পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন নিবন্ধন করার নিয়ম পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন নিবন্ধন করার সঠিক নিয়মঃ আজকের সম্পূর্ণ পোস্টটি জুড়ে আপনি যে সকল বিষয় জানতে পারবেন তা হচ্ছে আপনি আপনার পাসপোর্ট দিয়ে কিভাবে করোনা ভাইরাস ভ্যাকসিন নিবন্ধন কিভাবে করবেন এবং পাসপোর্ট এর মাধ্যমে প্রবাসী ভাই করোনা ভাইরাস ভ্যাকসিন এর জন্য নিবন্ধন করবেনঅনেকেই আছেন এখনো ভ্যাকসিন এর জন্য নিবন্ধন করেন নি।

কোথায় কিভবে পাবো ভ্যাকসিন নিবন্ধন করার নিয়মঃ আসুন তাহলে যেনে নেই প্রথমে সুরক্ষা ওয়েব সাইট হতে পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন নিবন্ধন করার করার সঠিক নিয়ম। এখানে পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন নিবন্ধন এ ক্লিক করুন ।

 


 


 

নিজেই পারবো কি না? সুরক্ষা অ্যাপসটির মাধ্যমে ঘরে বসে খুব সহজেই পাসপোর্ট এর মাধ্যমে আপনি আপনার ভ্যাকসিনের জন্য নিবন্ধন করে ফেলতে পারবেন

 

কিভাবে পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন নিবন্ধন আলাদা সুযোগ পেলেনঃ মহামারী করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আবার গণটিকা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সরকার।তাই এবার বিদেশি নাগরিক বিদেশগামী বাংলাদেশি কর্মী এবং বিদেশে অধ্যায়নরত বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের পাসপোর্ট দিয়ে নিবন্ধন করার আলাদা সুযোগ এবং একটি বিভাগ চালু করেছে বাংলাদেশ সরকার


করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে নিবন্ধন করবেন যেভাবে

প্রথমে আপনাকে www.surokkha.gov.bd  এই ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে অথবা আপনার মোবাইল অ্যাপস ডাউনলোড করেও নিবন্ধন করা যাবে, তবে তিনটি মাধ্যমে নিবন্ধন করা যায় সেগুলি হল-

  1. জাতীয় পরিচয়পত্রের(NID) মাধ্যমে
  2. জন্ম নিবন্ধন সার্টিফিকেটের মাধ্যমে
  3. পাসপোর্টের মাধ্যমে (বাংলাদেশি / বিদেশি)

আপনি তিনটি মাধ্যমে নিবন্ধন কেরতে পারবেন

এই তিনটি মাধ্যমে ইতিপূর্বে আমি উপরে আলোচনা করেছি। একটি হচ্ছে জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে, আরেকটি জন্ম নিবন্ধন সার্টিফিকেট মাধ্যমে ও পাসপোর্ট এর মাধ্যমে

 

জাতীয় পরিচয় পত্র

ফর্মে আপনার জাতীয় পরিচয়পত্র মোবাইল নম্বর যাচাইপূর্বক নিবন্ধন সম্পন্ন করুন। পরবর্তীতে মোবাইল ফোনে এসএমএস বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ে জানানো হবে

 

জন্ম নিবন্ধন সার্টিফিকেট

সুরক্ষা সিস্টেমে নিবন্ধন মেন্যুতে ফর্মে আপনার জন্ম সনদ মোবাইল নম্বর যাচাইপূর্বক নিবন্ধন সম্পন্ন করুন। টিকা দেওয়ার জন্য নিবন্ধিত হতে, আপনাকে অবশ্যই আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন সার্টিফিকেট নম্বর প্রদান করতে হবে। মোবাইল ফোনে এসএমএস বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ে জানানো হবে

পাসপোর্ট (বাংলাদেশি/বিদেশি)

