২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নির্দেশিকা বাংলাদেশ আন্তঃ শিক্ষা বাের্ড সমন্বয় সাব-কমিটি Website: www.xiclassadmission.gov.bd ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশাের, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ এবং মাদ্রাসা শিক্ষা বাের্ড |

xi class admission system

 

সাধারণ নির্দেশনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বাের্ড কর্তৃক অনুমােদিত সকল কলেজ/মাদ্রাসা/কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে আবেদন করা যাবে।

 ১৮ জানুয়ারী হতে ১৫ জানুয়ারী, ২০২২ তারিখের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে আবেদন করা যাবে। | ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রমের সময়সূচি, ভর্তি নির্দেশিকা, আবেদনের নিয়মাবলী এবং ফলাফলের জন্য নির্ধারিত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd এবং স্ব স্ব বাের্ডের ওয়েবসাইট থেকেও জানা যাবে। এই ভর্তি নির্দেশিকার যে কোন ধারা/নিয়মাবলীর সংশােধন, সংযােজন বা বাতিল করার অধিকার শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বাের্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ইন্টারনেটের মাধ্যমে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে (কলেজ/মাদ্রাসা) আবেদনের জন্য ১৫০/- (সার্ভিস চার্জ সহ) আবেদন ফি প্রযােজ্য হবে। ইন্টানেটের মাধ্যমে আবেদনের জন্য নগদ/সােনালী ব্যাংক/টেলিটক/বিকাশ/শিওরক্যাশ'রকেট-এর মাধ্যমে ১৫০/- টাকা প্রদান করতে হবে।

• সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন করা যাবে তবে- একই প্রতিষ্ঠানের একাধিক শিফট/ভার্সন/ক্ষপে আবেদন করা যাবে। ) ইন্টারনেটে আবেদনে শিক্ষার্থীর কোন তথ্য অসত্য, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে তার আবেদন/ছড়ান্ত ভর্তি বাতিল করার অধিকার শিক্ষা বাের্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে। ৮ প্রথমবার আবেদনের সময় শিক্ষার্থীকে নিজের/অভিভাবকের একটি মােবাইল নম্বর দিতে হবে, যেটি শিক্ষার্থীর Contact Number হিসেবে বিবেচিত হবে। 

Contact Number টি শিক্ষার্থীর জন্য অতীব গুরুত্বপূর্ণ কেননা পরবর্তীতে শিক্ষার্থীর সকল যােগাযােগ ও আবেদনের জন্য কিংবা আবেদন সংশোধনের জন্য এই Contact Number টির প্রয়ােজন হবে। | প্রয়ােজনীয় অর্থ পরিশােধ করার সময় শিক্ষার্থী নিজের/অভিভাবকের যে Contact মােবাইল নম্বর প্রদান করেছেন সেটি সাবধানে পূরণ করতে হবে।

এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভর্তি সম্পর্কিত সকল তথ্য এই নম্বরে পাঠানাে হবে। এই নম্বরের বায়ােমেট্রিক নিবন্ধন সম্পন্ন হওয়া অত্যাবশ্যক। অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করতে হবে এবং তাঁর (যাঁর জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করছেন) সাথে শিক্ষার্থীর সম্পর্ক উ ভর্তির সময় পূরণকৃত জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই কী হতে পারে এবং জাতীয় পরিচয়পত্র নম্বর (অভিভাবকের) পূরণ করা থাকলে ভর্তি প্রক্রিয়া

সহজতর হবে। • একাধিক শিক্ষার্থীর আবেদনে একই Contact Number ব্যবহার করা যাবে না অর্থাৎ দ্মি দ্মি শিক্ষার্থীর (Contact Number ভিন্ন দ্মি হতে

হবে। Contact Number টি পরিবর্তন করা যাবেনা, তাই এক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে যাতে এটি ভুল না হয়। > শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের শিফট/ভার্সন/গ্রুপ অনুযায়ী পছন্দক্রম প্রযােজ্য হবে। ইন্টারনেটে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থী তার পছন্দক্রম সরাসরি ইনপুট দিতে পারবে (অর্থাৎ এন্ট্রি করতে পারবে)। + ফলাফল প্রদানের পূর্বে নির্ধারিত সময়ের মধ্যে (৮ জানুয়ারী হতে ১৫ জানুয়ারী, ২০২২) ইন্টারনেটের মাধ্যমে সর্বোচ্চ ৫(পাঁচ) বার কলেজের

