৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২২ জুন) কমিশনের বিশেষ সভায় প্রাথমিক পরীক্ষার ফলাফল অনুমোদন করা হয়। আজ বিকেলে সরকারি কর্ম কমিশন-পিএসসির বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

 


পাবলিক সার্ভিস কমিশন থেকে মোট 15,608 জন প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সাময়িকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

 

উল্লেখ্য, ২৮ মে অনুষ্ঠিত ৪৪তম বিসিএস প্রিলিমিনারি টেস্টে মোট লাখ হাজার ৬০ জন পরীক্ষার্থী অংশ নেন।

 

কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd - ফলাফল পাওয়া যাবে। এছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমেও জানা যাবে।

 

কিভাবে ফলাফল পেতে হয়:

 

যে কোনো মোবাইল থেকে এসএমএস করে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল জানা যাবে। PSC <Space> 44 <Space> রেজিস্ট্রেশন নম্বর 16222 পাঠাতে হবে। ফিরতি বার্তায়, ফলাফলটি যোগ্য বা অযোগ্যদের সাথে নিবন্ধিত নম্বর হিসাবে পাওয়া যাবে।

 বিসিএস

যেমন- PSC 44 123456 পাঠান 16222 নম্বরে। লিখিত পরীক্ষার সঠিক তারিখ সময়সূচি পরে কমিশনের ওয়েবসাইটে এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হবে।

 bcs english written question bcs exam results

bcs online exam
bcs online application
bcs preliminary syllabus pdf
bcs job solution