২০২৫-২০২৬ শি ক্ষাবর্ষে একাদশ শ্রে ণি তে ভর্তি র জন্য অনলাইন আবে দন প োর্টালে র ব্যবহার নি র্দে শি কা 

(প্রতি ষ্ঠানে র জন্য) 

(User Guide for Institutions) 

প্রস্তুতিতে 

কম্পি উটার সায়ে ন্স অ্যান্ড ইঞ্জি নি য়ারি ং বি ভাগ (সি এসই) বাংলাদে শ প্রক ৌশল বি শ্ববি দ্যালয় (বুয়ে ট)

সূচি পত্র 

SVG দে খা এবং ডাউনল োড..................................................................................................................2 বি শে ষ ক োটা আবে দন...........................................................................................................................5 নি র্বাচন দে খা ও ভর্তি সম্পন্ন করা............................................................................................................8 রি প োর্ট ডাউনল োড করা......................................................................................................................12 1

SVG দে খা এবং ডাউনল োড 

১। একজন ইনস্টিটিউশন এডমি ন যখন ক্যাড মডি উলে লগইন করবে ন তখন তি নি বাম দি কে র সাইডবারে বে শ কি ছু মে নুদে খতে পাবে ন। ইনস্টিটিউশন (বা প্রতি ষ্ঠান) নন-ক্যাড নাকি ক্যাড প্রক্রি য়ায় যুক্ত, সে ই ভি ত্তি তে এই মে নুআইটে মগুল ো ভি ন্ন হবে । উদাহরনস্বরুপ একটি সাইডবার চি ত্র-১-এ দে খান হল। 

চি ত্র-১ঃ ইনস্টিটিউশন এডমি ন লগ ইন করার পর যে মন সাইডবার দে খতে পাবে ন তার উদাহরন। 

2

২। একজন এডমি ন তার প্রতি ষ্ঠানে র SVG সমূহ দে খার জন্য বামে র সাইডবারে র “View SVGs” মে নুতে ক্লি ক করলে নতুন প্রদর্শি ত পে ইজ এ প্রতি ষ্ঠানে র SVG সমূহ দে খা যাবে (চি ত্র-২)। 

চি ত্র-২ ইনস্টিটিউশন এডমি ন “View SVGs” মে নুতে ক্লি ক করার পর প্রতি ষ্ঠানে র SVG সমূহ প্রদর্শি ত হয়ে ছে । 

3

৩। ইনস্টিটিউশন এডমি ন চাইলে SVG তথ্য ফাইল আকারে ডাউনল োড করতে পারবে ন। এর জন্য ডাউনল োড আইকনে ক্লি ক করতে হবে (চি ত্র-৩)। ডাউনল োডকৃত SVG তথ্যসমূহ একটি “csv” ফরম্যাট এর ফাইল আকারে ডাউনল োড হবে (চি ত্র-৪)। উল্লে খ্য, csv ফরম্যাট এর ফাইল Microsoft Excel সফটওয়্যার এ খুলে তথ্য দে খা যাবে । 

চি ত্র-৩ঃ SVG তথ্য ডাউনল োড করার জন্য চি ত্রে দে খান ো ডাউনল োড আইকনে ক্লি ক করতে হবে । 

চি ত্র-৪ঃ SVG তথ্য একটি ‘csv’ ফরম্যাট এর ফাইল-এ (tableDownload.csv) ডাউনল োড হবে । 

