২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সরকারি-বেসরকারি কলেজ ভর্তির অনলাইন আবেদনের সময়সূচি

অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে ৮ জানুয়ারী ২০২২ খ্রি. তারিখ থেকে। ভর্তি আবেদন করা যাবে ১৫ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত ।আগেয় বলে রাখা ভাল শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইট কিন্তু ভর্তি  কার্যক্রম শুরু না হলে বন্ধ দেখাবে |

 আবেদন যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা হবে ১৭ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

 শুধুমাত্র পুনঃনিরীক্ষণ ফল পরিবর্তিতদের ভর্তি আবেদন গ্রহণ করা হবে ২২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত । পছন্দক্রম পরিবর্তন করা যাবে ২৪ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত । 

XI Class Admission 2022

 

প্রথম ধাপের ভর্তি ফল প্রকাশ করা হবে ২৯ জানুয়ারি। দ্বিতীয় ধাপের ফল প্রকাশ ১০ ফেব্রুয়ারি। সবশেষ ধাপের ফলাফল প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি। (বিস্তারিত জানুন নিচের অনুচ্ছেদে যুক্ত ভর্তি নীতিমাল থেকে)

২৪ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখের মধ্যে, একাদশের ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

ভর্তি প্রক্রিয়া শেষে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২ মার্চ ২০২২ খ্রি. তারিখ থেকে।

 

দেশের সরকারি-বেসরকারি কলেজের অনলাইনে ভর্তি আবেদন একই সাথে, একই প্রক্রিয়ায় সম্পন্ন হবে । বরাবরের মত এবারেও ভর্তিতে কোন পরীক্ষা অনুষ্ঠিত হবে না । সেশনজট কমাতে একাদশের ভর্তি প্রক্রিয়া দ্রুততার সাথে শেষ করা হবে।

ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি করা হবে। আগেয় বলে রাখা ভাল ওয়েব সাইট কিন্তু ভর্তি  কার্যক্রম শুরু না হলে বন্ধ দেখাবে |অনলাইনে ভর্তি আবেদনের ওয়েবসাইটের ঠিকানা: http://www.xiclassadmission.gov.bd

 ভর্তি আবেদনের জন্য অনলাইন ফি হিসাবে ১৫০/= (এক শত পঞ্চাশ) টাকা পরিশোধ করতে হবে।

 মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে, নির্ধারিত ফি পরিশোধ করে এই আবেদন করা যাবে।

Payment by Teletalk ‍SIM

CAD<space>WEB<space>Board<space>Roll<Space>Year and send to 16222

Example: CAD WEB DHA 104285 2021

ফিরতি আসলে

CAD<space>YES<space>PIN<space>Contact Number

Example: CAD YES 1268234 01942205000

 

 প্রথম  থেকে ও শেষ পর্যন্ত  সকল কাজ কিভাবে করতে হবে  বিস্তারিত জানুন 👉  এখানে

All Online Admission System Applicant login

 পরিশেষেঃ
যথেষ্ট ধৈর্য্য সহ আমাদের পোস্ট পড়ার জন্য ও আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ  ধন্যবাদ ।