বাংলাদেশ সচিবালয়, ঢাকা বেসরকারি মাধ্যমিক-৩ www.shed.gov.bd 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এম.পি.ও. নীতিমালা- ২০২১ 

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও নীতিমালা ২০২১

বিষয়

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদির সরকারি অংশ সুষ্ঠুভাবে বণ্টন, উপযুক্ত জনবলকাঠামো প্রণয়ন ও এতদসংক্রান্ত পদ্ধতি যুগোপযোগীকরণের লক্ষ্যে জনবলকাঠামো সম্পর্কিত নীতিমালা-২০২১ প্রণয়ন করা হলো: 

শিরোনাম: এ নীতিমালা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এম.পি.ও. নীতিমালা- ২০২১নামে অভিহিত হবে 

নীতিমালার প্রয়োগ: এই নীতিমালা দেশের অভ্যন্তরে অবস্থিত নিম্নোক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য প্রযোজ্য 

হবে: 

৩.১বিদ্যালয় (নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়); ৩.২কলেজ {উচ্চ মাধ্যমিক কলেজ, স্নাতক (পাস) কলেজ}; 

৩.৩সংগীত কলেজ, শরীরচর্চা কলেজ, চারুকলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, বিকেএসপি ও নৈশকালীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বিশেষ প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হবেবাস্তবতার সাথে মিল রেখে প্রয়োজনীয়তার নিরিখে এরকম প্রতিষ্ঠানসমূহকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এম.পি.ও.ভুক্তির আওতায় আনতে 

পারবে 

সংজ্ঞা: 

৪.১ এম.পি.ও. প্রদানকারী কর্তৃপক্ষ: এ নীতিমালার অধীনে এম.পি.ও. প্রদানকারী কর্তৃপক্ষ বলতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়কে বুঝাবে 

৪.2 প্রতিষ্ঠান: প্রতিষ্ঠান বলতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত/জাতীয় বিশ্ববিদ্যায়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে বুঝাবে 

৪.৩ উদ্বৃত্তপদ: এ নীতিমালার আওতায় জনবলকাঠামো বহির্ভূত পদসংখ্যাকে বুঝাবে 

8.8 জনবলকাঠামো: জনবলকাঠামো বলতে অনুচ্ছেদ ৬.১(ক), ৬.১(খ), ৬.১(গ), ৬.১(ঘ) এবং ৬.১ (ঙ) এ নির্ধারিত জনবলের পদবি ও পদসংখ্যাকে বুঝাবে 

৪.৫ এন.টি.আর.সি.এ.: এন.টি.আর.সি.এ. বলতে ২০০৫ সালের ১ নং আইন দ্বারা প্রতিষ্ঠিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে বুঝাবে 

৪.৬ পরিশিষ্ট: নীতিমালার শেষাংশে পরিশিষ্ট (ক ঙ) হিসেবে সন্নিবেশিত তথ্যকে বুঝাবে যা নীতিমালার অংশ হিসেবে বিবেচিত হবে 

৪.৭ এম.পি.ও. এম.পি.ও. বলতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের প্রতি মাসে প্রদত্ত বেতন-ভাতাদির সরকারি অংশকে বুঝাবে 

৪.৮ সরকার: সরকার বলতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়-কে বুঝাবে 

৪.৯ পরিচালনা কমিটি: পরিচালনা কমিটি বলতে প্রযোজ্য শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি/এডহক কমিটিকে বুঝাবে 

৪.১০ মঞ্জুরকারী কর্তৃপক্ষ: এম.পি.ও. মঞ্জুরকারী কর্তৃপক্ষ' বলতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়-কে বুঝাবে 

৪.১১ প্রতিষ্ঠান প্রধান: নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রধান শিক্ষক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রধান শিক্ষক/অধ্যক্ষ এবং কলেজের ক্ষেত্রে অধ্যক্ষকে বুঝাবে 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় -ণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

মোমিনুর রশিদ আমিন অতিরিক্ত সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

4.12 আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটি: নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজের 

ক্ষেত্রে সংশ্লিষ্ঠ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটি এবং স্নাতক (পাস) কলেজের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপিল কমিটি বুঝাবে 

৪.১৩ সিটি কর্পোরেশন: স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ঘোষিত সিটি কর্পোরেশন এলাকাকে বুঝাবে 