4

বি শে ষ ক োটা আবে দন 

১। ক োন শি ক্ষার্থী যদি বি শে ষ ক োটায় আবে দন করে থাকে ন তবে তাকে প্রয় োজনীয় কাগজপত্র সহ উক্ত প্রতি ষ্ঠানে য োগায োগ করতে হয়। তখন প্রতি ষ্ঠানে র এডমি ন লগইন করে সাইডবারে র “SQ Applications” মে নুতে ক্লি ক করলে নতুন পে ইজে বি শে ষ ক োটা আবে দনে র তালি কা দে খা যাবে (চি ত্র-৫)। এই তালি কায় ক োন আবে দনকারীর আবে দনটির স্বপক্ষে তাঁর কাগজপত্র যদি ঠি কঠাক থাকে তাহলে তাঁর আবে দনটির পাশে র টিক চি হ্নে ক্লি ক করে ইনস্টিটিউশন এডমি ন এটিকে অনুম োদন করে দি বে ন (চি ত্র-৫)। অন্যদি কে ইনস্টিটিউশন এডমি ন যদি সঙ্গত কারনে (আবে দনকারী যদি আবে দনে র স্বপক্ষে সঠি ক কাগজপত্র উপস্থাপন করতে না পারে ন) বি শে ষ ক োটার আবে দনকে বাতি ল করে দি তে চান, সে ক্ষে ত্রে ইনস্টিটিউশন এডমি ন একশন কলামে র ক্রস বাটনটি ক্লি ক করার মাধ্যমে তাঁর বি শে ষ ক োটার আবে দনকে বাতি ল করে দি বে ন (চি ত্র-৫)। 

চি ত্র-৫ঃ বি শে ষ ক োটায় আবে দনে র তালি কা। ডান দি কে র টিক/ক্রস বাটনে ক্লি ক করে আবে দন অনুম োদন/বাতি ল করা যাবে । 

5

২। টিক চি হ্ন অথবা ক্রস বাটনে ক্লি ক করলে , আবে দনটি আনুম োদন/বাতি ল করতে চান কি না সে বি ষয়ে পুনর্নি শ্চায়ন করতে হবে (চি ত্র-৬)। 

চি ত্র-৬ বি শে ষ ক োটার আবে দন আনুম োদন/বাতি ল করার বি ষয়ে পুনর্নি শ্চায়ন। টিক/ক্রস বাটন ক্লি ক করার পরে পুনর্নি শ্চায়ন করার জন্য “Yes” বাটনে ক্লি ক করতে হবে । 

৩। অনুম োদন/বাতি ল এর সি দ্ধান্ত নি শ্চি ত (“Yes”) করার পর confirmation message প্রদর্শন করা হবে (চি ত্র-৭ এবং ৮)। এখানে উল্লে খ্য যে ইনস্টিটিউশন এডমি ন একটি আবে দন অনুম োদন অথবা বাতি ল করে দি লে সে ই সি দ্ধান্ত পরি বর্তন (undo) করার ক োন সুয োগ নে ই। তাই ইনস্টিটিউশন এডমি নদে র এক্ষে ত্রে সতর্ক থাকতে হবে । 

চি ত্র-৭ঃ বি শে ষ ক োটার আবে দন অনুম োদন নি শ্চায়ন করার পর প্রদর্শি ত confirmation message। 

6

চি ত্র-৮ঃ বি শে ষ ক োটার আবে দন বাতি ল নি শ্চায়ন করার পর প্রদর্শি ত confirmation message । 

৪। এডমি ন চাইলে বি শে ষ ক োটা আবে দন এর পে ইজে থাকা সার্চ বাটন এ ক্লি ক করে ক োন একটি সুনি র্দি ষ্ট EDU ID খুঁজতে পারে ন (চি ত্র-৯)। এর পরে পূর্বে রর্বে নি য়ম অনুসরণ করে আবে দনটির “SQ” অনুম োদন বা বাতি ল করতে পারে ন। 

চি ত্র-৯ঃ EDU ID এর মাধ্যমে সার্চ করার প্রক্রি য়া। প্রথমে সার্চ বাটনে ক্লি ক করতে হবে এবং এর পরে EDU ID টাইপ করতে হবে । 

7

নি র্বার্বচন দে খা ও ভর্তি সম্পন্ন করা 

১। ক োন ো প্রতি ষ্ঠানে র “এডমি ন” যদি নি র্বার্বচন ফলাফল দে খতে ও ভর্তি প্রক্রি য়া সম্পন্ন করতে চান, তবে তাঁকে লগইন করে সাইডবারে থাকা “Selected Applicants” মে নুতে ক্লি ক করতে হবে (চি ত্র-১০)। 