পছন্দক্রম ও কলেজ পরিবর্তন করা যাবে। প্রথম পর্যায়ের আবেদনের তারিখ ৮ জানুয়ারী হতে ১৫ জানুয়ারী, ২০২২। তবে প্রাথমিক নিশ্চায়নের পর আর কোন পরিবর্তন করা যাবে না। ৩ (তিন) টি পর্যায়ে ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণ করা হবে। একজন শিক্ষার্থীকে তার মেধা, কোটা (প্রযােজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমানুযায়ী একটি মাত্র। কলেজের জন্য নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থী নিজেই অন-লাইনে বাের্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ২২৮/- (দুই শত আটাশ) টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করবে এক জন শিক্ষার্থী সর্বোচ্চ ২(দুই) বার স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে। প্রযােজ্য ক্ষেত্রে,মাইগ্রেশন সর্বদাই শিক্ষার্থীর পছন্দক্রমানুসারে উপরের দিকে যাবে।

 ১। ভর্তির যােগ্যতা ও গ্রুপ নির্বাচনঃ

১.১ ২০১৯, ২০২০ ও ২০২১ সালে দেশের যে কোন শিক্ষা বাের্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৯, ২০২০ ও ২০২১ সালে

এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ ২০২১-২২২ শিক্ষাবর্ষে সংশ্লিষ্ট নীতিমালার অন্যান্য বিধানাবলী পূরণ সাপেক্ষে

কলেজ/সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য যােগ্য বিবেচিত হবে। ১.২ ভর্তির জন্য একজন প্রার্থী নিম্নরূপ-এ গ্রুপ নির্বাচন করতে পারবে, যথা: i) সাধারণ শিক্ষা বাের্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রেঃ (ক) বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনটি। তবে বিজ্ঞান গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী অন্য

গ্রপে একবার ভর্তি হওয়ার পর পরবর্তীতে আর বিজ্ঞান গ্রুপে প্রত্যাবর্তন করতে পারবে না; (খ) মানবিক গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনটি এবং (গ) ব্যবসায় শিক্ষা গ্রম্প হতে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রপের যে কোনটি।

ii) মাদ্রাসা বাের্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রেঃ (ক) বিজ্ঞান গ্রম্প হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বাের্ডের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষা বাের্ডের বিজ্ঞান,

সাধারণ গ্রুপ ও মুজাদি গ্রুপের যে কোনটি; (খ) সাধারণ গ্রম্প হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বাের্ডের মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদরাসা শিক্ষা বাের্ডের সাধারণ গ্রম্প ও

মুজাব্বিদ গ্রুপের যে কোনটি (গ) মুজাব্বিদ গ্রুপ হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বাের্ডের মানবিক ও ব্যবসায় শিক্ষা এবং মাদরাসা শিক্ষা বাের্ডের সাধারণ গল্প ও

মুজাব্বিদ গ্রুপের যে কোনটি; (ঘ) দাখিল (ভােক) গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা মাদ্রাসা শিক্ষা বাের্ডের বাের্ডের বিজ্ঞান, সাধারণ গ্রম্প ও মুজাব্বিদ গ্রুপের যে কোনটি ।

ii) কারিগরি শিক্ষা বাের্ড হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রেঃ (ক) এসএসসি (ভােক)/দাখিল (ভােক) গ্রম্প হতে উত্তীর্ণ শিক্ষার্থী সাধারণ শিক্ষা বাের্ডের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে

কোনটি । iv) যে কোন বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী গার্হস্থ্য অর্থনীতি ও সংগীত গ্রাম্প এর যে কোনটি ।

২। ভর্তির আবেদন দাখিলের জন্য করণীয়ঃ

শুধুমাত্র ইন্টারনেট-এ আবেদন করা যাবে, এক্ষেত্রে নিচে প্রদত্ত ধাপসমূহ ২.১-২.৪ অনুসরণ করতে হবে।

ধাপসমূহ। ২.১ আবেদনের ফি প্রদান পদ্ধতি

ইন্টারনেটে আবেদনের জন্য করণীয় | ইন্টারনেটে আবেদনের পূর্বে শিক্ষার্থীকে নগদ/সােনালী ব্যাংক/টেলিটক/বিকাশ/উপায়/রকেট এর মাধ্যমে নিম্নবর্ণিত ('ক' থেকে 'চ') ধাপসমূহ অনুসরণপূর্বক আবেদন ফি প্রদান করতে হবে। প্রার্থীকে তার এসএসসি/সমমানের পরীক্ষার বাের্ড, রােল নম্বর এবং পাসের সন ব্যবহার করে ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা ফি প্রদান করতে হবে।