৪.১৪ পৌর এলাকা: স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ঘোষিত পৌর এলাকাকে বুঝাবে 

৪.১৫ শহর এলাকা: শহর এলাকা বলতে সিটি কর্পোরেশন ও জেলা সদরের পৌরসভাকে বুঝাবে 

৪.১৬ মফস্বল: মফস্বল বলতে সিটি কর্পোরেশন ও জেলা সদরের পৌর এলাকা ব্যতীত অন্যান্য এলাকাকে বুঝাবে 

৪.১৭ ইনক্রিমেন্ট: জাতীয় বেতনস্কেলের নির্ধারিত বার্ষিক বেতন বৃদ্ধির হার/ধাপ-কে বুঝাবে 

৪.১৮ স্বীকৃতি: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক কোন প্রতিষ্ঠানের অনুকূলে একাডেমিক স্বীকৃতিকে বুঝাবে 

৪.১৯ অধিভুক্তি: জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক কোন শিক্ষা প্রতিষ্ঠানকে অধিভুক্তকরণ বুঝাবে 

৪.২০ জি.এফ.আর. (GFR): জি.এফ.আর. বলতে জেনারেল ফিন্যান্সিয়াল রুলস (GFR)-কে বুঝাবে 

৪.২১ ই.এফ.টি. (EFT): ই.এফ.টি. বলতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (EFT) এর মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতন- ভাতাদি প্রদান বুঝাবে 

৪.২২ বেতন স্কেল: বেতন স্কেল বলতে জাতীয় বেতন স্কেল-২০১৫ এবং সময়ে সময়ে সরকার কর্তৃক ঘোষিত জাতীয় বেতন স্কেলকে বুঝাবে 

৪.২৩ অধিদপ্তর : অধিদপ্তর বলতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে বুঝাবে 

বেতন-ভাতাদির সরকারি অংশ প্রাপ্তির আবশ্যকীয় শর্তাবলি: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল ও কলেজ) শিক্ষক ও কর্মচারীদের বেতন-ভাতাদির সরকারি অংশ প্রাপ্তির জন্য প্রতিষ্ঠানসমূহকে (স্কুল ও কলেজ) নিম্নোক্ত শর্তাবলি পূরণ 

করতে হবে: 

৫.1প্রাপ্যতা: এ নীতিমালা অনুযায়ী শর্তপুরণকারী শিক্ষা প্রতিষ্ঠানকে বুঝাবে 

5.2একাডেমিক স্বীকৃতি/অধিভুক্তি: প্রতিষ্ঠানকে (স্কুল ও কলেজ) অবশ্যই সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড/জাতীয় বিশ্ববিদ্যালয় বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক হালনাগাদ একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত/অধিভুক্ত হতে হবে 

৫.৩প্রতিষ্ঠানের জমি: এম.পি.ও.'র আবেদন করার পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব জমির মালিকানা, নামজারি ও হালনাগাদ ভুমি উন্নয়ন কর পরিশোধের রসিদ/প্রমাণক থাকতে হবেতবে সংস্থা/ট্রাস্ট পরিচালিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে জমির মালিকানা সংস্থার/ট্রাস্টের নামে হলেও গ্রহণযোগ্য হবে এবং সেক্ষেত্রে প্রতিষ্ঠানের নামে সংস্থা/ট্রাস্ট কর্তৃক জমির বরাদ্দপত্র থাকতে হবেভাড়াবাড়িতে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে এম.পি.ও.ভুক্ত করা হবে না৫.৪ট্রাস্ট/সংস্থা পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট ট্রাস্ট/সংস্থার পূর্বানুমোদন ব্যতিরেকে এম.পি.ও.ভুক্ত করা হবে নাট্রাস্ট/সংস্থা পরিচালিত কোনো প্রতিষ্ঠানকে এম.পি.ও.ভুক্তির জন্য আবেদন করতে হলে প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটি/গভনিং বডির সভাপতির যৌথ স্বাক্ষরে আবেদন দাখিল করতে হবে 

৫.৫প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) অবশ্যই সরকার অনুমোদিত জনবলকাঠামো অনুযায়ী শিক্ষক-কর্মচারী নিয়োগ থাকা সাপেক্ষে এম.পি.ও. ভুক্তির বিবেচনায় আসবেতবে সরকার বাস্তবতার নিরিখে জনবলকাঠামোতে পরিপত্রের মাধ্যমে পদ হ্রাস/বৃদ্ধি করতে পারবে 

