচন করে পেমেন্ট করবেন।

বর্তমান বোর্ড অনুমোদন দেবার পরই গন্তব্য বোর্ডে পেমেন্ট করতে পারবেন।

বর্তমান বোর্ড অনুমোদনের পর আবেদনের অবস্থা জানতে গন্তব্য বোর্ড নির্বাচন করুন।

https://global.xiclassadmission.gov.bd/home/public/dashboard 


যে বোর্ড অবস্থান আছেন সেই বোর্ড সিলেক্ট করতে হবে এরপর আবেদন করুন ক্লিক করতে হবে আপনার প্রয়োজনও তথ্য দিতে হবে আমি নিচে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আবেদন করবেন।





এবার আপনাকে আবেদনের প্রক্রিয়াটা সুন্দরভাবে দেখিয়ে দিতেছি ঠিক এভাবেই করবেন তবে মনে রাখবেন।


টিসির শ্রেণী দিবেন ১১ পূর্ববর্তী পরীক্ষার ধরন এসএসসি রোল নম্বর দিবেন রেজিস্টার নাম্বার দিবেন পরীক্ষার বছর দিবেন মানে যে বাসা পাস করেছেন সেটি দিবেন গন্তব্য বট একটি গুরুত্বপূর্ণ বিষয় কোন বোর্ডে আপনি যেতে চাচ্ছেন যদি আপনি যশোর বোর্ডেই আছেন যশোর বোর্ডেই যেতে চান গন্তব্য ভোট যশোর ভোট দিবেন। যদি যশোর বোর্ডের থেকে কুমিল্লা ভোটে যেতে চান গন্তব্য ভোট দিবেন কুমিল্লা বোর্ড এটা আপনি নিজেই বুঝতে পারবেন যে এপ্লাই করবে বুঝেশুনে করলেই আপনি পেরে যাবেন।



এবার আপনার সমস্ত তথ্য শিক্ষার্থী চলে আসবে সেখান থেকে বুঝে বুঝে আপনাকে দেখতে হবে কোনটা আপনার জন্য প্রযোজ্য তাহলে আমরা দেখি কিভাবে এটা সম্পন্ন করতে হবে

গন্তব্য প্রতিষ্ঠান আপনি ইন নাম্বার দিয়ে দেবেন মানে যেখানে আপনি যেতে চাচ্ছেন যে কলেজে সেটি হবে আপনার গন্তব্য প্রতিষ্ঠান। শিফট আপনি দেখে বুঝিয়ে দিবেন যে অথবা নাইট কোনটা আপনার সেটা আছে কলেজে টিসির ধরন আপনার নিজের মতো করে দিবেন। এবার নিচে জমা দিন অপশনে ক্লিক করবেন আপনার আবেদন প্রক্রিয়া এখানেই শেষ।

 

##এবার কলেজ কর্তৃপক্ষ সবকিছু যাচাই-বাছাই করে দেখে টিসি দিয়ে দিবে প্রথমে যে কলেজে আছো সেই কলেজে শিক্ষক দেখবে আবেদন ঠিক আছে কিনা  তিনি আপ্রুভ করলে প্রথম কাজ শেষ Xi class admission tc 

 

##যেখানে যেতে চাচ্ছেন প্রতিষ্ঠানে তিনি আপ্রুভ  করবেন এখানে দুইটা কাজ যে কলেজে থেকে টিসি নিয়ে অন্য কলেজে যাবে প্রথমে সেই কলেজ আপনার আপ্রুভ করবেন পরবর্তীতে যে কলেজে যেতে চাচ্ছে সেই কলেজে আপ্রুভ করবে 

 



এটি কলেজ কর্তৃপক্ষ আইডিতে দেখাবো বর্তমান প্রতিষ্ঠান আসার চেষ্টা কাজ ও প্রতিষ্ঠানের স্ট্যাটাস পেন্ডিং টাকা পরিশোধ করলে বো়র্ড পেন্ডিং টা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এবার দেখাবো কিভাবে বো়র্ড পেন্ডিং টা কমপ্লিট করবেন।



আবেদন স্ট্যাটাসে যেতে হবে তারপর আবেদন আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।


 কলেজে এতটুক কাজ শেষ হয়ে গেলে এবার নিজের আইডিতে ঢুকে টাকা পেমেন্ট করতে হবে।





এভাবে কাজ সম্পন্ন করতে হবে তাহলে আজকের বিষয় হলো একাদশ শ্রেণী সি কিভাবে নতুন নিয়মে নিবেন অনেকে বিভ্রান্ত হচ্ছেন কাজ করতে পারছেন না কাজের সমস্যা তাহলে একাদশ শ্রেণি নতুন নিয়মে যে সমাধান করা হলো সুন্দরভাবে এটি আপনারা বারবার দেখে বুঝে কাজ করবেন।


Xi class admission tc system
পোস্টটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টস করতে ভুলবেন না আর কি কি তথ্য আপনাদের প্রয়োজন সেটি জানাবেন।