ক) নগদ অ্যাপ এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ 

ধাপ-১: মােবাইল নম্বর ও পিন নম্বর দিয়ে রকেট অ্যাপ এ লগইন কর। 

ধাপ-২: বিল পে অপশন নির্বাচন করুন।

 ধাপ-৩: Biller ID থেকে “XI Class Admission” নির্বাচন করুন। 

ধাপ-৪: রােল নম্বর, বাের্ড, পাশের সন ও যােগাযােগের নম্বর দিন। 

ধাপ-৫: সব তথ্য যাচাই করে Next বাটনটি ট্যাপ করুন। 

ধাপ-৬: আপনার পিন কোড টাইপ করুন। 

ধাপ-৭: ট্যাপ করে (চাপ দিয়ে) ধরে রাখুন। 

ধাপ-৮ পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলে কনফার্মেশন এসএমএস পাবেন। ধাপসমূহ ইন্টারনেটে আবেদনের জন্য করণীয়। 

খ) সােনালী ব্যাংকের মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ

i) Web Portal এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতি: ধাপ-১: ফি প্রদানের জন্য

ক) https://sbl.com.bd/ প্রবেশ করে “XI Class Admission মেনুতে ক্লিক করুন। অথবা

থ) সরাসরি https://sbl.com.bd:7070/xiClassAdmission/Fee/ তে প্রবেশ করুন। 

ধাপ-২: ফি টাইপ সিলেক্ট করে রােল নং, বাের্ড, পাশের সন ও মােবাইল নম্বর পূরণ করুন এবং “Check" বাটনে ক্লিক করম্ন। 

xi ClassAdmission

 

ধাপ-৩: ডাটা সঠিক হলে তা স্ক্রিনে দেখাবে, এবার “Payment Request" বাটনে ক্লিক করুন। ধাপ-৪: “Payment Request" বাটনে ক্লিক করলে পেমেন্টের জন্য Sonali Payment Gateway ওপেন

ধাপ-৫: এখানে আপনি ৩টি মেনু পাবেনঃ

i) Sonali Bank Account Transfer, Prepaid & SBL debit/credit card) ii) Card (Qcash. Visa & Master)

iii) MFS (Bkash, Rocket) ধাপ-৬: আপনার সুবিধা জনক পদ্ধতিতে পেমেন্ট করুন। ধাপ-৭: পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হওয়ার পর একটি ৮ ডিজিটের পেমেন্ট আইডিসহ পেমেন্ট কনফার্মেশন

ভাউচার জেনারেট হবে, এটি ডাউনলােড/প্রিন্ট করে সংরক্ষণ করুন।

ii) Sonali eSheba অ্যাপ এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতি: ধাপ-১: Sonali eSheba অ্যাপ মেনু থেকে "XI Class Admission” সিলেক্ট করুন। ধাপ-২: ফি টাইপ সিলেক্ট করে রােল নং, বাের্ড, পাশের সন ও মােবাইল নম্বর পূরণ করুন এবং “Check"

| বাটনে ক্লিক করুন। ধাপ-৩: ডাটা সঠিক হলে তা ক্রিনে দেখাবে, এবার “Payment Request" বাটনে ক্লিক করুন। ধাপ-৪: “Payment Request" বাটনে ক্লিক করলে পেমেন্টের জন্য Sonali Payment Gateway ওপেন

ধাপ-৫: এখানে আপনি ৩টি মেনু পাবেনঃ

iv) Sonali Bank (Account Transfer, Prepaid & SBL debit/credit card) v) Card (Qcash. Visa & Master)

vi) MFS (Bkash, Rocket) 

ধাপ-৬: আপনার সুবিধা জনক পদ্ধতিতে পেমেন্ট করুন। ধাপ-৭: পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হওয়ার পর একটি ৮ ডিজিটের পেমেন্ট আইডিসহ পেমেন্ট কনফার্মেশন

ভাউচার মােবাইল স্টোরেজ "Sonali eSheba" নামক ফোল্ডারে সেভ হবে।

যে কোন সমস্যায় যােগাযােগ করুণঃই-মেইলঃ billstech@sonalibank.com.bd 

গ) টেলিটকের মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ

 ১. টেলিটকের প্রিপেইড মােবাইল ব্যবহার করতে হবে। মােবাইলের Message (Option)-এ গিয়ে

