২০২০ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি। 



ফরম পূরণের লিংক http://nubd.info/honours/

এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার কুড়ি সালে অনার্স তৃতীয় বর্ষ নিয়মিত অনিয়মিত উন্নয়ন পরীক্ষার ফরম পূরণের তারিখ বর্ধিত করা হলো।

ফরম পূরণের বা আবেদনের তারিখ 1-12 -2021 থেকে 15-12- 2021

 বি: দ্র: পরবর্তীতে বিলম্ব ফিসহ ফরম পূরণের কোনো সুযোগ নেই।

 প্রতি বছরই   সুযোগ করে দেওয়া হয় কিন্তু তৃতীয় বর্ষ বলা হয়েছে যে বিলম্ব ফি দিয়ে কোন প্রকার ফরম পূরণ করা যাবে না যা করতে হবে আপনাদের ভেবেচিন্তে   এ ছাড়া অন্য কোন উপায় নাই।

অনলাইনে ফরম পূরণ করার পদ্ধতি

অনলাইনে ফরম পূরণ করার জন্য এখানে ক্লিক করে প্রবেশ করুন। তারপর যে পেজ আসবে তাতে ২০২০ সালের অনার্স ৩য় বর্ষের ফরম ফিলাপের বক্সের Apply to Online Form fill-up অপশনে ক্লিক করুন।

তারপর যে পেজ আসবে, তাতে আপনার রেজিস্ট্রেশন নম্বর দিন এবং next / submit বাটনে ক্লিক করুন।

এই পেযে শুধু আপনাকে নির্দিষ্ট স্থানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে এবং ২) আপনার অপশনাল যে বিষয় সেটা (খুভ সতর্কতার সাথে) সেলেক্ট করবেন। তাছাড়া আরকিছু করা লাগবে না। মোবাইল নম্বর ও অপশনাল বিষয় সঠিক থাকলে, submit অপশনে ক্লিক করুন।

তারপর একটি ফরম প্রদর্শিত হবে। সেটা ডাউনলোড করে প্রিন্ট করে বের করুন। এরপর ফরম পূরণের ফি জমা দিয়ে ফরমটিসহ নিম্নোক্ত কাগজপত্রসহ ছবি নিয়ে সংশ্লিষ্ট কলেজে নিয়ে যান এবং সেগুলো জমা দিন।

অনার্স ৩য় বর্ষের ফরম ফি কত টাকা ২০২১


নিয়মিত প্রতি শিক্ষার্থী ২৭৫০/- টাকা

মানউন্নয়ন প্রতি ১ বিষয় ১০০০/- টাকা

মানউন্নয়ন প্রতি ২ বিষয় ১২৫০/- টাকা


অনলাইনে পুরণকৃত ফরম- সর্বনিম্ন ১ কপি।

পাসপোর্ট সাইজের ছবি (অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত) সর্বনিম্ন – ১ কপি।  কলেজভেদে ২-৩ কপি লাগতে পারে।

টাকা ১০০/-  (কলেজের উপর নির্ভরশীল) 

অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফরম ফিলাপের সময় বিস্তারিত


ফরম পূরণের তারিখ :  

পরীক্ষার্থী কর্তৃক ১/১২/২০২১ হতে ১৫/১২/২০২১ তারিখ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করে কলেজে জমা দিতে হবে।

ডাটা এন্ট্রির তারিখ :  কলেজ কর্তৃক ডাটা এন্ট্রির তারিখ ১৯/১২/২০২১ ২০-১২-২০২১ রাত ১১:৫৯ মিঃ পর্যন্ত।

টাকা জমার শেষ তারিখ :  কলেজ কর্তৃক ২৮/২৯/২০২১ ২৯/১২/২০২১ তারিখ বিকাল ০৪:০০ টা পর্যন্ত টাকা জমার দেয়ার শেষ তারিখ।

কাগজপত্র জমার শেষ তারিখ :  কলেজ কর্তৃক ২১/১২/২০২১। থেকে ২১-১২-২০২১তারিখের মধ্যে Pay Slip, ফিস বিবরণী, শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখা/স্ব-স্ব আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে।

nu honours 3rd year form fill up

National University Result

Nu College Department Result