জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক শ্রেণীর মানে অনার্স যারা প্রথম বর্ষে ভর্তি হতে চাচ্ছেন খুব দ্রুত ভর্তি হতে পারবেন এবং সঠিক সময়ে ভর্তি হওয়া আপনাদের একটা জরুরী বিষয় প্রতিটা ছাত্র একটা সমস্যা থেকে যায় নির্দিষ্ট কলেজে সাবজেক্ট চয়েজ নেই প্রতিটা কলেজে পয়েন্টের উপর ভিত্তি করে সাবজেক্ট চয়েস একান্ত একটা বিষয় মনে রাখতে হবে সাবজেক্ট টা বিষয়  যদি আপনার মনের মত কলেজ ভিত্তিক হয়ে যায়।




তাহলে ভর্তি হতে কি কি করণীয় ভর্তি হতে আপনার প্রথমে নিকটস্থ যিনি দক্ষ এডমিশন কাজ করে থাকে তার কাছে যাবেন নির্দিষ্ট কলেজে বিভাগের কোন সাবজেক্টে ভর্তি হতে ইচ্ছুক আপনি সেটি সিলেক্ট করবেন তবে সতর্ক রাখবেন আপনি দেখে শুনে বুঝে সাবজেক্ট টা দিবেন আপনি নিজে হাতে করলে তো ভালই নিজের পাশে থেকে আপনি কাজটা করবেন খুব সতর্কতার সহিত এটা আপনার একান্ত দায়িত্ব নিজে দায়িত্ব।

nu-admission-result

আর আপনার কত টাকা লাগবে এটাও আপনার কাছে প্রশ্নের সম্মুখীন করে প্রথম অবস্থায় আপনাকে ৭০০ টাকা আবেদন করতে হবে তবে এক এক কলেজে এক এক নিয়ম অনুযায়ী টাকা পেমেন্ট করে থাকে কিছু কিছু কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে রকেটে নিয়ে থাকে কিছু কিছু কলেজ সোনালী সেবার মাধ্যম দিয়ে নিয়ে থাকে তবে আবেদন করে আপনি নির্ধারিত সময়ে ভিতরে টাকাটা সোনালী সেবা হোক আর রকেট হোক জমা দিবেন অনেকে করে কি আবেদন করে কিন্তু টাকা পেমেন্ট করে না মনে রাখবেন আবেদন করে টাকা পেমেন্ট না করলে আবেদনটা নিশ্চিত হয় না।


এখানে আমি ডাউনলোড  অপশন দিয়ে দিয়েছি দেখে নিবেন কত পেমেন্ট কত তারিখ এর শেষ তারিখ।


তাহলে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত সময় সীমা এটা আমি বলে দিতেছি ২১-০১-২৫ থেকে ২৮/২৫ তারিখ পর্যন্ত।


২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান মানবিক ব্যবসায়ী শিক্ষার্থীর জন্য আলাদাভাবে ১০০ নাম্বারে এম সি কিউ পদ্ধতিতে ভর্তি গ্রহণ করতে হবে 100 নম্বরে উত্তর এক ঘণ্টা সময় থাকবে প্রতিটা ভুল প্রশ্নের উত্তরের জন্য কোন নম্বর কর্তন করা হবে না এভাবে সুযোগ একটা দিয়েছে আপনাদের এটা পর্যায়ক্রমে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে।

কলেজ কর্তৃপক্ষ প্রাথমিক আবেদনের সংকৃত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় নির্ধারিত ৭ দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইট হতে লগইন অপশন থেকে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে পরীক্ষার রোল কেন্দ্রের নাম উল্লেখ থাকবে কেন্দ্রের উপস্থিতি থেকে ভর্তি পরীক্ষা অঙ্কন করতে হবে শিক্ষার্থী অবশ্যই এইচএসসি কেন্দ্রে উপস্থিত থাকতে হবে সার্টিফিকেট ক্যালকুলেটর ব্যবহার করা করতে পারবে তবে মোবাইল ফোনের সঙ্গে আনতে পারবেনা।

পরীক্ষার্থী অবশ্যই ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখ সকাল ১০ঃ৩০ এর মধ্যে বয়স মাত্র কলেজ কেন্দ্র নির্ধারিত আসন গ্রহণ করতে হবে তবে বিজ্ঞান মানবিক ব্যবসায় শাখার ১০০ নম্বরের পরীক্ষার্থী যে এমসিকিউ থাকবে তার ভিতরে ৩৫ নাম্বারে ৫ নাম্বার নির্ধারণ করা হয়েছে।

তাহলে অনার্স এডমিশন অনার্সে আপনারা আবেদন করবেন এরপর নির্ধারিত সময় এডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিবেন তারপর দেখবেন কিভাবে আপনাদের নির্ধারিত কাঙ্খিত কলেজে সুযোগ হয়েছে কিনা।

nu admission system 

আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা প্রয়োজনীয় তথ্যাবলী কমেন্টস করবেন আপনাদের কোনটা প্রয়োজন আশা করি আপনাদের সমস্ত সুযোগ দিতে থাকব তাছাড়া আপনার যদি চান আপনাদের নিজস্বভাবে আবেদন করে দিতে তবু সেটা দিয়ে দেবো শুধু এটুকুই থাকবে কথা টিতে নিয়মিত দেখবেন কোনটা প্রয়োজন চাইবেন সমস্ত কিছু আপনাদের দেয়া হবে সমস্ত সেক্রেট আপনাদের দেয়া হবে ধন্যবাদ।