নিম্নলিখিত নিয়মে আবেদন ফি প্রদান করতে হবেঃ CAD <space> WEB <space> Board $pace> Roll<space> Year <space> লিখে 16222 নম্বরে Send করতে হবে। উপরের Message-এ Board এর স্থলে শিক্ষার্থীর নিজের বাের্ডের প্রথম তিন অক্ষর/কোড (যেমন, ঢাকা বাের্ড হলে DHA; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদালয় হলে BOU, ইত্যাদি), Roll এর স্থলে শিক্ষার্থীর 

ধাপসমূহ

ইন্টারনেটে আবেদনের জন্য করণীয এসএসসি/সমমান পরীক্ষার Roll No, Year এর স্থলে এসএসসি/সমমান পরীক্ষার Passing Year দিতে

উদাহরণঃ SMS-এর মাধ্যমে ফি প্রদান CAD WEB DIHA 104285 2021 ব্যাখ্যা ? এখানে DIIA•এসএসসি/সমমান পরীক্ষা পাসের বাের্ডের (Dhaka) নামের প্রথম কোড,104285-আবেদকারীর এসএসসি/সমমান পরীক্ষার পাসের রােল নম্বর এবং 2021 এসএসসি/সমমান পরীক্ষা পাসের সন । উপরে বর্ণিত SMS টি সফলভাবে সম্পন্ন হলে আবেদনকারীর নাম, শিক্ষা বাের্ড, পাসের সন এবং রােল। নম্বরসহ ফিরতি SMS-এ আবেদন ফি বাবদ ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) কেটে নেওয়া হবে এবং তা জানিয়ে একটি PIN কোড প্রদান করা হবে। ফি প্রদানে সম্মত থাকলে Message অপশন (Option) এ যেয়ে CAD<space>YES <space> PIN <space>Contact Number লিখে 16222 নম্বরে Send করতে হবে। Contact Number টি অবশ্যই বায়ােমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনকৃত মােবাইল নম্বর হতে হবে। একটি মােবাইল নম্বর শুধুমাত্র একজন আবেদনকারী প্রার্থীর জন্য ব্যবহার করা যাবে। ফি সঠিকভাবে জমা হলে Contact Number টিতে অবশ্যই ফি নিশ্চিতকরণের একটি Transaction ID সহ SMS

 

 উদাহরণঃ যি নিশ্চতকরণ CAD YES 1268234 01*********

এখানে 1268234 - PIN এবং 01 ******** পুর্বে প্রদত্ত ১১ ডিজিটের Contact number।

 

ঘ) বিকাশ অ্যাপ এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ 

ধাপ-১: প্রথমেই বিকাশ অ্যাপ স্ক্রিন থেকে পে বিল সিলেক্ট করুন। 

ধাপ-২: এরপর শিক্ষা প্রতিষ্ঠান ট্যাপ করে XI Class Admission সিলেক্ট করুন ।

 ধাপ-৩: তারপর বাের্ডের নাম, পাশের বছর সিলেক্ট করে রােল নাম্বার এবং মােবাইল নাম্বার ।

 ধাপ-৪: ফি-এর পরিমাণ চেক করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করুন । 

ধাপ-৫: এবার আপনার বিকাশ একাউন্টের পিন কোড নাম্বার দিন । 

ধাপ-৬: সবশেষে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন। তাহলেই ‘পে-বিল’ লেনদেনটি সম্পন্ন হবে।

 ধাপ-৭: আপনার মােবাইলেও একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন এবং অ্যাপে দেখে নিতে পারবেন বিলের

ডিজিটাল রিসিট।

ঙ) উপায়ের মাধ্যমে ফি প্রদান পদ্ধতি: 

উপায় USSD Menu এর মাধ্যমে ফি প্রদান করার পদ্ধতি:উপায় অ্যাপ এর মাধ্যমে ফি প্রদান করার পদ্ধতি:

ধাপসমূহ

ইন্টারনেটে আবেদনের জন্য করণীয় 

চ) রকেট অ্যাপি এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ 

ধাপ-১: মােবাইল নম্বর ও পিন নম্বর দিয়ে রকেট আ্যাপ এ লগইন করুন।

 ধাপ-২: বিল পে অপশন নির্বাচন করুন। 

ধাপ-৩: Biller ID থেকে "XI Class Admission” বা 515 নির্বাচন করুন। 

ধাপ-৪: রােল নম্বর, বাের্ড ও পাশের সন এ প্রয়ােজনীয় ইনপুট দিন। নিজ ফি হলে Self' এবং অপরের ফি হলে | Other নিচিন করে স্টুডেন্ট/অভিভাবকের মােবাইল নম্বর দিন। ধাপ-৫: Student এর নাম সহ Amount: Tk. 150 প্রদর্শিত হবে, Accept করে মােবাইল একাউন্ট এর পিন নম্বর প্রদান করলে Payment সফল Massage সহ Successful Massage প্রদর্শিত হবে।