চি ত্র-১০ঃ নি র্বার্বচি ত আবে দন দে খা ও ভর্তি প্রক্রি য়ার জন্য মে নু 

8

২। “Selected Applicants” মে নুটি ক্লি ক করলে নি চে র চি ত্র-১১ এর মত ো নি র্বার্বচি ত আবে দনকারীদে র একটি তালি কা দে খা যাবে । এ তালি কায় আবে দনকারীদে র বি ভি ন্ন তথ্য যে মন EDU ID, SSC Roll, SSC Board, SSC Year ইত্যাদি প্রদর্শি ত হবে । এর পাশাপাশি , আবে দনকারীর Admission Status-ও দে খা যাবে (চি ত্র-১১-এ “১” চি হ্নি ত)। চি ত্র-১১-এ “৪” চি হ্নি ত ডাউনল োড আইকনে ক্লি ক করে সকল আবে দনকারীর তথ্য ডাউনল োড করা যাবে । ক োন আবে দনকারীকে তার EDU ID, নামে কি ংবা যে ক োন ো প্রাসঙ্গি ক তথ্য দি য়ে চি ত্র-১১-এ “৩” চি হ্নি ত সার্চ আইকনে ক্লি ক করে সার্চ করা যাবে । 

ভর্তি নি শ্চি তকরণে র পূর্বে ,র্বে সকল নি র্বার্বচি ত আবে দনকারীর Admission Status-এ "Selected" লে খা থাকবে । 

Admission Status-এর পরবর্তী “Action” কলামে একটি সবুজ টিক চি হ্ন দে খা যাবে (চি ত্র-১১-এ “২” চি হ্নি ত)। এই সবুজ টিক চি হ্নে ক্লি ক করে নি র্দি ষ্ট আবে দনকারীর ভর্তি নি শ্চি ত করা যাবে । তাছাড়া 

চি ত্র-১১ঃ নি র্বার্বচি ত আবে দনকারীর তালি কে দে খা এবং ভর্তি নি শ্চি ত করা। 

9

৩। ক োন ো আবে দনকারীর ভর্তি নি শ্চি ত করার জন্য, “Action” কলামে থাকা সবুজ টিক আইকনে ক্লি ক করতে হবে (চি ত্র-১২-এ “১” চি হ্নি ত)। এই আইকনে ক্লি ক করলে একটি পপ-আপ ফ্রে ম প্রদর্শি ত হবে (চি ত্র-১২-এ “২” চি হ্নি ত), যে খানে “Yes” ক্লি ক করলে উক্ত আবে দনকারীর ভর্তি নি শ্চি ত হয়ে যাবে । 

ভর্তি নি শ্চি ত হওয়ার পর, চি ত্র-১৩-এর মত ো সবুজ আইকনটি disabled হয়ে যাবে (অর্থাৎ, কি ছুটা ঝাপসা দে খা যাবে ) এবং “Admission Status” পরি বর্তি ত হয়ে “Admitted” দে খা যাবে । 

চি ত্র-১২ঃ নি র্বার্বচি ত আবে দনকারি র ভর্তি নি শ্চি ত করা 

চি ত্র-১৩ঃ নি র্বার্বচি ত আবে দনকারি র ভর্তি নি শ্চি ত করা হয়ে ছে 

10

৪। “এডমি ন” চাইলে “ডাউনল োড” আইকনে ক্লি ক করে নি র্বাচি ত আবে দনকারীদে র সকল তথ্য ডাউনল োড করতে পারবে ন (চি ত্র-১৪)। ডাউনল োডে র পর, চি ত্র-১৫-এর মত ো একটি ফাইল পাওয়া যাবে (লাল বক্স দি য়ে চি হ্নি ত অংশটি প্রতি ষ্ঠানে র জন্য প্রয োজ্য নয়/প্রয় োজন নে ই)। 

