বিষয়: উপজেলা পর্যায়ে অনুষ্ঠেয় ৮ম ৯ম শ্রেণির সাবজেক্ট ম্যাচিং অনুসারে বিষয়ভিত্তিক শ্রেণি শিক্ষকগণেরনতুন শিক্ষাক্রম বিস্তরণ' বিষয়ক প্রশিক্ষণের জন্য সংযুক্ত ছক মোতাবেক তথ্য প্রেরণ প্রসঙ্গে।

উপর্যুক্ত বিষয় সূত্রের আলোকে ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে ৮ম ৯ম শ্রেণির বিষয়ভিত্তিক শ্রেণি-শিক্ষকগণেরনতুন কারিকুলাম বিস্তরণ' বিষয়ক (সাত) দিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম আগামী ০১ ডিসেম্বর, ২০২৩ থেকে ১৪ ডিসেম্বর, ২০২৩ খ্রি. তারিখ পর্যন্ত (দুই) ধাপে অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে সাধারণ/মাদ্রাসা/কারিগরি/প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের EIIN ধারী EIIN বিহীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের নতুন কারিকুলাম অনুযায়ী শ্রেণি কার্যক্রম পরিচালনাকারী (অনুমোদিত/অনুমোদনবিহীন সরকারি/বেসরকারি এমপিওভুক্ত/ এমপিওবিহীন) শিক্ষকগণের উপজেলা/থানাওয়ারী আয়ন ব্যয়ন কর্মকর্তার নামসহ বিষয়ভিত্তিক সংখ্যা তালিকা প্রয়োজন। 

উল্লেখ্য, পাঠদানের অনুমতিপ্রাপ্ত/অনুমতিবিহীন প্রতিষ্ঠান, সেখানে মাধ্যমিক পর্যায়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শ্রেণি কার্যক্রম চলমান আছে এরূপ প্রাথমিক বিদ্যালয়/কিন্ডারগার্টেন/ইংরেজী ভার্সন/ইংরেজি মাধ্যমের ইংরেজি ভার্সন এবং পূর্ণকালীন বা খন্ডকালীন (এক বছরের বেশি একই প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রমের সাথে যুক্ত) সকল শ্রেণি-শিক্ষকগণ উক্ত প্রশিক্ষণের আওতাভুক্ত হবেন। এক্ষেত্রে মাদ্রাসা কারিগরি অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষায়িত বিষয়সমূহের শ্রেণি কার্যক্রম পরিচালনাকারী শিক্ষকগণ উক্ত প্রশিক্ষণের এই তালিকার আওতাভুক্ত হবেন না।

এমতাবস্থায়, উপর্যুক্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বিষয়ভিত্তিক শ্রেণি শিক্ষকগণের সংখ্যা তালিকা সংযুক্ত ছক মোতাবেক আয়ন-ব্যয়ন কর্মকর্তার নামসহ জেলা শিক্ষা কর্মকর্তার নিকট -মেইলে প্রেরিত গুগল ফরমের লিংকের মাধ্যমে আগামী ০৩ (তিন) কার্যদিবসের মধ্যে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জেলা শিক্ষা অফিসার (সকল)

সদয় অবগতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হলো (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়) :

০১। সচিব, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়;

০২। চেয়ারম্যান, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড, ঢাকা;

০৩। চেয়ারম্যান, মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড (সকল) ;

০৪। মাননীয় মন্ত্রীর একান্ত সচিব, মন্ত্রীর দপ্তর, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়;

০৫। মাননীয় উপমন্ত্রীর একান্ত সচিব, উপমন্ত্রীর দপ্তর, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়;

০৬। পরিচালক (কলেজ প্রশাসন/মাধ্যমিক / প্রশিক্ষণ/পরি: উন্ন:/অর্থ ক্রয়/মনি: এন্ড ইভা:), মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা;

০৭। স্কিম পরিচালক, ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা; ০৮। পরিচালক, মাধ্যমিক উচ্চ শিক্ষা (সকল);

০৯। জেলা প্রশাসক (সকল) ;

১০। উপপরিচালক, মাধ্যমিক উচ্চ শিক্ষা (সকল) ;

[পত্রের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধসহ

১১। সিনিয়র সিস্টেম এনালিষ্ট, ইএমআইএস সেল, মাউশি অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা;

[পত্রটি মাউশি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের অনুরোধসহ

১২। উপজেলা নির্বাহী অফিসার (সকল);

১৩। উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার (সকল)

[পত্রের নির্দেশনা মোতাবেক স্ব স্ব জেলা শিক্ষা অফিসে তথ্য প্রেরণের অনুরোধসহ

১৪। অধ্যক্ষ/প্রধান শিক্ষক, সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্কুল এন্ড কলেজ (সকল) ;

১৫। অধ্যক্ষ/প্রধান শিক্ষক, বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক স্কুল এন্ড কলেজ (সকল);

১৬। পিএ টু মহাপরিচালক, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা;

১৭। সংরক্ষণ নথি।

google translate english to bengali 

google translate extension chrome