ফর্মে আপনার পাসপোর্ট মোবাইল নম্বর যাচাইপূর্বক নিবন্ধন সম্পন্ন করুন। মনে রাখবেন, পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন নিবন্ধন এই মুহূর্তে সবার জন্য কাজ করবে না। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন বৈদেশিক সংস্থায় কর্মরত বিদেশি নাগরিকগন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং BMET-তে নিবন্ধিত বিদেশি কর্মীগণ এর ডাটা সুরক্ষা সার্ভারে whitelist হওয়ার পরেই এই সমস্ত পাসপোর্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশান করা যাবে। এই প্রক্রিয়া সম্পাদনের জন্য কিছু সময় ধৈর্যধারণ করার অনুরোধ করা হল। পরবর্তীতে মোবাইল ফোনে এসএমএস বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ে জানানো হবে

প্রথমে আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইলের গুগলে গিয়ে ইন্টারনেট সংযোগ করে বাংলাদেশ সরকারের এই সুরক্ষা ওয়েব সাইটটিতে প্রবেশ করবেন অথবা আমাদের দেওয়া এই লিংক থেকে সরাসরি এই বাংলাদেশ সরকারের সুরক্ষা ওয়েব সাইটটিতে প্রবেশ করতে পারেন।প্রবেশ করার পর নিচের দেওয়া এরকম একটি হোমপেজ আপনি দেখতে পাবেন


 

 

এর পরে আপনি সেখান থেকে টিক মার্ক এর উপরে নিবন্ধন লেখাটির উপরে বা একটি ক্লিক করে দিবেন

✔ জন্ম নিবন্ধন দিয়ে করোনা টিকা রেজিস্ট্রেশন

এরপরে আপনি দেখতে পাবেন  কোভিড 19 ভ্যাকসিন নিবন্ধ ’’

 


ডান পাসে শ্রেণী (ধরণ) নির্বাচন করুন: পাসপোর্ট এর নাম্বার দিন  আপনার জন্ম তারিখ (পাসপোর্ট অনুযায়ী) এই সকল তথ্য গুলি আপনি ফিলাপ করে যাচাই করুনঅপশনটির উপরে ক্লিক করুন

 

সর্তকতা

 

সকল তথ্য যদি ঠিকঠাক থাকে তাহলে নিবন্ধনকারী তথ্য প্রদর্শিত হবে। সেখানে বাংলা এবং ইংরেজিতে আপনার নাম দেওয়া থাকবে এবার নির্দিষ্ট ঘরে আপনার মোবাইল ফোন নাম্বার প্রবেশ করতে হবে। মনে রাখবেন ফোন নাম্বারটি যাতে সচল ফোন নাম্বার হয়। কারণ এই নাম্বারে টিকা সংক্রান্ত যাবতীয় মেসেজ পাঠানো হবে

 

 

সংরক্ষণ করুন এই বাটনে ক্লিক করলে আপনার মোবাইল ফোনে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে। সঠিকভাবে পাসওয়ার্ড প্রবেশ করাতে পারলে আপনার নিবন্ধটির সঠিকভাবে হয়ে যাবে

 

নিচের ফরমে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ (জাতীয় পরিচয়পত্র অনুযায়ী) প্রদান করে "যাচাই করুণ" বাটনে ক্লিক করলে নিবন্ধনের সময় প্রদানকৃত মোবাইল নম্বরে একটি OTP কোড SMS এর মাধ্যমে পাঠানো হবে, তা পরবর্তী OTP কোড ঘরে প্রদান করে "ভ্যাকসিন কার্ড ডাউনলোড" বাটনে ক্লিক করলে ভ্যাকসিন কার্ড সংগ্রহ করা যাবে

এভাবে আপনার সব টিকার ডোজ সম্পন্ন হয়ে গেলে আপনি এই ওয়েবসাইট থেকেই ভ্যাকসিন প্রাপ্তির সনদ পত্র সংগ্রহ করতে পারবেন

 

যে হাসপাতালগুলোতে প্রবাসী শ্রমিকেরা টিকা পাবেন

কেন্দ্রগুলো হল, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল কুর্মিটোলা জেনারেল হাসপাতাল

 

 