৫.৬কাম্য শিক্ষার্থী: এ নীতিমালার ধারা ২২ এ বর্ণিত শর্ত শিথিলযোগ্য প্রতিষ্ঠান/এলাকা/অনগ্রসর গোষ্ঠী ব্যতীত অন্যান্য প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) ক্ষেত্রে অবশ্যই পরিশিষ্ট '' অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী থাকতে হবে 

৫.৭কাম্য পরীক্ষার্থী ও পাসের হার: প্রতিষ্ঠানকে (স্কুল ও কলেজ) অবশ্যই পাবলিক পরীক্ষায় পরিশিষ্ট-মোতাবেক কাম্য পরীক্ষার্থী থাকতে হবে ও ন্যূনতম পাসের হার অর্জন করতে হবে 

৫.৮ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি/এডহক কমিটি: প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ/সংশ্লিষ্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত ম্যানেজিং কমিটি/গভর্নিংবডি/এডহক কমিটি থাকতে হবে 

৫.৯সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রযোজ্য ক্ষেত্রে এন.টি.আর.সি.এ. (NTRCA) এর নিবন্ধনধারী ও নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত শিক্ষক-প্রদর্শক প্যাটার্নভুক্ত পদে নিয়োগকৃত থাকতে হবে/নিয়োগ করতে হবে 

৫.১০কোনো প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) স্বীকৃতি/অধিভুক্তির জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ ঐ প্রতিষ্ঠানের এম.পি.ও.ভুক্তি নিশ্চিত করবে নাসরকার আর্থিক সামর্থ্য অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানকে এম.পি.ও.ভুক্ত করবে 

.মাঃ কামরুল হাসান উপসচিব 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

মোমিনুর রশিদ আমিন অতিরিক্ত সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

/88 

নিয়োগ, যোগ্যতা এবং জনবলকাঠামো: 

৬.১. বিদ্যালয়: বেসরকারি বিদ্যালয়সমূহের শিক্ষক ও কর্মচারীর জনবলকাঠামো হবে নিম্নরূপ: 

(ক) নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম): 

ক্রমিক 

পদবি পদ সংখ্যা: প্রধান শিক্ষক ,সহকারী শিক্ষক (বাংলা) সহকারী শিক্ষক (ইংরেজি) 8 সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) 

 সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা)  

 সহকারী শিক্ষক (গার্হস্থ্য বিজ্ঞান) 

সহকারী শিক্ষক (গণিত) 

সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) 

১০ 

সহকারী শিক্ষক (ধর্ম ও নৈতিক শিক্ষা) [প্রাপ্যতা সাপেক্ষে প্রতিটি ধর্মের জন্য] সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) 

সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) 

সহকারী শিক্ষক (চারু ও কারুকলা) 

১৩ কম্পিউটার ল্যাব অপারেটর (সরকার প্রদত্ত কম্পিউটার ল্যাব চালু থাকলে) ) 

 

১৪ অফিস সহকারী কাম হিসাব সহকারী 

১৫ নিরাপত্তাকর্মী 

 

১৬ পরিচ্ছন্নতাকর্মী 

১৭ নৈশ প্রহরী 

১৮ আয়া [বালিকা বিদ্যালয়ের জন্য/সহশিক্ষা চালু থাকলে] 

১৯ অফিস সহায়ক - মফস্বল এলাকার প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য 

(সিটি কর্পোরেশন, জেলা সদর এবং পৌরসভায় অবস্থিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রয়োজনে নিজস্ব অর্থায়নে এ পদে নিয়োগ দিতে পারবে) 

মোট ১৯ (উনিশ) ধরনের পদ হবে 

মোঃ কামরুল হাসান উপসচিব 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় শপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

মোমিনুর রশিদ আমিন অতিরিক্ত সচিব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় 

 (খ) মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) : 

 

বিস্তারিত



 

✔️ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন

✔️ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বিধি

✔️ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরি বিধিমালা

✔️ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ২০২১

✔️ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আয় ব্যয় নীতিমালা

✔️ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ সংসোধিত ২০২১

 ✔️ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনের নীতিমালা

  ✔️ education news today bangladesh