প্রয়ােজনে কল করুন: 16216

• বাের্ডের নামের কোড: Dhaka Board-এর জন্য DHA, Cumilla Board এর জন্য CUM, Rajshahi Board- এর জন্য RAJ, Jashore Board-এর জন্য JAS, Chattogram Board-এর জন্য CHA, Barishal Board-এর উদ্য BAR, Sylhet Board-এর জন্য SYL, Dinajpur Board-এর জন্য DIN, Technical Board এর জন্য TEC, Mymensingh Board এর জন্য MYM, Madrasah Board-এর জন্য MAD এবং Bangladesh Open University-97T BOU 1 এখানে উল্লেখ্য যে, প্রথম পর্যায়ে ৯ আগস্ট হতে ২০ আগস্ট ২০২০ রাত ১১:৫৯ মিঃ পর্যন্ত ইন্টারনেটে আবেদন করা যাবে।

(ক) নিম্নলিখিত নিয়মে আবেদন Submit করতে হবে।

২.২ ইন্টারনেটে আবেদন পদ্ধতি

১. নগদ/সােনালী ব্যাংক/টেলিটক/বিকাশ/উপায়/রকেট এর আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) জমা

দেয়ার পর আবেদনকারীকে নির্ধারিত website-এ (www.xiclaissaiclmission.gov.bd) মেয়ে "Apply Online" Button-এ ক্লিক করতে হবে; এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষার রােল নম্বর, বাের্ড পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে এন্ট্রি দিতে হবে। আবেদনকারীর দেয়া তথ্য সঠিক হলে তিনি তার ব্যক্তিগত তথ্য ও এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA দেখতে পাবেন।

২. এরপর শিক্ষার্থীর Contact Number (ফি প্রদানের সময় প্রদত্ত মােবাইল নম্বর) এবং প্রযােজ্য ক্ষেত্রে কোটা

(ধাপ ২.৩ অনুযায়ী) দিতে হবে। অতঃপর তাঁকে ভর্তিচ্ছু শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ, শিফট এবং ভার্সন Select করতে হবে। এভাবে শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি ও সর্বনিম্ন ৫টি কলেজ/মাদরাসা Select করতে পারবে। এই ফরমে আবেদনকারী তার সকল আবেদনের পছন্দক্রমও নির্ধারণ করতে পারবেন।

এরপর আবেদনকারী "Preview Application" Button-এ ক্লিক করলে তার আবেদনকৃত কলেজসমূহের তথ্য ও পছন্দক্রম দেখতে পারবেন।

৫. Preview-এ দেখানাে তথ্যসমূহ সঠিক থাকলে আবেদনকারী "Submit” Button-এ ক্লিক করবেন।

আবেদনটি সফলভাবে Submit করা হলে আবেদনকারী তার প্রদত্ত Contact Number-এর মােবাইলে একটি নিশ্চিতকরণ SMS পাবেন এবং যাতে একটি সিকিউরিটি কোড (Security Coxle) থাকবে। এই Security Code টি গােপনীয়তা ও সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে আবেদন সংশােধন ও ভর্তি সংক্রান্ত কাজে ব্যবহার করতে হবে।

আবেদনকারী চাইলে তাঁর আবেদনসমূহের তথ্যাদিসহ উক্ত ফরমটি Download করে প্রিন্ট (Print) নিতে পারবেন।

(খ) উপরের নির্দেশনা অনুযায়ী এসএসসি/সমমান পরীক্ষার রােল নম্বর, বাের্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর ।

ধাপসমূহ।

ইন্টারনেটে আবেদনের জন্য করণীয়। সঠিকভাবে এন্ট্রি দেয়ার পরও শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ও এসএসসি পরীক্ষার GPA দেখতে না পেলে, তাঁকে আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) জমা দেয়ার Transaction ID টি এন্ট্রি দিতে হবে এবং ফি প্রদানের জন্য তিনি যেই অপারেটর (নগদ/সােনালী ব্যাংক/টেলিটক/বিকাশ/শিওরক্যাশ/রকেট) ব্যবহার করেছে তাকে Select করতে হবে। পরবর্তীতে ৩০ মিনিট পর ইন্টারনেটে আবেদন করার জন্য পূর্বে উল্লেখিত পদ্ধতিতে অনুসরণ করতে হবে।

