একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম  শুরু হতে যাচ্ছে। প্রতিবছরের মতো এবারও শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে কলেজে ভর্তির জন্য। xi class admission system সারাদেশে একযোগে সকল কলেজের জন্য একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীরা এসএসসি পাস করে একাদশ শ্রেণিতে অর্থাৎ কলেজে ভর্তি হতে পারবে।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফরম পূরণ করবেন যেভাবে 

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন কবে আগেই বলে রাখা ভাল শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইট কিন্তু ভর্তি  কার্যক্রম শুরু না হলে বন্ধ দেখাবে | একাদশ শ্রেণিতে ভর্তির নতুন নিয়ম একাদশ শ্রেণিতে ভর্তি পদ্ধতি আবেদনের ওয়েবসাইটঃ  👉   http://www.xiclassadmission.gov.bd    এখানে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের সময় সঠিক সময়ে পয়ে যাবেন ।

 

xi class admission 2022

কলেজ ভর্তি বিজ্ঞপ্তি মধ্যে প্রকাশিত হয়েছে আজকে কিভাবে কলেজে ভর্তি হওয়া যাবে, ভর্তির জন্য কিভাবে আবেদন করতে হবে, XI Class Admission gov bd, কিভাবে আবেদন করতে হবে, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র, একাদশ শ্রেণিতে সরকারি কলেজে ভর্তি হতে কত পয়েন্ট প্রয়োজন, একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফি কত টাকা, একাদশ শ্রেণীর ভর্তি আবেদন ফি কিভাবে পরিশোধ করতে হবে এই সকল বিষয় সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এখানে। তাই আপনি যদি এসএসসি পাস করে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু একজন শিক্ষার্থী হয়ে থাকেন আজকের সম্পূর্ণ পোষ্টটি এখনই পড়ে সে সম্বন্ধে স্বচ্ছ ধারণা পেতে পারেন।

২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজ ভর্তির অনলাইন আবেদন শুরু হতে যাচ্ছে। সকল সরকারি-বেসরকারি কলেজের ভর্তি আবেদন অনলাইনে গ্রহণ করা হবে।

সম্প্রতি (২৩ ডিসেম্বর, বৃহস্পতিবার) কলেজের একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা প্রণয়ণের সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মাননীয় শিক্ষামন্ত্রী দীপু মনি উপস্থিত থেকে, এবারের একাদশে ভর্তির নীতিমালা, অনলাইনে ভর্তি আবেদন গ্রহণের সময়সূচি ও ভর্তি ফল প্রকাশের তারিখ নির্ধারণ করেছেন।

সকলেরই সরকারি কলেজে ভর্তি হওয়ার আগ্রহের জন্য সরকারি কলেজে ভর্তি হওয়া বর্তমানে খুবই কঠিন। আপনি যদি এসএসসিতে একটি ভালো রেজাল্ট করে থাকেন তাহলে সরকারি কলেজে ভর্তি হতে পারেন। এসএসসি পরীক্ষায় যদি ভালো নম্বর এবং ভালো পয়েন্ট না আসে তাহলে সরকারি কলেজে ভর্তি হওয়া খুবই কঠিন। যে সকল সরকারি কলেজে শিক্ষার্থীদের ভর্তি হওয়ার আগ্রহ বেশি থাকে সেগুলোতে ভর্তি হতে গেলে আপনাকে অবশ্যই একটি ভালো নম্বর এবং ভালো পয়েন্ট দেখাতে হবে।

 বেশীরভাগ সরকারী কলেজে জিপিএ 4 এর বেশি যারা পায় তাদের অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। তাই সরকারি কলেজে পড়তে হলে আপনাকে অবশ্যই একটি ভালো ফলাফল করতে হবে। গান বিভাগে সরকারি কলেজে ভর্তি হওয়া আরো কঠিন বিজ্ঞান বিভাগ থেকে সরকারি কলেজে ভর্তি হতে হলে অবশ্যই আপনাকে অন্যদের চেয়ে ভালো রেজাল্ট করতে হবে। যদি আপনি বিজ্ঞান বিভাগ থেকে মানবিক ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনি সরকারি কলেজগুলোতে ভর্তি হতে পারেন। 

অনলাইনে একাদশ শ্রেনির ভর্তি আবেদন করা যাবে ৮ জানুয়ারি থেকে। আবেদন প্রক্রিয়া চলবে ১৫ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত। কলেজে একাদশ শ্রেণির ক্লাস শুরু ৫ মার্চ ২০২২ খ্রি. তারিখ থেকে। 

একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীদের প্রথম পর্যায়ে আবেদন করতে হবে এবং প্রথম পর্যায় আবেদনের তারিখ কিছুদিন পরেই প্রকাশ করা হবে পর্যায়ে সম্পন্ন অনলাইনে আবেদন করতে হবে এবং শিক্ষার্থীকে যোগ্যতার বিচারে দশটি কলেজে চয়েস দিতে হবে যোগ্যতার বিচারে বাংলাদেশ শিক্ষা বোর্ড কর্তৃক যাচাই-বাছাই করে শিক্ষার্থীর জন্য প্রযোজ্য কলেজ সিলেক্ট করে দেওয়া হবে এবং সেখানে শিক্ষার্থী ভর্তি হতে পারবে  

শিক্ষার্থীর যদি কলেজ পছন্দ না হয় তাহলে মাইগ্রেশনের সুযোগ থাকবে মাইগ্রেশন এর ফলে শিক্ষার্থীদের পছন্দের কলেজের উর্ধ্বক্রম এর যেকোনো একটি কলেজে আসন সংখ্যা ফাঁকা থাকলে সেখানে ভর্তি হতে পারবে কলেজ চয়েজ অবশ্যই xi class admission চিন্তা করে দিতে হবে যেন ভালো কলেজগুলো নিচের দিকে না যায় অংশে ভালো কলেজ থাকলে শিক্ষার্থী পরবর্তীতে মাইগ্রেশন করলে উপরের যেকোন স্বল্প মানের কলেজে মাইগ্রেশন চলে যেতে পারে সেজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে  

একটি নোটিশ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে প্রকাশ করা হয়েছে সেখানে প্রবেশ করে আপনি একাদশ শ্রেণির জন্য ভর্তি অনলাইন পেমেন্ট এবং আবেদন করার নিয়ম কি ভালোভাবে দেওয়া আছে নিচের অংশে সেই নোটিশটি আমরা দিয়েছি আপনি ইচ্ছা করলে সেটি ডাউনলোড করতে পারেন অথবা নোটিশটি ভালোভাবে পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদন করতে হবে এবং আপনি কিভাবে পেমেন্ট সম্পন্ন করবেন অনলাইনের মাধ্যমে

অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে ৮ জানুয়ারী ২০২২ খ্রি. তারিখ থেকে। ভর্তি আবেদন করা যাবে ১৫ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত ।আগেয় বলে রাখা ভাল শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইট কিন্তু ভর্তি  কার্যক্রম শুরু না হলে বন্ধ দেখাবে |

 আবেদন যাচাই-বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা হবে ১৭ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।

শুধুমাত্র পুনঃনিরীক্ষণ ফল পরিবর্তিতদের ভর্তি আবেদন গ্রহণ করা হবে ২২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত । পছন্দক্রম পরিবর্তন করা যাবে ২৪ জানুয়ারি ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত । 

প্রথম ধাপের ভর্তি ফল প্রকাশ করা হবে ২৯ জানুয়ারি। দ্বিতীয় ধাপের ফল প্রকাশ ১০ ফেব্রুয়ারি। সবশেষ ধাপের ফলাফল প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি। (বিস্তারিত জানুন নিচের অনুচ্ছেদে যুক্ত ভর্তি নীতিমাল থেকে)

২৪ ফেব্রুয়ারি ২০২২ খ্রি. তারিখের মধ্যে, একাদশের ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

ভর্তি প্রক্রিয়া শেষে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২ মার্চ ২০২২ খ্রি. তারিখ থেকে।

 মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে, নির্ধারিত ফি পরিশোধ করে এই আবেদন করা যাবে। একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন নিয়ে বিড়ম্বনা নাই

Payment by Teletalk SIM

CAD<space>WEB<space>Board<space>Roll<Space>Year and send to 16222

Example: CAD WEB DHA 104285 2021

ফিরতি আসলে

CAD<space>YES<space>PIN<space>Contact Number

                                                 Example: CAD YES 1268234 01942205000

 

একাদশ শ্রেণীর ভর্তি আবেদন ফি ১৫০ টাকা । একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্ধারিত আবেদন ফি ১৫০ টাকা রকেট, নগদ, বিকাশ ব্যবহার করে পরিশোধ করা যাবে। উপরোক্ত তিনটি মোবাইল ব্যাংকিং মাধ্যম ব্যবহার করে আপনি খুব সহজেই একাদশ শ্রেণির ভর্তির টাকা পেমেন্ট করতে পারবেন ।