এই ২২ ক্যাটাগরির ভ্যাকসিন নিবন্ধন  করতে পরবে - নাগরিক নিবন্ধন (৩৫ বছর তদুর্ধ), স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা কর্মচারী, অনুমোদিত বেসরকারি প্রাইভেট স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারী, প্রত্যক্ষভাবে সম্পৃক্ত সকল সরকারি বেসরকারি স্বাস্থ্যসেবা কর্মকর্তা-কর্মচারী, নির্বাচিত জনপ্রতিনিধি, সিটি কর্পোরেশন পৌরসভার সম্মুখ সারির কর্মকর্তা-কর্মচারী, ধর্মীয় প্রতিনিধিগণ (সকল ধর্মের), মৃতদেহ সৎকার কার্যে নিয়োজিত ব্যক্তি, জরুরি বিদ্যুৎ, পানি, গ্যাস, পয়ঃনিষ্কাশন ফায়ার সার্ভিস এর সম্মুখসারির সরকারি কর্মকর্তা-কর্মচারী, রেল স্টেশন, বিমানবন্দর, স্থল বন্দর নৌ বন্দরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, জেলা উপজেলাসমূহে জরিরি জনসেবায় সম্পৃক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী,ব্যাংক কর্মকর্তা-কর্মচারী,  বীরমুক্তিযোদ্ধা বীরঙ্গনা, সামরিক বাহিনী, বেসামরিক বাহিনী, রাষ্ট্রপরিচালনার নিমিত্ত অপরিহার্য কার্যালয়, সম্মুখসারির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান, সম্মুখ সারির গণমাধ্যমকর্মী, জাতীয় দলের খেলোয়াড়, চিকিকিৎসা শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে ছাত্রছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমুহের ছাত্রছাত্রী।

 

আরও পড়ুন:  আপনি নিচের এগুলা  সুবিধা পেতে পারেন

✔ সুরক্ষা কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন ✔ কোভিড ১৯ টেস্ট রেজাল্টস অনলাইন বাংলাদেশ ✔ কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধন কীভাবে ✔ কোভিড ১৯ ভ্যাকসিন সার্টিফিকেট ✔ কোভিড 19 টিকা নিবন্ধন বাংলাদেশ অনলাইন ✔ কোভিড 19 ভ্যাকসিন রেজিস্ট্রেশন বাংলাদেশ অনলাইনে ✔ কোভিড-19 ভ্যাকসিনের আবেদন ✔ বাংলাদেশ - এর কোথায় কোভিড-১৯ টিকা পাওয়া যাবে ✔ কোভিড-১৯ টিকা কার্ড সংগ্রহ ✔ কোভিড-১৯ টিকা নিবন্ধন bangladesh ✔ কোভিড-১৯ টিকা কার্ড ফাইজার-বায়োএনটেক টিকা ✔ ন্যাশনাল ইউনিভার্সিটি কোভিড ১৯ রেজিস্ট্রেশন ✔ কোভিড 19 টিকা নিবন্ধন বিডি অনলাইন ফর্ম ✔ https 103.113 200.29 শিক্ষার্থী কোভিডিনফো ✔ কোভিড 19 ভ্যাকসিন রেজিস্ট্রেশন বিডি অনলাইনে ✔ কোভিড ১৯ টিকা নিবন্ধন অনলাইন বিডি ✔ surokkha gov bd ভ্যাকসিন নিবন্ধন ✔ www surokkha govt bd ✔ surokkha gov bd ভ্যাকসিন কার্ড ডাউনলোড ✔ surokkha bd vaccine registration ✔ surokkha gov bd ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড ✔ surokkha gov bd vaccine certificate download ✔ surokkha vaccine registration Bangladesh ✔ surokkha gov bd birth reg enrol ✔ surokkha app download for pc ✔ covid 19 registration ধন্যবাদ সবাইকে

 প্রশ্ন পত্রঃ

👉 কিভাবে জন্ম নিবন্ধন দিয়ে ভ্যাকসিন রেজিস্ট্রেশন?

👉 বুস্টার ডোজ দিলে কি হয়?

👉 সুরক্ষা সিস্টেম কবে উন্মুক্ত করা হয়?

👉 টিকা সনদ কিভাবে ডাউনলোড করব?

👉 পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন নিবন্ধন করার নিয়ম  

👉 পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন নিবন্ধন যাচাই

👉 কিভাবে পাসপোর্ট দিয়ে ভ্যাকসিন নিবন্ধন