২.৩ কোটা (প্রযােজ্য ক্ষেত্রে)

| (ক) মুক্তিযােদ্ধার সন্তান/সন্তানের সন্তানদের জন্য কোটায় (FQ) ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী তথ্য-ছরে নির্দিষ্ট

স্থানে FQ কোটা Select করবেন। কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদ পত্র থাকতে হবে এবং পরবর্তীতে কলেজ/মাদ্রাসা কর্তৃক যাচাইকরণ হবে বিধায় কোটার অপশন (Option) দেয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

(খ) যে সকল প্রতিষ্ঠানে বিশেষ কোটা (SQ) অনুমােদিত আছে- সে সকল প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের

সন্তানগণ এই বিশেষ কোটার জন্য আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন চলাকালীন সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজসমূহ ইন্টারনেটে বিশেষ কোটা আবেদনকারীদের আবেদন নিশ্চিত করবেন।

একজন আবেদনকারী সর্বোচ্চ ৫(পাঁচ) বার ইন্টারনেটে ঢুকে কলেজের পছন্দক্রম এবং কলেজ পরিবর্তন করতে পারবে।

পরিবর্তন।

৩। মেধামান নির্ধারণঃ

৩.১ একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২১ অনুসরণপূর্বক ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণ ও মেধামান নির্ণয় করা হবে। আবেদনকারীদের বিভিন্ন

কলেজ/মাদ্রাসা /সমমানের প্রতিষ্ঠানে আবেদন ঐ প্রতিষ্ঠানের নির্দিষ্ট গ্রম্প/শিফট/ ভার্সন, আসন সংখ্যা, পছন্দক্রম এর ভিত্তিতে এবং নিম্ন বর্ণিত (ধারা-৩,২-৩.৪) নিয়মানুযায়ী মেধামান নির্ধারণপূর্বক একজন আবেদনকারী শিক্ষার্থীকে শুধুমাত্র একটি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচিত করা হবে।

৩.২ কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ৯৫% আসন সকলের জন্য উন্মুক্ত থাকবে যা মেধার ভিত্তিতে

নির্বাচন করা হবে। অবশিষ্ট ৫% আসন মুক্তিযােদ্ধার সন্তান/সন্তানের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। উপযুক্ত কোটায় যদি প্রার্থী না পাওয়া যায় তবে কোটার আসন কার্যকরী থাকবে না, অর্থাৎ উক্ত আসনে মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। মুক্তিযােদ্ধার সন্তান/সন্তানের সন্তানদের সনাক্তকরণের জন্য যথাযথ কর্তৃপক্ষের সনদ দাখিল করতে হবে। যে সকল শিক্ষার্থী প্রতিবন্ধী হিসেবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা সংশ্লিষ্ট বাের্ডে ম্যানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবে। প্রবাসীদের সন্তান/বি,কে,এস.পি. থেকে উত্তীর্ণ শিক্ষার্থী/খেলাধুলা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ভর্তির জন্য বাের্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে বাের্ড উপযুক্ত প্রমাণপত্র যাচাই বাছাই পূর্বক শিক্ষার্থীকে কাঙ্খিত প্রতিষ্ঠানে (প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত নূন্যতম জিপিএ থাকা সাপেক্ষে) ভর্তির ব্যবস্থা নিবে। উল্লেখ্য যে, যারা কোটার জন্য ম্যানুয়ালি আবেদন করবে তারা একইসাথে সাধারণ শিক্ষার্থী হিসেবে ইন্টারনেটে ও আবেদন করতে পারবে।

৩.৩ (ক) এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-র ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারণ করা হবে।

(খ) সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে সর্বমােট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বাের্ড, কারিগরি শিক্ষা

বাের্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর ক্ষেত্রে প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে। তাছাড়া বিভিন্ন সালের গ্রেড পয়েন্ট ও

প্রাপ্ত নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে। (গ) বিজ্ঞান গ্রুপে ভর্তির ক্ষেত্রে সমান মােট নম্বর প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত ও উচ্চতর গণিত/ জীববিজ্ঞানে প্রাপ্ত নম্বর

| বিবেচনায় আনা হবে। (ঘ) দফা গ এর বিধান সত্ত্বেও যদি প্রার্থী বাছাইকল্পে উদ্ভূত জটিলতা নিরসন না হয়, তবে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থ বিজ্ঞান ও রসায়নে প্রাপ্ত