চি ত্র-১৪ঃ তথ্য ডাউনল োড করা। 

চি ত্র-১৫ঃ ডাউনল োড করা তথ্য। 

11

রি প োর্ট ডাউনল োড করা 

১। রি প োর্ট ডাউনল োড করার জন্য প্রতি ষ্ঠানে র “এডমি ন” লগইন করে সাইডবারে র “Download Reports” মে নুতে ক্লি ক করলে (চি ত্র-১৬), SVG অনুযায়ী ভর্তি কৃত আবে দনকারীদে র রি প োর্ট ডাউনল োডে র মে নুপ্রদর্শি ত হবে (চি ত্র-১৭)। প্রতি টি রি প োর্ট PDF অথবা CSV - এই দুই ফরম্যাটে ই ডাউনল োড করা যাবে (চি ত্র-১৭-এ লাল বক্স দ্বারা চি হ্নি ত অংশ)। 

চি ত্র-১৬ঃ রি প োর্ট ডাউনল োড করার জন্য মে নু 

চি ত্র-১৭ঃ SVG-wise বি ভি ন্ন রি প োর্ট ডাউনল োড করার মে নু 

12

২। চি ত্র-১৮-এ একটি ডাউনল োড করা PDF এবং চি ত্র-১৯-এ একটি ডাউনল োড করা CSV ফাইল দে খান ো হল। উল্লে খ্য, রি প োর্টে ভর্তি নি শ্চি ত না হওয়া আবে দনকারীদে র তথ্যও প্রদর্শি ত হবে । তবে , উক্ত শি ক্ষার্থী দে র ক্ষে ত্রে “Remarks” কলামে “Admitted” লে খা থাকবে না। 

চি ত্র-১৮ঃ ডাউনল োড করা PDF ফাইল। 

চি ত্র-১৯ঃ ডাউনল োড করা CSV ফাইল। 

xiclassadmission payment system bkash

xi class admission payment

রেজিস্ট্রেশন ফি বা নিশ্চায়ন ফি প্রদান করার জন্য নিম্নের যে কোন একটি পেমেন্ট সার্ভিস/গেইটওয়ে ব্যবহার করে রেজিস্ট্রেশন ফি বা নিশ্চায়ন ফি ৩৩৬/= প্রদান করুন। পেমেন্ট সার্ভিস/গেইটওয়ে ব্যবহার করে ফি প্রদানের বিস্তারিত পদ্ধতি নিচের টেবিলে Registration User Manual Link এ দেওয়া রয়েছে।

Payment Service

Registration User Manual Link

বিকাশ

bkash_registration_user_manual.pdf

সোনালী ই-সেবা

Sonali_eSheba_Registration_UserManual.pdf

সোনালী ওয়েব

Sonali_Web_Registration_UserManual.pdf

SSLCOMMERZ

sslcommerz_registration_user_manual.jpg

UCB উপায়

upay_registration_user_manual.pdf

DBBL রকেট

rocket_registration_user_manual.pdf

ওয়ান ব্যাংক OK ওয়ালেট

ok_wallet_registration_user_manual.pdf

ট্রাস্ট ব্যাংক TAP

TAP_registration_user_manual.pdf

নগদ

Nagad_registration_user_manual.pdf

আবেদন ফি প্রদান করার জন্য নিম্নের যে কোন একটি পেমেন্ট সার্ভিস/গেইটওয়ে ব্যবহার করে আবেদন ফি ২২০/= প্রদান করুন। পেমেন্ট সার্ভিস/গেইটওয়ে ব্যবহার করে ফি প্রদানের বিস্তারিত পদ্ধতি Application User Manual Link এ দেওয়া রয়েছে।

Payment Service

Application User Manual Link

বিকাশ

bkash_user_manual.pdf

সোনালী ই-সেবা

Sonali_eSheba_user_manual.pdf

সোনালী ওয়েব

Sonali_Web_user_manual.pdf

SSLCOMMERZ

SSLCOMMERZ_user_manual.jpg

UCB উপায়

upay_user_manual.jpg

DBBL রকেট

Rocket_user_manual.pdf

ওয়ান ব্যাংক OK ওয়ালেট

ok_wallet_user_manual.pdf

ট্রাস্ট ব্যাংক TAP

TAP_user_manual.pdf

নগদ

nagad_user_manual.pdf

xi class admission online result

13