১. বিকাশে পেমেন্ট এর জন্য আপনি বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে পে বিল অপশন থেকে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন ফি বিকাশ করা যাবে hsc admission 2022 এ

বিকাশ অ্যাপ এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ 

ধাপ-১: প্রথমেই বিকাশ অ্যাপ স্ক্রিন থেকে পে বিল সিলেক্ট করুন। 

ধাপ-২: এরপর শিক্ষা প্রতিষ্ঠান ট্যাপ করে XI Class Admission সিলেক্ট করুন ।

 ধাপ-৩: তারপর বাের্ডের নাম, পাশের বছর সিলেক্ট করে রােল নাম্বার এবং মােবাইল নাম্বার ।

 ধাপ-৪: ফি-এর পরিমাণ চেক করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করুন । 

ধাপ-৫: এবার আপনার বিকাশ একাউন্টের পিন কোড নাম্বার দিন । 

ধাপ-৬: সবশেষে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখুন। তাহলেই ‘পে-বিল’ লেনদেনটি সম্পন্ন হবে।

 ধাপ-৭: আপনার মােবাইলেও একটি কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন এবং অ্যাপে দেখে নিতে পারবেন বিলের

ডিজিটাল রিসিট।

 

২. রকেট অ্যাপি এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ 

ধাপ-১: মােবাইল নম্বর ও পিন নম্বর দিয়ে রকেট আ্যাপ এ লগইন করুন।

 ধাপ-২: বিল পে অপশন নির্বাচন করুন। 

ধাপ-৩: Biller ID থেকে "XI Class Admission” বা 515 নির্বাচন করুন। 

ধাপ-৪: রােল নম্বর, বাের্ড ও পাশের সন এ প্রয়ােজনীয় ইনপুট দিন। নিজ ফি হলে Self' এবং অপরের ফি হলে | Other নিচিন করে স্টুডেন্ট/অভিভাবকের মােবাইল নম্বর দিন। ধাপ-৫: Student এর নাম সহ Amount: Tk. 150 প্রদর্শিত হবে, Accept করে মােবাইল একাউন্ট এর পিন নম্বর প্রদান করলে Payment সফল Massage সহ Successful Massage প্রদর্শিত হবে। প্রয়ােজনে কল করুন: 16216

 

৩. নগদ অ্যাপ এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ 

ধাপ-১: মােবাইল নম্বর ও পিন নম্বর দিয়ে রকেট অ্যাপ এ লগইন কর। 

ধাপ-২: বিল পে অপশন নির্বাচন করুন।

 ধাপ-৩: Biller ID থেকে “XI Class Admission” নির্বাচন করুন। 

ধাপ-৪: রােল নম্বর, বাের্ড, পাশের সন ও যােগাযােগের নম্বর দিন। 

ধাপ-৫: সব তথ্য যাচাই করে Next বাটনটি ট্যাপ করুন। 

ধাপ-৬: আপনার পিন কোড টাইপ করুন। 

ধাপ-৭: ট্যাপ করে (চাপ দিয়ে) ধরে রাখুন। 

ধাপ-৮ পেমেন্ট সফলভাবে সম্পন্ন হলে কনফার্মেশন এসএমএস পাবেন। ধাপসমূহ ইন্টারনেটে আবেদনের জন্য করণীয়। 

 সোনালী বিল পেমেন্ট সিস্টেম ১০০% সহজে টাকা পরিশোধ করতে পারবেন। বিকাশ ,রকেট ,নগদ সবগুলই সোনালী বিল পেমেন্ট সিস্টেমের  অওতায়এখোন ভেবে দেখুন

 অনলাইন পেমেন্ট পদ্ধতি........ওয়েব সাইট কিন্তু ভর্তি  কার্যক্রম শুরু না হলে বন্ধ দেখাবে 

 সোনালী বিল পেমেন্ট সিস্টেম   ১.সোনালী সেবা অ্যাপ  ২.  অনলাইনে  👉 https://sbl.com.bd:7070/  যান

 টাকা পরিশোধ হয়েছে কি না সোনালী বিল পেমেন্ট সিস্টেম যানতে পারবেন pdf ফাইল সহ ।

 

 

সােনালী ব্যাংকের মাধ্যমে ফি প্রদান পদ্ধতিঃ একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন নিয়ে বিড়ম্বনা নাই

i) Web Portal এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতি: 

ধাপ-১: ফি প্রদানের জন্য

ক) https://sbl.com.bd:7070/ প্রবেশ করে “XI Class Admissionমেনুতে ক্লিক করুন। অথবা