নম্বর বিবেচনায় আনা হবে।

(ঙ) মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের ক্ষেত্রে সমান মােট নম্বর বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর

বিবেচনায় আনা হবে।

 


(চ) এক গ্রুপের প্রার্থী অন্য গ্রুপ্রে ভর্তির ক্ষেত্রে জিপিএ একই হলে সর্বমােট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এ ক্ষেত্রে প্রার্থী

বাছাইকল্পে উদ্ভূত জটিলতা নিরসন না হলে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনা হবে। ৩. ৪ স্কুল এন্ড কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠান হতে উত্তীর্ণ শিক্ষার্থীগণ প্রতিষ্ঠান নির্ধারিত যােগ্যতা সাপেক্ষে স্ব স্ব বিভাগে

(বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযােগ পাবে। প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগে ভর্তি নিশ্চিত করেই কেবল অবশিষ্ট শূণ্য আসনে প্রযােজ্য ক্ষেত্রে ধারা ৩.০ এর উপবিধান (৩.২) ও (৩.৩) অনুসরণ করে শিক্ষার্থী ভর্তি করানাে যাবে।

৪। ভর্তির ফলাফল প্রক্রিয়াকরণ, প্রকাশ এবং মাইগ্রেশনঃ

মােট ৩ (তিন) টি পর্যায়ে যফলাফল প্রক্রিয়াকরণ করা হবে। প্রাথমিক নিশ্চায়ন সাপেক্ষে সর্বোচ্চ ২(দুই) বার স্বয়ংক্রিয়ভাবে মাইগ্রেশন প্রক্রিয়া চালনা করা হবে অর্থাৎ প্রাথমিক নিশ্চায়নের পরও সর্বোচ্চ ২(দুই) বার একজন শিক্ষার্থীর কলেজ নির্বাচন পরিবর্তন হতে পারে। প্রতি পর্যায়ে পছন্দক্রমানুযায়ী অটোমাইগ্রেশন হবে এবং মাইগ্রেশন সর্বদাই পছন্দক্রমানুসারে উপরের দিকে যাবে।

• একজন শিক্ষার্থী তার আবেদনের সময় দেয়া কলেজ পছন্দক্রম ও এসএসসি/সমমান পরীক্ষার ফলাফল, কোটা ইত্যাদির ভিত্তিতে শুধুমাত্র

১টি কলেজেই সিলেকশন পাবে।

| নির্বাচিত শিক্ষার্থী নিজেই অনলাইনে বাের্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ২২৮/- (দুই শত আটাশ) টাকা জমা দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করবেন। উল্লেখ্য যে, প্রত্যেক নির্বাচিত শিক্ষার্থীকে অবশ্যই ২২৮/- (দুই শত আটাশ) টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চায়ন করতে হবে। অন্যথায় শিক্ষার্থীর মনােনয়ন ও আবেদন বাতিল হবে। আবেদন বাতিলকৃত শিক্ষার্থী ইচ্ছা করলে পরবর্তী পর্যায়ের জন্য পুনরায়

আবেদন ফি জমা দিয়ে নতুন ভাবে আবেদন করতে পারবে। • যে সকল শিক্ষার্থী আবেদনকৃত কোন কলেজেই সিলেকশন পাবে না তারা পুনরায় আবেদন ফি ব্যতীত এবং যারা ইতিপূর্বে কোন কলেজেই

আবেদন করে নাই তারা আবেদন ফি জমা দেয়া সাপেক্ষে আবেদন করতে পারবে। ফলাফল প্রক্রিয়াকরণের পর নির্দিষ্ট তারিখে শিক্ষার্থীদেরকে SMS-এর মাধ্যমে ফলাফল জানানাে হবে এবং একই সাথে SMS-এ একটি গোপণীয় Security Code প্রদান করা হবে। এই Security Code টি চুড়ান্ত ভর্তি নিশ্চায়নের জন্য সংরক্ষণ করতে হবে। তাছাড়াও শিক্ষার্থীগণ ভর্তির ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd থেকে ভর্তির বিস্তারিত ফলাফল জানতে পারবে।

