ভিডব্লিউবি চক্রে অন্তর্ভূক্তির আবেদন vgd online application

https://dwavwb.gov.bd/   গত বছর সময় দিয়েছিল কিন্তু সব ইউনিয়নে দেয়নি বছর সমস্ত বাংলাদেশের সমস্ত ইউনিয়নের জন্য পথ খুলে দিয়েছে আপনারা যত সম্ভব সঠিক তথ্য দিয়ে পূরণ করবেন তবে সত্যটা দিয়ে পূরণ করবেন আপনাদের কার্যকর হবে বলে আমি মনে করি এটি ঘরে বসে আবেদন করতে পারেন অথবা ইউনিয়নের এই সেবা কেন্দ্র থেকে আবেদন করতে পারেন তবে মনে রাখবেন এটি যাচাইবাসের জন্য কর্তৃপক্ষ হাতে নির্ভরশীল আপনার দায়িত্ব আপনি করবেন কর্তৃপক্ষ আপনার যদি মনে করে এটা সত্যতা সহজলভ্য পাওয়ার যোগ্য তাহলে আপনি ১০০% পেয়ে যাবেন

কিছু গুরুত্বপূর্ণ টিপস

·         ফর্ম পূরণ করার সময় ভুল তথ্য দেবেন না।

·         আপনার মোবাইলে আসা ওটিপি (OTP) কোডটি দিয়ে আবেদন সম্পূর্ণ করতে ভুলবেন না।

·         ছবি, এনআইডি নম্বর, মোবাইল নম্বর ঠিকানা ঠিকঠাকভাবে দিন।

·         দরকার হলে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সাহায্য নিনএটি সম্পূর্ণ ফ্রি।



আবেদন করতে হলে প্রথমে সাইটটিতে যাবেন ব্যক্তিগত মোবাইল নম্বর দিবেন পরিচয় পত্র দেবেন জন্ম তারিখ দিবেন যোগাযোগের তথ্য হিসেবে মানে আপনি কোন জেলা থেকে আবেদনটি করছেন বিভাগ দেবেন জেলা দেবেন উপজেলা দিবেন আর ইউনিয়ন দেবেন দিয়ে জমা দিন অপশনে ক্লিক করবেন।

পরবর্তীতে হবে আপনাকে অনুসরণ করতে হলে সুন্দরভাবে যাচাই-বাছাই করে ফর্মগুলো ফিলাপ করবেন গুলো ফিলাপ করতে যেগুলো করণীয় আমি নিচে দিয়ে দিতেছি আপনারা দেখে নিবেন।

এই ছবিটির মতো প্রদর্শিত হবে সবকিছু অটোফেলাপ হয়ে যাবে আপনারা যেটা সত্য আপনারা দিবেন তবে যত সম্ভব আপনাদের সত্যটা দিতে বাধ্য থাকবেন তাহলে আপনাদের সুবিধা হল আপনারা ভোক্তা হিসেবে পাওয়ার যোগ্য।



সকল কিছু ফিলাপ করার পরে আপনাকে লক্ষ্য রাখতে হবে সংরক্ষণ করুন অপশনটিতে ক্লিক করা সবকিছু ঠিক থাকলে আপনার ফর্মটা ফিলাপ হয়ে যাবে আর যদি না হয় তাহলে বুঝবেন আপনার কোথাও না কোথাও সমস্যা আছেই।

সমস্যাটি আমি দেখিয়ে দিলাম

আমি একটি তথ্য পূরণ করতে যেয়ে সমস্যাটি পেয়েছি সেটা হল জাতীয় পরিচয় পত্র দিয়ে অন্য একটা জায়গায় ব্যবহার করা সেটা হতে পারে তার সরকারি অনুদান বা সরকারি কোন জায়গা থেকে তার এনআইডি কার্ড দিয়ে সুবিধা সুবিধাভোগী এক কথায় এক আইডি কার্ড দিয়ে সরকারি কোনো অনুদান দ্বিতীয়বার হবেই না

শর্তগুলো আপনার সঙ্গে মিলে গেলে আপনি আবেদন করতে পারবেন। বয়স: ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে (NID অনুযায়ী)

A. জাতীয় পরিচয়পত্র (NID): আবেদনের সময় বাধ্যতামূলক।

B. শারীরিক বা মানসিক অসুস্থতা: কর্মক্ষমতা সীমিত হলে অগ্রাধিকার পাবেন।

C. ভূমিহীনতা: ১৫ শতাংশের কম জমি থাকলে আবেদন করতে পারবেন।

D. অসহায় নারীরা: বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্ত, অসচ্ছল নারীরা প্রাধান্য পাবেন।

E. সন্তানের পড়াশোনা: ১৫-১৮ বছর বয়সী সন্তান নিয়মিত স্কুলে গেলে মায়েরা অগ্রাধিকার পাবেন।

F. আগের উপকারভোগী: ২০২১–২৪ সালের উপকারভোগীরা নতুন করে আবেদন করতে পারবেন না।

G. মোবাইল নম্বর: নিজের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে (ওটিপি আসবে)।

H. আবেদন করার স্থান: চাইলে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে গিয়েও করতে পারেন, অথবা ঘরে বসে অনলাইনে।

I. একাধিক ভাতা নয়: একজন ব্যক্তি একাধিক সরকারি সুবিধা একসাথে নিতে পারবেন না।



ভিডব্লিউবি কর্মসূচি আবেদন করতে সতর্কতার সাথে আপনাকে আবেদন করতে হবে যাতে স্বয়ং সম্পূর্ণভাবে আবেদনটি করতে পারেন।

বিজিডি কার্ড অনলাইন আবেদন এটা একটি সহজলভ্য উপায় এটা আহামরি কঠিন কিছু না আপনি অনলাইনে টুকটা কাজ জানলে আপনি এটা দেখে করতে পারবেন তাছাড়া আমাদের ব্লক তো আছেই।

ভিজিডি (ভিডাব্লিউবি) কার্ডের অনলাইন আবেদন শুরু হয়েছে এটি যেটিও অনেকে অজানা সহিত বিভ্রান্তিকর হয়ে পড়ে তবে অনলাইনে যারা থাকে বা আপনার নিকটস্থ কোথাও যদি কেউ থাকে তাহলে এটা আপনি সেখান থেকে জেনে নিতে পারবেন চোখ রাখতে হবে জানতে হবে বুঝতে হবে

ধন্যবাদ