থ) সরাসরি https://sbl.com.bd:7070/xiClassAdmission/Fee/ তে প্রবেশ করুন। ধাপ-২: ফি টাইপ সিলেক্ট করে রােল নং, বাের্ড, পাশের সন ও মােবাইল নম্বর পূরণ করুন এবং “Check"

| বাটনে ক্লিক করম্ন। ধাপ-৩: ডাটা সঠিক হলে তা স্ক্রিনে দেখাবে, এবার “Payment Request" বাটনে ক্লিক করুন। ধাপ-৪: “Payment Request" বাটনে ক্লিক করলে পেমেন্টের জন্য Sonali Payment Gateway ওপেন

ধাপ-৫: এখানে আপনি ৩টি মেনু পাবেনঃ

i) Sonali Bank Account Transfer, Prepaid & SBL debit/credit card) ii) Card (Qcash. Visa & Master)

iii) MFS (Bkash, Rocket) ধাপ-৬: আপনার সুবিধা জনক পদ্ধতিতে পেমেন্ট করুন। ধাপ-৭: পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হওয়ার পর একটি ৮ ডিজিটের পেমেন্ট আইডিসহ পেমেন্ট কনফার্মেশন

ভাউচার জেনারেট হবে, এটি ডাউনলােড/প্রিন্ট করে সংরক্ষণ করুন।

ii) Sonali eSheba অ্যাপ এর মাধ্যমে ফি প্রদান পদ্ধতি: ধাপ-১: Sonali eSheba অ্যাপ মেনু থেকে "XI Class Admission” সিলেক্ট করুন। 

ধাপ-২: ফি টাইপ সিলেক্ট করে রােল নং, বাের্ড, পাশের সন ও মােবাইল নম্বর পূরণ করুন এবং “Check"

| বাটনে ক্লিক করুন।

 ধাপ-৩: ডাটা সঠিক হলে তা ক্রিনে দেখাবে, এবার “Payment Request" বাটনে ক্লিক করুন।

 ধাপ-৪: “Payment Request" বাটনে ক্লিক করলে পেমেন্টের জন্য Sonali Payment Gateway ওপেন

ধাপ-৫: এখানে আপনি ৩টি মেনু পাবেনঃ

iv) Sonali Bank (Account Transfer, Prepaid & SBL debit/credit card) v) Card (Qcash. Visa & Master)

vi) MFS (Bkash, Rocket) 

ধাপ-৬: আপনার সুবিধা জনক পদ্ধতিতে পেমেন্ট করুন। ধাপ-৭: পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হওয়ার পর একটি ৮ ডিজিটের পেমেন্ট আইডিসহ পেমেন্ট কনফার্মেশন

ভাউচার মােবাইল স্টোরেজ "Sonali eSheba" নামক ফোল্ডারে সেভ হবে।

যে কোন সমস্যায় যােগাযােগ করুণঃই-মেইলঃ billstech@sonalibank.com.bd 

 

XI Class Admission 2022


আমাদের কোন তথ্য ভুল থাকলে সেটি জন্য আন্তরিক ভাবে দুঃখিত। যে কোন ভুল হলে সেটি contact us  অথবা কমেন্ট এ জানাতে পারেন। আমরা সেটি দ্রুততার সাথে সমাধান করার চেষ্টা করব। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইট কিন্তু ভর্তি  কার্যক্রম শুরু না হলে বন্ধ দেখাবে |  👉  ঘুরে আসুন জানতে এখানে XI admission result 

 বিস্তারিত জানতে এখানে কিলিক করুন       


  

All Online Admission System And Applicant login


পরিশেষেঃ

 সার্ভার সমস্যার কারণে ভিজিট করতে অনেক কষ্ট হয়ে পরে তাই সর্বাধিক চেষ্টা করছি ভালো কিছু তুলে ধরতে এবং  এই সাইট যে সকল পোস্ট করা হয়, সে সকল পোস্ট কোন প্রকার প্রতারিত করার  উদ্দেশ্য নহে পোস্ট গুলি আপনাদের ভালোলাগার জাইগা দখল করলে লাগলে সাইট visit করতে ভুলবেন না কিন্তু | আপনাদের জন্যই পোস্ট করে থাকি আপনারা যাতে সহজ ভাবে খুঁজে নিতে পারেন জন্যই সর্বাধিক চেষ্টা করে যাচ্ছি |যথেষ্ট ধৈর্য্য সহ আমাদের পোস্ট পড়ার জন্য আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ  ধন্যবাদ

 

কিভাবে অনলাইনে ভর্তির আবেদন করতে হয়
কলেজে ভর্তির আবেদন ফরম 

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের শেষ তারিখ