৫। কলেজে ভর্তিঃ

নির্ধারিত তারিখে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ভর্তি ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd দেয়া হবে এবং সংশ্লিষ্ট কলেজ। কর্তৃপক্ষ ডাউনলােড করে তা নােটিশ বাের্ডে প্রদর্শণ করবেন। অতঃপর ভর্তির জন্য নির্ধারিত তারিখে শিক্ষার্থী কলেজে উপস্থিত (স্বাস্থবিধি অনুসরণ পূর্বক) হয়ে প্রয়ােজনীয় কাগজপত্র ও অনুমােদিত ফি জমা দিয়ে ভর্তি হবে এবং কলেজ শিক্ষার্থীর Security Coxle ব্যবহার করে ভর্তির চুড়ান্ত নিশ্চায়ন করবে।

৬। আবেদন, ফল প্রকাশ ও ভর্তির সময়সূচি ও ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য নিমােক্ত সময়সূচি অনুসরণ করতে হবেঃ ক্রমিক নং

_

বিষয়।

তারিখ ০৮/০১/২০২২ (শনিবার)

৬.১।

ভর্তির অন-লাইন আবেদন গ্রহণ (যারা পুনঃ নিরীক্ষণের জন্য আবেদন করবে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে)।

১৫/০১/২০১২ (শনিবার) ১৭/০১/২০২২ (সােমবার)

৬২

আবেদন যাচাই, বাছাই ও আপত্তি নিষ্পত্তি

২১/০১/২০২২ (শুক্রবার) ২২/০১/২০১২ (শনিবার)

শুধুমাত্র পুনঃনিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ।

২৩/০১/২০২২ (রবিবার)

আবেদনের তারিখ।

৬.৪

|

পছন্দক্রম পরিবর্তনের সময়

২৪/০১/২০২২ (সােমবার)

২৯/০১/২০২২

৬.৫

| ১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ।

 

ক্রমিক নং

বিষয়

তারিখ (শনিবার রাত ৮ঃ০০ টায়) ৩০/০১/২০২২ (রবিবার)

৬.৬

শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় | ফিসহ আবেদন করতে হবে)

০৬/০২/২০২২ (রবিবার)

০৭/০২/২০২২ সােমবার)

| ২য় পর্যায়ের আবেদন গ্রহণ

পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশ

০৮/০২/২০২২ (মঙ্গলবার রাত ০৮:০০ পর্যন্ত)

১০/০২/২০২২ (বৃহস্পতিবার রাত ৮:০০টায়)

১০/০২/২০২২ (বৃহস্পতিবার রাত ৮:০০টায়) ১১/০২/২০২২ (শুক্রবার)

২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ

২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে) ৩য় পর্যায়ের আবেদন গ্রহন পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশ

৬.১১।

৬.১২

১২/০২/২০২২ (শনিবার রাত ৮:০০ পর্যন্ত)। ১৩/০২/২০২২ (রবিবার)

১৫/০২/২০১২ (মঙ্গলবার রাত ৮:০০ টায়)

১৫/০২/২০২২ (মঙ্গলবার রাত ৮:০০ টায়) ১৬/০২/২০২২ (বুধবার)।

৬.১৩ | ৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ

৬.১৪

৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে)

১৭/০২/২০২২ (বৃহস্পতিবার)

১৯/০২/২০২২ (শনিবার)

৬.১৫

| ভর্তি।

২৪/০২/২০২২ (বৃহস্পতিবার)

০২মার্চ, ২০২২ (বুধবার)

৬.১৬

| ক্লাস শুরু

|

(অধ্যাপক নেহাল আহমেদ)

সভাপতি আন্তঃ শিক্ষা বাের্ড সমন্বয় সাব-কমিটি

চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা।

 

 




 
 

 
 

 

 

👉  HSC Vocational Admission
 

পরিশেষেঃ

 সার্ভার সমস্যার কারণে ভিজিট করতে অনেক কষ্ট হয়ে পরে তাই সর্বাধিক চেষ্টা করছি ভালো কিছু তুলে ধরতে এবং  এই সাইট যে সকল পোস্ট করা হয়, সে সকল পোস্ট কোন প্রকার প্রতারিত করার  উদ্দেশ্য নহে পোস্ট গুলি আপনাদের ভালোলাগার জাইগা দখল করলে লাগলে সাইট visit করতে ভুলবেন না কিন্তু | আপনাদের জন্যই পোস্ট করে থাকি আপনারা যাতে সহজ ভাবে খুঁজে নিতে পারেন জন্যই সর্বাধিক চেষ্টা করে যাচ্ছি |যথেষ্ট ধৈর্য্য সহ আমাদের পোস্ট পড়ার জন্য আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ  ধন্যবাদ